ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[1] এটি ১৯৯৬ সালের ২৯শে জুলাই প্রতিষ্ঠিত হয়েছে। চার বছর মেয়াদী কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ব্যবসা প্রশাসন দিয়ে শুরু হয় এ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি স্থাপত্য, ব্যবসা প্রশাসন, সিভিল এন্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, ল', ম্যাথম্যাটিকস এবং ইংরেজি বিভাগে কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশের একটি অলাভজনক প্রতিষ্ঠান যার নাম এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন এই বিশ্ববিদ্যালয়টিকে আর্থিকভাবে সহযোগিতা করছে। এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য হচ্ছে মানবিক ও সামাজিক উন্নয়ন।

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক - ইউএপি
নীতিবাক্য"উৎকর্ষ সাধনে অঙ্গীকারবদ্ধ"
ধরনবেসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৯৬
আচার্যরাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্যঅধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী
শিক্ষায়তনিক কর্মকর্তা
৩৬০+
শিক্ষার্থী৬০০০+
অবস্থান,
২৩.৭৫৪৯৪৫° উত্তর ৯০.৩৮৯৫১৯° পূর্ব / 23.754945; 90.389519
শিক্ষাঙ্গন৭৪/এ, গ্রীন রোড, ফার্মগেট, ঢাকা
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.uap-bd.edu

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর ক্যাম্পাস ৭৪/এ, গ্রীন রোড, ফার্মগেট (ফার্মগেট বাসস্ট্যান্ড সংলগ্ন), ঢাকা তে অবস্থিত। যা "ইউএপি সিটি ক্যাম্পাস" নামে পরিচিত।

বিভাগসমূহ

  • স্কুল অব ইঞ্জিনিয়ারিং
    • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
    • সিভিল ইঞ্জিনিয়ারিং
    • ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
    • মাস্টার ইন কম্পিউটার সায়েন্স
    • মাস্টার ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
    • মাস্টার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
  • স্কুল অব বিজনেস
    • ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
    • মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
    • এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
  • স্কুল অব এনভাইরনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাইন
    • আর্কিটেকচার
  • স্কুল অব হিউমানিটিজ এন্ড সোস্যাল সায়েন্স
    • ইংলিশ
    • এমএ ইন ইংলিশ (১ বছর)
    • এমএ ইন ইংলিশ (২ বছর)
  • স্কুল অব মেডিসিন
    • ফার্মেসি
    • এমএস ইন ফার্মাসিউটিক্যাল টেকনোলজি (নন থিসিস)
    • এমএস ইন ফার্মাসিউটিক্যাল টেকনোলজি (থিসিস)
  • স্কুল অব সায়েন্স
    • ম্যাথম্যাটিকস
  • স্কুল অব ল'
    • এলএলবি (অনার্স)
    • এলএলএম (রেগুলার)

তথ্যসূত্র

  1. "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১০ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

টেমপ্লেট:University of Asia Pacific

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.