আসামের লোকসভা কেন্দ্রসমূহের তালিকা

লোকসভা হল ভারতীয় সংসদর নিম্ন সদন বা নিম্নকক্ষ, এর সদস্যগণকে সাংসদ বলে (MP)। প্রতিজন সাংসদ একটি নির্দিষ্ট ভৌগোলিক সমষ্টির প্রতিনধিত্ব করে। লোকসভার সদস্যগণকে ভারতীয় ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকগণ নির্বাচিত করে। ভারতীয় সংবিধান অনুসারে লোকসভাতে সর্বাধিক ৫৫২ জন সদস্য থাকতে পারে। এর ৫৩০ জনকে ভারতএর রাজ্যের ভোট ও ২০ জনকে কেন্দ্রীয় শাসিত প্রদেশএর ভোট নির্বাচিত করে, বাকী দুজনকে ভারতের রাষ্ট্রপতি মনোনীত করে, এই দুজন এংলো-ইন্ডিয়ান মূলের হয়। প্রতি জন লোকসভার সদস্যই তাঁর সমষ্টিকে লোকসভায় প্রতিনধিত্ব করে। প্রত্যেক লোকসভার কায্যর্কাল পাঁচ বছর। বর্তমান লোকসভায় ৫৪৫ জন সদস্য আসে।

অসমের লোকসভা সমষ্টিসমূহের তালিকা

সমষ্টি
নং
সমষ্টির নামসংরক্ষণ স্থিতি
(অনুসূচিত জাতি/অনুসূচিত জনজাতি/নেই)
বিধানসভার সমষ্টিসমূহ
করিমগঞ্জঅনুসূচিত জাতি ১.রাতাবারী(অনুসূচিত জাতি), ২.পাথারকাণ্ডি, ৩.করিমগঞ্জ উত্তর, ৪.করিমগঞ্জ দক্ষিণ, ৫.বদরপুর, ৬.হাইলাকান্দি, ৭.কটলীসেরা, ৮.আলগাপুর
শিলচরনাই ১.সোণাই, ২.শিলচর ৩.ধলাই (অনুসূচিত জাতি) ৪.উধারব্ণ্ড ৫.লখিপুর ৬.বরখোলা ৭.কাতিগড়া
স্বায়ত্ব শাসিত জেলাঅনুসূচিত জনজাতি ১.হাফলঙ(অনুসূচিত জনজাতি) ২.বোকাজান(অনুসূচিত জনজাতি) ৩.হাওরাঘাট(অনুসূচিত জনজাতি) ৪.ডিফু(অনুসূচিত জনজাতি) ৫.বৈঠালাংসু(অনুসূচিত জনজাতি)
ধুবুরীনাই ১.মানকাসার ২.শোলমরা দক্ষিণ ৩.ধুবুরী ৪.গৌরীপুর ৫.গোলকগঞ্জ ৬.বিলাসীপারা পশ্চিম, ৭.বিলাসীপারা পূর্ব ৮.গোয়ালপারা পূর্ব ৯.গোয়ালপারা পশ্চিম ১০.জলেশ্বর
কোকোরাঝারঅনুসূচিত জনজাতি 1.গোসাইগাঁও 2.কোকোরাঝার পশ্চিম (অনুসূচিত জনজাতি) 3.কোকোরাঝার পূর্ব (অনুসূচিত জনজাতি) 4.সিদলী (অনুসূচিত জনজাতি) 5.বিজনী 6.সরভোগ 7.ভয়ানীপুর 8.তামোলপুর 9.বরমা (অনুসূচিত জনজাতি) 10.চাপাগুরি (অনুসূচিত জনজাতি)
বড়পেটানাই 1.বঙাইগাঁও 2.অভয়াপুরী উত্তর 3.অভয়াপুরী দক্ষিণ 4.বরপেটি 5.পাটসারকুসি 6.জনীয়া 7.বাঘবর 8.সরুক্ষেত্রী 9.চেঙা 10.ধর্মপুর
গুয়াহাটীনাই 1.দুধনৈ (অনুসূচিত জনজাতি) 2.বকো (অনুসূচিত জাতি) 3.চাইগাঁও 4.পলাশবারী 5.জালুকবারী 6.দিসপুর 7.গুয়াহাটী পূর্ব, 8.গুয়াহাটী পশ্চিম, 9.হাজো, 10.বরক্ষেত্রী
মঙ্গলদৈনাই 1.কমলপুর 2.রঙিয়া 3.নলবারী 4.পানেরী 5.কলাইগাঁও 6.সিপাঝার 7.মঙ্গলদৈ (অনুসূচিত জাতি) 8.দলগাঁও 9.ওদালগুরি (অনুসূচিত জনজাতি) 10.মাজবাট
তেজপুরনাই 1.ঢেকীয়াজুলি 2.বরচলা 3.চতিয়া 4.তেজপুর 5.গহপুর 6.বিশ্বনাথ 7.রঙাপারা 8.বিহালী 9.বিহপুরীয়া
১০নগাঁওনাই 1.জাগীরোড(অনুসূচিত জাতি) 2.মরিগাঁও 3.লাহরীঘাট, 4.রহা (অনুসূচিত জাতি), 5.নগাঁও 6.বঢ়মপুর 7.যমুনামুখ 8.হোজাই 9.লামডিং
১১কালিয়াবড়নাই 1.ধিং 2.বটদ্রয়া 3.রূপহীহাট 4.চামগুরি 5.কলিয়াবর 6.সরুপথার 7.বোকাখাট 8.গোলাঘাট 9.খুমটিই 10.ডেরগাঁও(অনুসূচিত জাতি)
১২যোরহাটনাই 1.জোরহাট, 2.তিতাবর, 3.মরিয়নি, 4.টিয়ক, 5.আমগুরি, 6.নাজিরা, 7.মাহমরা, 8.সোণারি 9.থাওরা, 10.শিবসাগর
১৩ডিব্রুগড়নাই 1.মরাণ, 2.ডিব্রুগড়, 3.লাহোয়াল, 4.দুলিয়াজান, 5.টিংখং 6.নাহরকটীয়া, 7.তিনসুকীয়া, 8.ডিগবৈ, 9.মার্ঘেরিটি
১৪লখিমপুরনাই ১.মাজুলী (অনুসূচিত জনজাতি), ২.নাওবৈচা, ৩.লক্ষীমপুর, ৪.ঢকুয়াখানা(অনুসূচিত জনজাতি), ৫.ধেমাজী(অনুসূচিত জনজাতি), ৬.জোনাই(অনুসূচিত জনজাতি), ৭.চাবুয়া, ৮.ডুমডুমা, ৯.শদিয়া

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.