আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব
আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব (ইংরেজি: Abdullah ibn Abdul-Muttalib; আরবি: عبدالله بن عبد المطلب; ৫৪৫ – ৫৭০) ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ-এর পিতা;[1][2] মুহাম্মদ তার এবং তার স্ত্রী আমিনার একমাত্র সন্তান। পুত্রের জন্মের পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন।
আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব | |
---|---|
জন্ম | ৫৪৬ খ্রিষ্টাব্দ / ৭৮ হিজরী পূর্ব |
মৃত্যু | ৫৭০-৭১ খ্রিষ্টাব্দ / ৫৩-৫২ হিজরী পূর্ব (বয়স ২৪-২৫) |
মৃত্যুর কারণ | অজ্ঞাত অসুস্থতা |
সমাধি | দারুণ নাবিয়া, মদিনা, সৌদি আরব |
দাম্পত্য সঙ্গী | আমিনা বিনতে ওয়াহাব |
সন্তান | পুত্র: মুহাম্মদ |
পিতা-মাতা | পিতা: আবদুল মুত্তালিব মাতা: ফাতিমা বিনতে আমর |
ইসলাম |
---|
এর ধারাবাহিক নিবন্ধের অংশ: |
|
আরো দেখুন
|
![]() |
বিবাহ
তার বাবার দাদা কুসাই ইবনে কিলাবের ভাই যোহরা ইবনে কিলাবের নাতি ওয়াহাব ইবনে আব্দুল মুনাফের মেয়ে আমিনাকে তার বাবা তার জন্য পছন্দ করেন।
নাম
তার নাম "আব্দুল্লাহ"; এর অর্থঃ "আল্লাহর বান্দা"।
বংশ
কুরাইশ বংশ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আব্দুল মানাফ ইবনে কুশাই | আতিক বিনতে মুরাহ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
‘আব্দুল শামস | বারা | মুতালিব | হালা | হাসিম | সালমা বিনতে আমর | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উম্মে ইবনে আব্দুল শামস | ‘আব্দুল আল মুত্তালিব | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
হার্ব | আবু আল আস | ʿআমিনা | ʿAbd Allāh | আবু তালিবṬ | হামজা | আল-আব্বাস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ʾআবু সুফিয়ান ইবনে হার্ব | আল-হাকাম | আফান ইবনে আবু আল আস | মুহাম্মদ (পরিবার বৃক্ষ) | খাদিজা বিনতে খুয়ালিদ | আলি ইবনে আবু আলি | খলাহ বিনতে জাফর | আব্দুলাহ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কুয়াইয়া | মারওয়ান I | উসমান ইবনে আফান | রুকেয়া | ফাতেমা যোহরা | মুহাম্মদ ইবনে আল-হানাফি | ʿআলি বিন আব্দুল্লাহ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উম্মে খলিফা | উসমান ইবনে আবু-আল-আস | হাসান আল-মুজতবা | হুসাইন বিন আলি (পরিবার বৃক্ষ) | আল-মুক্তার ইবনে উবায়দুল্লাহ আল-থাকাফি (আবু‘আমরা`কায়সানিয়া) | মুহাম্মদ "আল-ইমাম" (Abbasids) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.