কোকরাঝাড় লোকসভা কেন্দ্র
কোকড়াঝাড় লোকসভা কেন্দ্র উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের ১৪ টি লোকসভা আসনের মধ্যে অন্যতম। এটি তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত।
বিধানসভা কেন্দ্রসমূহ
কোকড়াঝাড় লোকসভা কেন্দ্র নিম্নলিখিত বিধানসভা খণ্ডসমূহ নিয়ে গঠিত:[1]
- গোসাইগাওঁ
- কোকড়াঝাড় পূর্ব (তফসিলি উপজাতি)
- কোকড়াঝাড় পশ্চিম (তফসিলি উপজাতি)
- সিদলি (তফসিলি উপজাতি)
- বিজনি সরভোগ
- ভবানীপুর
- তামুলপুর
- বড়মা (তফসিলি উপজাতি)
- চাপাগুড়ি (তফসিলি উপজাতি)
সংসদ সদস্যবৃন্দ
ক্ৰম | বৰ্ষ | প্ৰাৰ্থী | দল |
---|---|---|---|
১ | ১৯৫৭ | ডি. বসুমতারী | ভারতীয় জাতীয় কংগ্ৰেস |
২ | ১৯৬২ | ডি. বসুমতারী | ভারতীয় জাতীয় কংগ্ৰেস |
৩ | ১৯৬৭ | ডি. বসুমতারী | ভারতীয় জাতীয় কংগ্ৰেস |
৪ | ১৯৭১ | ডি. বসুমতারী | ভারতীয় জাতীয় কংগ্ৰেস |
৫ | ১৯৭৭ | চরণ নাৰ্জারী | U.A. |
৬ | ১৯৮৪ | চরণ ব্ৰহ্ম চৌধুরী | U.A. |
৭ | ১৯৯১ | সতেন্দ্ৰনাথ ব্ৰহ্ম চৌধুরী | নিৰ্দলীয় |
৮ | ১৯৯৬ | লুইস ইসলারী | নিৰ্দলীয় |
৯ | ১৯৯৮ | চাঞ্চুমা খুঙগুর বিশমুথিয়ারী | নিৰ্দলীয় |
১০ | ১৯৯৯ | সানসুমা খুংগুর বৈসমতিয়ারি | নিৰ্দলীয় |
১১ | ২০০৪ | সানসুমা খুংগুর বৈসমতিয়ারি | নিৰ্দলীয় |
১২ | ২০০৯ | সানসুমা খুংগুর বৈসমতিয়ারি | বড়োল্য়াণ্ড পিপলস ফ্ৰণ্ট |
১৩ | ২০১৪ | নব কুমার শরণীয়া[2] | নিৰ্দলীয় |
সাধারণ নির্বাচন, ২০১৪
সাধারণ নির্বাচন, ২০১৪ | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
স্বতন্ত্র | নব কুমার শরণীয়া (হীরা) | ৬৩৪,৪২৮ | ৫১.৮৪ | +৫১.৮৪ | |
স্বতন্ত্র | উরখাও গওরা ব্রহ্ম | ২৭৮,৬৪৯ | ২২.৭৭ | -১০.১২ | |
বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট | চন্দন ব্রহ্ম | ২৪৩,৭৫৯ | ১৯.৯২ | -২৮.৮৮ | |
উপরের কেউই না | উপরের কেউই না | ১৮,১৮৩ | ১.৪৯ | --- | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৫৫,৭৭৯ | ২৯.০৭ | +১৮.৮০ | ||
ভোটার উপস্থিতি | ১২,২৩,৮৬৯ | ||||
স্বতন্ত্র নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
আরো দেখুন
তথ্যসূত্র
- "List of Parliamentary & Assembly Constituencies" (PDF)। Assam। Election Commission of India। ২০০৬-০৫-০৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৫।
- "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014"। ELECTION COMMISSION OF INDIA। ১৬ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৪।
- The Sentinel. 16 candidates file nomination in Karimganj ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-০৯-২৪ তারিখে
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.