স্বায়ত্ব শাসিত জেলা লোকসভা কেন্দ্র

স্বায়ত্ব শাসিত জিলা লোকসভা কেন্দ্র উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের ১৪ টি লোকসভা আসনের মধ্যে অন্যতম। লোকসভা কেন্দ্রটি দুটি স্বায়ত্ব শাসিত জিলা - দিমা হাসাও জেলা এবং কার্বি আংলং জেলার সংলগ্নে গঠিত যা দিমাসা এবং কার্বি মানুষদের বাসস্থান।

লোকসভার আসনটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত করা হয়।

বিধানসভা খণ্ডসমূহ

স্বায়ত্ব শাসিত জিলা লোকসভা কেন্দ্র নিম্নলিখিত বিধানসভা খণ্ডসমূহ নিয়ে গঠিত[1]

ক্ৰম বিধানসভা সংখ্য়া সমষ্টির নাম তফসিলি জাতি/ উপজাতির জন্য় সংরক্ষিত জিলা
১৬ হাফলং বিধানসভা কেন্দ্র তফসিলি উপজাতি দিমা হাসাও
১৭ বোকাজান বিধানসভা কেন্দ্র তফসিলি উপজাতি কাৰ্বি আংলং
১৮ হাওরাঘাট বিধানসভা কেন্দ্র তফসিলি উপজাতি কাৰ্বি আংলং
১৯ ডিফু বিধানসভা কেন্দ্র তফসিলি উপজাতি কাৰ্বি আংলং
২০ বৈথালাংশো বিধানসভা কেন্দ্র তফসিলি উপজাতি কাৰ্বি আংলং

সংসদ সদস্যবৃন্দ

ক্ৰমবৰ্ষপ্ৰাৰ্থীদল
১৯৭৭বিরেন সিং ইংতিভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৮৪বিরেন সিং ইংতিভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৯১জয়ন্ত রংপিস্বায়ত্ব শাসিত রাজ্য দাবী সমিতি
১৯৯৬জয়ন্ত রংপিস্বায়ত্ব শাসিত রাজ্য দাবী সমিতি
১৯৯৮জয়ন্ত রংপিস্বায়ত্ব শাসিত রাজ্য দাবী সমিতি
১৯৯৯জয়ন্ত রংপিভারতীয় কমিউনিষ্ট পাৰ্টি (মাৰ্ক্সবাদী-লেলিনবাদী) লিবারেশন
২০০৪বিরেন সিং ইংতিভারতীয় জাতীয় কংগ্রেস
২০০৯বিরেন সিং ইংতিভারতীয় জাতীয় কংগ্রেস
২০১৪বিরেন সিং ইংতি[2]ভারতীয় জাতীয় কংগ্রেস

নির্বাচনী ফলাফল

সাধারণ নির্বাচন, ২০১৪

সাধারণ নির্বাচন, ২০১৪
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস বীরেন সিংহ ইংতি ২১৩,১৫২ ৩৯.২৩ -১.৯৪
বিজেপি জয়রাম ইংলেং ১৮৯,০৫৭ ৩৪.৮০ +১৩.৯৭
স্বতন্ত্র চমং ক্রো ১০৮,২৯৯ ১৯.৯৩ +১৯.৯৩
উপরের কেউই না উপরের কেউই না ১১,৭৪৭ ২.১৬ ---
সংখ্যাগরিষ্ঠতা ২৪,০৯৫ ৪.৪৪ -১৬.৩৯
ভোটার উপস্থিতি ৫৪৩,২৮০
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

সাধারণ নির্বাচন, ২০০৪

সাধারণ নির্বাচন, ২০০৪: স্বায়ত্ব শাসিত জিলা
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস বীরেন সিংহ ইংতি ১২৫,৯৩৭ ৩১.৩৮
স্বায়ত্তশাসিত রাজ্য দাবী কমিটি (সংযুক্ত) এলভিন তেরোন ১০১,৮০৮ ২৫.৩৬
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন জয়ন্ত রংপি ৭৪,৩৯৯ ১৮.৫৪
বিজেপি রতন তেরোন ৫৭,৫৮৪ ১৪.৩৫
স্বতন্ত্র সন্মনি টেম্পরাই ২৬,৭১৩ ৬.৬৬
স্বতন্ত্র চেম্বার জি মোমিন ৮,০০৩ ১.৯৯
এজিপি শৈলেন্দ্র হাসনু ৩,৭৫৫ ০.৯৪
সমতা পার্টি হারসিং তেরোন ৩,১৭৮ ০.৭৯
সংখ্যাগরিষ্ঠতা ২৪,১২৯
ভোটার উপস্থিতি ৪০১,৩৭৭ ৬৯.৪২
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

তথ্য়সূত্র

  1. "List of Parliamentary & Assembly Constituencies" (PDF)Assam। Election Commission of India। ২০০৬-০৫-০৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৫
  2. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014"। ELECTION COMMISSION OF INDIA। ১৬ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৪

আরো দেখুন

  • দিমা হাসাও জেলা
  • কার্বি আংলং জেলা
  • লোকসভা কেন্দ্রের তালিকা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.