শিলচর লোকসভা কেন্দ্র
শিলচর লোকসভা কেন্দ্র (ইংরেজি: Silchar Lok Sabha Constituency) উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের ১৪ টি লোকসভা সমষ্টির মধ্যে অন্যতম।
বিধানসভা খণ্ডসমূহ
শিলচর লোকসভা কেন্দ্র নিম্নলিখিত বিধানসভা খন্ডসমূহে সংগঠিত হয়েছে:[1]
- শিলচর
- সোনাই
- ধোলাই (তফসিলি)
- উদারবন্দ
- লক্ষীপুর
- বড়খলা
- কাটিগঢ়া
সংসদ সদস্য
টীকা
|
ভারতীয় জাতীয় কংগ্রেস | |
|
ভারতীয় জনতা পার্টি |
নির্বাচন | প্রার্থী | দল | |
---|---|---|---|
১৯৭৭ | রাশিদা চৌধুরী | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৮০ | সন্তোষ মোহন দেব | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৮৪ | সন্তোষ মোহন দেব | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৮৯ | সন্তোষ মোহন দেব | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৯১ | কবীন্দ্র পুরকায়স্থ | ভারতীয় জনতা পার্টি | |
১৯৯৬ | সন্তোষ মোহন দেব | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৯৮ | কবীন্দ্র পুরকায়স্থ | ভারতীয় জনতা পার্টি | |
১৯৯৯ | সন্তোষ মোহন দেব | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
২০০৪ | সন্তোষ মোহন দেব | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
২০০৯ | কবীন্দ্র পুরকায়স্থ | ভারতীয় জনতা পার্টি | |
২০১৪ | সুস্মিতা দেব | ভারতীয় জাতীয় কংগ্রেস |
সাধারণ নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৯
[2]}}
সাধারণ নির্বাচন, ২০০৯ | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিজেপি | কবীন্দ্র পুরকায়স্থ | ২৪৩,৫৩২ | ৩৫.৩৭ | ||
সৰ্ব ভারতীয় সংযুক্ত গণতান্ত্ৰীক মোৰ্চা | বদরুদ্দিন আজমল | ২০২,০৬২ | ২৯.৩৫ | ||
কংগ্রেস | সন্তোষ মোহন দেব | ১৯৭,২৪৪ | ২৮.৬৫ | ||
সিপিআই(এম) | দীপক ভট্টচার্য্য | ১১,৮৩১ | ১.৭২ | ||
নির্দল | মনিষ ভট্টচার্য্য | ৭,০৯৩ | ১.০৩ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪১,৪৭৯ | ৬.০২ | |||
ভোটার উপস্থিতি | ৬৮৮,৫৪৬ | ৭০.৩৭% | |||
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
সাধারণ নির্বাচন ২০১৪
২০১৬ সালের ভারতীয় সাধারণ নির্বাচন ১৬তম লোকসভার গঠন লক্ষ্যে ভারতের মোট ৫৪৩ লোকসভা কেন্দ্রের সবকয়টির সংসদ সদস্যদের নির্বাচন করতে অনুষ্ঠিত হয়। নির্বাচনটি ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত নয়টি পর্বে চলে যা দেশের ইতিহাসে দীর্ঘতম নির্বাচন।
সাধারণ নির্বাচন, ২০১৪ | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
কংগ্রেস | সুস্মিতা দেব | ৩৩৬,৪৫১ | ৪২.০৭ | +১৩.৪২ | |
বিজেপি | কবীন্দ্র পুরকায়স্থ | ৩০১,২১০ | ৩৭.৬৬ | +২.২৯ | |
সৰ্ব ভারতীয় সংযুক্ত গণতান্ত্ৰীক মোৰ্চা | কুতুব আহমেদ মজুমদার | ৮৫,৫৩০ | ১০.৬৯ | -১৮.৬৬ | |
অসম গণ পরিষদ | বিজয় কৃষ্ণ নাথ | ৭,৬৭৯ | ০.৯৬ | +০.৯৬ | |
উপরের কেউই না | উপরের কেউই না | ৪,৩১০ | ০.৫৪ | --- | |
আম আদমী পার্টি | আব্দুল মান্নান বড়ভূইঞা | ৩,১১৮ | ০.৩৮৯ | --- | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৫,২৪১ | ৪.৪১ | ১.৬১ | ||
ভোটার উপস্থিতি | ৭৯৯,৮৩০ | ||||
বিজেপি থেকে কংগ্রেস অর্জন করেছে | ঘুরে যাওয়া | ||||
তথ্যসূত্র
- "লোকসভা এবং বিধানসভা সমষ্টিসমূহের তালিকা" (PDF)। আসাম। ভারতের নির্বাচন কমিশন। ২০০৬-০৫-০৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৫।
- "সমষ্টি অনুসারে বিস্তারিত ফলাফল" (PDF)। ভারতের নির্বাচন কমিশন। পৃষ্ঠা 153। ১১ আগস্ট ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.