সিডি লেগানেস
ক্লাব দেপোর্তিভো লেগানেস, এস.এ.ডি. হলো স্পেনের মাদ্রিদের উপকণ্ঠে অবস্থিত লেগানেসের একটি স্পেনীয় ফুটবল ক্লাব। ১৯২৬ সালের ২৬শে জুন তারিখে এটি প্রতিষ্ঠিত হয়; তখন এই ক্লাবটি প্রিমেরা দিভিসিওনে খেলতো। ক্লাবটি এস্তাদিও মুনিসিপাল দে বুতার্কে-এ সকল হোম ম্যাচ খেলে থাকে; যেখানে একসাথে ১২,৪৫০ জন দর্শক একসাথে খেলা উপভোগ করতে পারে।[1]
পূর্ণ নাম | ক্লাব দেপোর্তিভো লেগানেস, এস.এ.ডি. | |||
---|---|---|---|---|
ডাকনাম | লস পেপিনেরোস (শসা উৎপাদনকারী) লেগা | |||
প্রতিষ্ঠিত | ২৬ জুন ১৯২৮ | |||
মাঠ | এস্তাদিও মুনিসিপাল দে বুতার্কে | |||
ধারণক্ষমতা | ১২,৪৫০[1] | |||
চেয়ারম্যান | হুনা | |||
ম্যানেজার | মৌরিসিও পেলেগ্রিনো | |||
লীগ | লা লিগা | |||
২০১৭–১৮ | লা লিগা, ১৭তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ভক্ত
এই ক্লাবের ভক্তদের ইগালিও এফসির আলত্রাস গ্রুপ গেট ১২-এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইগালিও এবং লেগানেস শহর দুটি একত্র হতে পারে। তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে হেতাফে, যাদের সাথে তারা দক্ষিণ মাদ্রিদ ডার্বিতে প্রতিদ্বন্দ্বিতা করে।
তথ্যসূত্র
- "El CD Leganés pulveriza un año más su récord de abonados y lo eleva a 10.300" (স্পেনীয় ভাষায়)। Al cabo de la calle। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.