সিডি লেগানেস

ক্লাব দেপোর্তিভো লেগানেস, এস.এ.ডি. হলো স্পেনের মাদ্রিদের উপকণ্ঠে অবস্থিত লেগানেসের একটি স্পেনীয় ফুটবল ক্লাব। ১৯২৬ সালের ২৬শে জুন তারিখে এটি প্রতিষ্ঠিত হয়; তখন এই ক্লাবটি প্রিমেরা দিভিসিওনে খেলতো। ক্লাবটি এস্তাদিও মুনিসিপাল দে বুতার্কে-এ সকল হোম ম্যাচ খেলে থাকে; যেখানে একসাথে ১২,৪৫০ জন দর্শক একসাথে খেলা উপভোগ করতে পারে।[1]

লেগানেস
পূর্ণ নামক্লাব দেপোর্তিভো লেগানেস, এস.এ.ডি.
ডাকনামলস পেপিনেরোস (শসা উৎপাদনকারী)
লেগা
প্রতিষ্ঠিত২৬ জুন ১৯২৮ (1928-06-26)
মাঠএস্তাদিও মুনিসিপাল দে বুতার্কে
ধারণক্ষমতা১২,৪৫০[1]
চেয়ারম্যানহুনা
ম্যানেজারমৌরিসিও পেলেগ্রিনো
লীগলা লিগা
২০১৭–১৮লা লিগা, ১৭তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ভক্ত

এই ক্লাবের ভক্তদের ইগালিও এফসির আলত্রাস গ্রুপ গেট ১২-এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইগালিও এবং লেগানেস শহর দুটি একত্র হতে পারে। তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে হেতাফে, যাদের সাথে তারা দক্ষিণ মাদ্রিদ ডার্বিতে প্রতিদ্বন্দ্বিতা করে।

তথ্যসূত্র

  1. "El CD Leganés pulveriza un año más su récord de abonados y lo eleva a 10.300" (স্পেনীয় ভাষায়)। Al cabo de la calle। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৮

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.