২০১৭ ইসলামিক সলিডারিটি গেমস
৪র্থ ইসলামিক সলিডারিটি গেমস একটি বহু জাতি বহু ক্রীড়াভিত্তিক ইভেন্ট, যা ২০১৭ সালের ১২-২২ মে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়।[1] আগের গেমসগুলো ২০০৫-এ সৌদি আরবে ও ২০১৩-এ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় গেমস ২০০৯ সালের অক্টোবরে ইরানে অনুষ্ঠিত হবার কথা ছিলো, পরে তা পিছিয়ে দেয়া হয় এবং বাতিল হয়।
৪র্থ ইসলামিক সলিডারিটি গেমস | |||
---|---|---|---|
![]() | |||
স্বাগতিক শহর | বাকু, আজারবাইজান | ||
নীতিবাক্য | Gücümüz həmrəylikdədir (একতাই আমাদের শক্তি!) | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৫৪ | ||
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ | ৬০০০ | ||
উদ্বোধনী অনুষ্ঠান | ১২ মে ২০১৭ | ||
সমাপ্তি অনুষ্ঠান | ২২ মে ২০১৭ | ||
প্রধান মিলনস্থন | বাকু জাতীয় স্টেডিয়াম | ||
| |||
ওয়েবসাইট | www |
অংশগ্রহণকারী দেশসমূহ
ইসলামী সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের সকল ৫৬ সদস্য এই খেলায় অংশগ্রহণ করেন।
তালিকা নিচে দেয়া হলো; বন্ধনীতে অংশগ্রহণকারীর সংখ্যা দেয়া হলো।
আফগানিস্তান আলবেনিয়া আলজেরিয়া আজারবাইজান (325) বাহরাইন বাংলাদেশ বেনিন ব্রুনাই বুর্কিনা ফাসো ক্যামেরুন চাদ কোমোরোস জিবুতি মিশর গ্যাবন গাম্বিয়া গিনি গিনি-বিসাউ গায়ানা কুয়েত (স্বাধীন আইএসএসএফ ক্রীড়াবিদ) ইন্দোনেশিয়া ইরান (160) ইরাক কোত দিভোয়ার জর্দান কাজাখস্তান কিরগিজিস্তান লেবানন লিবিয়া মালয়েশিয়া মালদ্বীপ মালি মৌরিতানিয়া মরক্কো মোজাম্বিক নাইজার নাইজেরিয়া ওমান পাকিস্তান ফিলিস্তিন কাতার সৌদি আরব সেনেগাল সিয়েরা লিওন সোমালিয়া সুদান সুরিনাম সিরিয়া তাজিকিস্তান টোগো তিউনিসিয়া তুরস্ক (345) তুর্কমেনিস্তান উগান্ডা সংযুক্ত আরব আমিরাত উজবেকিস্তান ইয়েমেন
পদক তালিকা
ক্রম | জাতি | স্বর্ণ | রোপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | ![]() | ৭৫ | ৫০ | ৩৭ | ১৬২ |
২ | ![]() | ৭০ | ৬৮ | ৫৭ | ১৯৫ |
৩ | ![]() | ৩৯ | ২৬ | ৩৩ | ৯৮ |
৪ | ![]() | ১৫ | ১৭ | ৩১ | ৬৩ |
৫ | ![]() | ১২ | ৫ | ৪ | ২১ |
৬ | ![]() | ৭ | ১২ | ২১ | ৪০ |
৭ | ![]() | ৭ | ৫ | ১৫ | ২৭ |
৮ | ![]() | ৬ | ২৯ | ২৩ | ৫৮ |
৯ | ![]() | ৬ | ৫ | ৭ | ১৮ |
১০ | ![]() | ৪ | ৫ | ৮ | ১৭ |
১১ | ![]() | ৪ | ১ | ৬ | ১১ |
১২ | ![]() | ৩ | ১ | ১১ | ১৫ |
১৩ | ![]() | ২ | ৭ | ৫ | ১৪ |
১৪ | ![]() | ২ | ৫ | ১২ | ১৯ |
১৫ | ![]() | ২ | ৪ | ৭ | ১৩ |
১৬ | ![]() | ২ | ৩ | ৭ | ১২ |
১৭ | ![]() | ২ | ৩ | ১ | ৬ |
১৮ | ![]() | ২ | ২ | ৬ | ১০ |
১৯ | ![]() | ১ | ৩ | ৮ | ১২ |
২০ | ![]() | ১ | ২ | ৬ | ৯ |
২১ | ![]() | ১ | ১ | ১ | ৩ |
![]() | ১ | ১ | ১ | ৩ | |
২৩ | ![]() | ১ | ১ | ০ | ২ |
২৪ | ![]() | ১ | ০ | ১ | ২ |
![]() | ১ | ০ | ১ | ২ | |
![]() | ১ | ০ | ১ | ২ | |
২৭ | ![]() | ০ | ৩ | ৯ | ১২ |
২৮ | ![]() | ০ | ৩ | ৪ | ৭ |
২৯ | ![]() | ০ | ১ | ৩ | ৪ |
৩০ | ![]() | ০ | ১ | ২ | ৩ |
![]() | ০ | ১ | ২ | ৩ | |
৩২ | ![]() | ০ | ১ | ১ | ২ |
৩৩ | ![]() | ০ | ১ | ০ | ১ |
![]() | ০ | ১ | ০ | ১ | |
৩৫ | ![]() | ০ | ০ | ৬ | ৬ |
৩৬ | ![]() | ০ | ০ | ৪ | ৪ |
![]() | ০ | ০ | ৪ | ৪ | |
৩৮ | ![]() | ০ | ০ | ২ | ২ |
![]() | ০ | ০ | ২ | ২ | |
৪০ | ![]() | ০ | ০ | ১ | ১ |
মোট (৪০টি জাতি) | ২৬৮ | ২৬৮ | ৩৫০ | ৮৮৬ |
তথ্যসূত্র
- "About ISSF"। ২০ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.