১৯৫৬–৫৭ লা লিগা

১৯৫৬–৫৭ লা লিগা হচ্ছে লা লিগার ২৬তম মৌসুম, যেটি ১৯৫৬ সালের ৯ই সেপ্টেম্বর তারিখে শুরু হয় এবং ১৯৫৭ সালের ২১শে এপ্রিল তারিখে সমাপ্ত হয়। এই মৌসুমে রিয়াল মাদ্রিদ ৫ম বারের মতো লা লিগার শিরোপা জয়লাভ করে।

প্রিমেরা দিভিসিওন
মৌসুম১৯৫৬–৫৭
চ্যাম্পিয়নরিয়াল মাদ্রিদ
(৫ম শিরোপা)
অবনমনদেপর্তিভো লা করুনা
কোন্দাল
ইউরোপিয়ান কাপরিয়াল মাদ্রিদ
সেভিয়া (যেহেতু রিয়াল মাদ্রিদ ইউরোপিয়ান কাপ বিজয়ী হিসেবে উত্তীর্ণ)
মোট খেলা২৪০
মোট গোলসংখ্যা৭৭৭ (ম্যাচ প্রতি ৩.২৪টি)
শীর্ষ গোলদাতাআলফ্রেদো দি স্তিফানো
(৩১ গোল)
সবচেয়ে বড় হোম জয়আতলেতিকো মাদ্রিদ ৮–১ এস্পানিওল
সবচেয়ে বড় এওয়ে জয়দেপর্তিভো লা করুনা ০–৬ বার্সেলোনা
সর্বোচ্চ স্কোরিংবার্সেলোনা ৭–৩ আতলেতিকো মাদ্রিদ
১৯৫৫–৫৬
১৯৫৭–৫৮

বিন্যাস পরিবর্তন

এই মৌসুমের জন্য, অবনমনের প্লেঅফ বাদ দেওয়া হয়েছিল এবং টেবিলের শেষ দুই দল সরাসরি সেহুন্দা দিভিসিওনে চলে যাবে।

দলের অবস্থান

উত্তীর্ণ হওয়ার পর, এস্পানিয়ার নাম পরিবর্তন করে কোন্দাল রাখা হয়েছিল।

ক্লাব শহর স্টেডিয়াম
অ্যাথলেতিক বিলবাওবিলবাওএস্তাদিও দে সান মামেস
আতলেতিকো মাদ্রিদমাদ্রিদএস্তাদিও মেত্রোপলিতানো দে মাদ্রিদ
বার্সেলোনাবার্সেলোনাক্যাম্প দে লেস কোর্তস
সেলতাভিগোএস্তাদিও দে বালাইদোস
কোন্দালবার্সেলোনাকাম্প দে লা কোর্তস
দেপর্তিভো লা করুনাআ করুনাএস্তাদিও রিয়াজোর
এস্পানিওলবার্সেলোনাএস্তাদিও সারিয়া
হায়েনহায়েনএস্তাদিও দে লা ভিক্তোরিয়া
লাস পালমাসলাস পালমাসএস্তাদিও ইনসুলার
ওসাসুনাপামপ্লোনাএস্তাদিও সান হুয়ান
রিয়াল মাদ্রিদমাদ্রিদসান্তিয়াগো বার্নাব্যু
রিয়াল সোসিয়েদাদসান সেবাস্তিয়ানআতোতজা স্টেডিয়াম
সেভিয়াসেভিলেএস্তাদিও দে নের্ভিওন
ভ্যালেন্সিয়াভ্যালেন্সিয়ামেস্তায়া স্টেডিয়াম
ভায়াদোলিদভায়াদোলিদএস্তাদিও হোসে জোরিয়া
জারাগোজাজারাগোজাএস্তাদিও তোরেরো

লীগ টেবিল

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন বা অবনমন
রিয়াল মাদ্রিদ (C) ৩০ ২০ ৭৪ ৩৫ +৩৯ ৪৪ ১৯৫৭–৫৮ ইউরোপিয়ান কাপের জন্য উত্তীর্ণ
সেভিয়া ৩০ ১৭ ৬৪ ৪৯ +১৫ ৩৯ ১৯৫৭–৫৮ ইউরোপিয়ান কাপের জন্য উত্তীর্ণ[lower-alpha 1]
বার্সেলোনা ৩০ ১৬ ৭০ ৩৭ +৩৩ ৩৯
অ্যাথলেতিক বিলবাও ৩০ ১৬ ৫৯ ৪৫ +১৪ ৩৭
আতলেতিকো মাদ্রিদ ৩০ ১৫ ১১ ৬৫ ৫৪ +১১ ৩৪
ওসাসুনা ৩০ ১২ ১১ ৪০ ৩৮ +২ ৩১
এস্পানিওল ৩০ ১১ ১১ ৩৯ ৪৮ ৩০
ভায়াদোলিদ ৩০ ১১ ১৩ ৫২ ৫৮ ২৮
জারাগোজা ৩০ ১১ ১৩ ৩৭ ৫১ ১৪ ২৮
১০ লাস পালমাস ৩০ ১২ ৪১ ৫৮ ১৭ ২৭
১১ ভ্যালেন্সিয়া ৩০ ১০ ১৩ ৪৩ ৪৬ ২৭
১২ রিয়াল সোসিয়েদাদ ৩০ ১৩ ৩৯ ৪৭ ২৬
১৩ সেলতা ৩০ ১৫ ৩৯ ৪৭ ২৩
১৪ হায়েন ৩০ ১৬ ৩৭ ৫৫ ১৮ ২৩
১৫ দেপর্তিভো লা করুনা (R) ৩০ ১০ ১৮ ৪১ ৬১ ২০ ২২ ১৯৫৭–৫৮ সেহুন্দা দিভিসিওনে অবনমন
১৬ কোন্দাল (R) ৩০ ১৫ ৩৭ ৫৭ ২০ ২২
উৎস: বিডিফুটবল
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড গোল ফলাফল; ৩) গোল পার্থক্য; ৪) গোলের সংখ্যা।
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমন।
টীকা:
  1. যেহেতু রিয়াল মাদ্রিদ ১৯৫৫–৫৬ ইউরোপিয়ান কাপের বিজয়ী দল, তাই সেভিয়া ১৯৫৭–৫৮ ইউরোপিয়ান কাপের জন্য উত্তীর্ণ হয়েছে।

ফলাফল

স্বাগতিক \ অতিথি ATB ATM BAR CEL CON DEP ESP JAE LPA OSA RMA RSO SEV VAL VAD ZAR
অ্যাথলেতিক বিলবাও ১–৪ ১–১ ১–০ ৩–০ ২–০ ৪–০ ৩–১ ৩–০ ১–১ ৪–২ ২–০ ৫–০ ৩–১ ৪–০ ৫–০
আতলেতিকো মাদ্রিদ ০–০ ২–১ ১–০ ৬–২ ৬–০ ৮–১ ১–১ ৩–০ ২–০ ২–৪ ৩–০ ১–২ ১–০ ১–৩ ২–১
বার্সেলোনা ২–০ ৭–৩ ৪–১ ৫–০ ৩–১ ১–১ ৪–২ ৬–১ ২–০ ১–০ ১–০ ১–১ ৩–২ ৪–০ ৪–২
Celta Vigo ৩–০ ১–০ ০–২ ২–২ ১–১ ০–০ ৪–০ ৩–৩ ১–০ ০–৩ ২–৩ ৩–৩ ২–১ ১–১ ৫–০
কোন্দাল ৩–৩ ১–২ ১–১ ০–৩ ২–১ ৩–০ ১–০ ২–০ ০–০ ০–১ ১–১ ৫–১ ১–১ ৪–০ ০–০
দেপর্তিভো লা করুনা ১–২ ০–৪ ১–৩ ০–৬ ৩–০ ২–১ ৩–১ ১–২ ৩–১ ১–২ ৪–০ ৩–১ ১–০ ৩–০ ৪–১
এস্পানিওল ৩–০ ০–১ ২–০ ২–০ ২–১ ২–০ ৩–০ ২–০ ১–১ ০–০ ১–০ ২–২ ৩–০ ৪–০ ২–০
হায়েন ৪–২ ২–০ ১–২ ২–০ ২–০ ২–৩ ০–০ ০–০ ২–০ ২–৪ ৩–০ ৩–১ ২–২ ২–০ ০–১
লাস পালমাস ৪–০ ১–১ ১–০ ১–০ ৩–৩ ২–০ ২–২ ২–০ ১–১ ১–৫ ১–১ ২–১ ১–০ ৩–২ ০–১
ওসাসুনা ১–২ ২–১ ২–২ ২–১ ২–১ ১–০ ৫–০ ১–১ ২–১ ২–০ ১–২ ৫–২ ২–০ ১–০ ২–০
রিয়াল মাদ্রিদ ৩–০ ০–২ ১–০ ৪–১ ৬–০ ১–০ ৭–২ ৭–১ ৩–০ ২–১ ৩–০ ১–১ ২–০ ৩–১ ৩–৩
রিয়াল সোসিয়েদাদ ৩–৪ ২–১ ২–২ ৩–০ ১–০ ২–০ ১–০ ২–০ ২–২ ০–০ ৩–০ ১–১ ১–২ ২–৩ ১–১
সেভিয়া ৪–১ ৫–১ ২–১ ২–০ ২–১ ৫–১ ৩–০ ৩–০ ৩–১ ৩–১ ২–০ ৩–২ ৩–২ ২–০ ৩–০
ভ্যালেন্সিয়া ১–২ ২–২ ৩–৩ ৩–১ ১–০ ৩–০ ৩–১ ৩–১ ২–২ ৪–১ ১–২ ৩–২ ২–০ ০–০ ১–০
ভায়াদোলিদ ২–০ ৪–৩ ২–১ ১–১ ৩–০ ৩–২ ২–২ ১–২ ৬–২ ৩–০ ৩–৩ ২–২ ১–২ ৪–০ ৪–১
জারাগোজা ১–১ ২–১ ২–০ ২–০ ২–৩ ২–২ ২–০ ২–০ ৩–২ ০–২ ১–২ ১–০ ৩–১ ০–০ ৩–১
উৎস: বিডিফুটবল
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।

পিচিচি ট্রফি

অবস্থান খেলোয়াড় ক্লাব গোল
আলফ্রেদো দি স্তিফানো রিয়াল মাদ্রিদ ৩১
হোয়াকিন মুরিয়ো ভায়াদোলিদ ১৮
মানুএল বাদেনেস ভায়াদোলিদ ১৭
4 মৌরো রদ্রিগেজ সেলতা ১৬

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.