১৯৫৪–৫৫ লা লিগা

১৯৫৪–৫৫ লা লিগা হচ্ছে লা লিগার ২৪তম মৌসুম। এই মৌসুমে রিয়াল মাদ্রিদ ৪র্থ বারের মতো লা লিগার শিরোপা জয়লাভ করে।

প্রিমেরা দিভিসিওন
মৌসুম১৯৫৪–৫৫
চ্যাম্পিয়নরিয়াল মাদ্রিদ
(৪র্থ শিরোপা)
অবনমনরেসিং সান্তান্দের
মালাগা
ইউরোপিয়ান কাপরিয়াল মাদ্রিদ
মোট খেলা২৪০
মোট গোলসংখ্যা৮৯৯ (ম্যাচ প্রতি ৩.৭৫টি)
শীর্ষ গোলদাতাহুয়ান আরজা
(২৯ গোল)
সবচেয়ে বড় এওয়ে জয়রেসিং সান্তান্দের ০–৪ রিয়াল মাদ্রিদ
সর্বোচ্চ স্কোরিংঅ্যাথলেতিক বিলবাও ৯–২ লাস পালমাস
দীর্ঘতম টানা জয়৬ ম্যাচ
অ্যাথলেতিক বিলবাও
দীর্ঘতম টানা অপরাজিত১৩ ম্যাচ
রিয়াল মাদ্রিদ
দীর্ঘতম টানা জয়বিহীন৭ ম্যাচ
সেলতা
মালাগা
দীর্ঘতম টানা পরাজয়৫ ম্যাচ
মালাগা
১৯৫৫–৫৬

দল

স্টেডিয়াম এবং অবস্থান

ক্লাব শহর স্টেডিয়াম ধারণক্ষমতা
আলাভেসভিতোরিয়া-গাস্তেইজএস্তাদিও দে মেন্দিজরোজা৭,৫০০
অ্যাথলেতিক বিলবাওবিলবাওএস্তাদিও দে সান মামেস৪০,৪০০
আতলেতিকো মাদ্রিদমাদ্রিদএস্তাদিও মেত্রোপলিতানো দে মাদ্রিদ৫৬,৭১৭
বার্সেলোনাবার্সেলোনাক্যাম্প দে লেস কোর্তস৪৬,০০০
সেলতাভিগোএস্তাদিও দে বালাইদোস১৫,৮৫০
দেপর্তিভো লা করুনাআ করুনাএস্তাদিও রিয়াজোর২২,১৮২
এস্পানিওলবার্সেলোনাএস্তাদিও সারিয়া৩০,০০০
এরকুলেসআলিসান্তেলা ভিনিয়া১৪,০২৪
লাস পালমাসলাস পালমাসএস্তাদিও ইনসুলার১২,০০০
মালাগামালাগাএস্তাদিও লা রোসালেদা৮,৭৩৪
রিয়াল মাদ্রিদমাদ্রিদনুয়েভো চামার্তিন৯০,১২৩
রেসিং সান্তান্দেরসান্তান্দেরএস্তাদিও এল সার্দিনেরো২১,৮০০
রিয়াল সোসিয়েদাদসান সেবাস্তিয়ানআতোতজা স্টেডিয়াম২১,৬৫০
সেভিয়াসেভিলেএস্তাদিও দে নের্ভিওন৩০,০০০
ভ্যালেন্সিয়াভ্যালেন্সিয়ামেস্তায়া স্টেডিয়াম৩৩,৫৬৭
ভায়াদোলিদভায়াদোলিদএস্তাদিও হোসে জোরিয়া১৬,৫৫৫

লীগ টেবিল

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন বা অবনমন
রিয়াল মাদ্রিদ (C) ৩০ ২০ ৮০ ৩১ +৪৯ ৪৬ ১৯৫৫–৫৬ ইউরোপিয়ান কাপের জন্য উত্তীর্ণ
বার্সেলোনা ৩০ ১৭ ৭৫ ৩৯ +৩৬ ৪১
অ্যাথলেতিক বিলবাও ৩০ ১৫ ৭৮ ৩৯ +৩৯ ৩৯
সেভিয়া ৩০ ১৫ ১১ ৭৪ ৫৮ +১৬ ৩৪
ভ্যালেন্সিয়া ৩০ ১৫ ১২ ৭১ ৬০ +১১ ৩৩
এরকুলেস ৩০ ১১ ১০ ৪৬ ৫৭ ১১ ৩১
দেপর্তিভো লা করুনা ৩০ ১২ ১২ ৫২ ৫৯ ৩০
আতলেতিকো মাদ্রিদ ৩০ ১১ ১২ ৫৯ ৬৪ ২৯
ভায়াদোলিদ ৩০ ১১ ১৪ ৪৮ ৫৬ ২৭
১০ আলাভেস ৩০ ১১ ১৪ ৫১ ৬২ ১১ ২৭
১১ সেলতা ৩০ ১০ ১৩ ৫৫ ৬০ ২৭
১২ লাস পালমাস ৩০ ১০ ১৩ ৪৫ ৬৯ ২৪ ২৭
১৩ এস্পানিওল (O) ৩০ ১০ ১২ ৪২ ৪৬ ২৬ অবনমন গ্রুপের জন্য উত্তীর্ণ
১৪ রিয়াল সোসিয়েদাদ (O) ৩০ ১৫ ৪৮ ৫৩ ২৪
১৫ রেসিং সান্তান্দের (R) ৩০ ১৯ ৩৯ ৮১ ৪২ ২০ ১৯৫৫–৫৬ সেহুন্দা দিভিসিওনে অবনমন
১৬ মালাগা (R) ৩০ ১৭ ৩৬ ৬৫ ২৯ ১৯
উৎস: বিডিফুটবল
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড গোল ফলাফল; ৩) গোল পার্থক্য; ৪) গোলের সংখ্যা।
(C) চ্যাম্পিয়ন; (O) প্লে-অফ বিজয়ী; (R) অবনমন।

ফলাফল

স্বাগতিক \ অতিথি ALA (ALA) ATB (ATB) ATM (ATM) BAR (BAR) CEL (CEL) DEP (DEP) ESP (ESP) HER (HER) LPA (LPA) MAL (MAL) RMA (RMA) RSA (RSA) RSO (RSO) SEV (SEV) VAL (VAL) VAD (VAD)
আলাভেস (ALA) ২–২ ২–০ ২–২ ২–০ ২–১ ২–২ ২–০ ৪–১ ৫–১ ২–৪ ২–১ ০–১ ২–১ ৭–০ ১–৪
অ্যাথলেতিক বিলবাও (ATB) ৪–০ ১–১ ১–১ ২–২ ৫–১ ১–২ ৩–০ ৯–২ ৬–১ ২–০ ৩–০ ১–০ ২–২ ৭–০ ১–০
আতলেতিকো মাদ্রিদ (ATM) ৪–১ ১–২ ২–২ ৪–০ ২–১ ২–১ ৩–০ ২–২ ২–২ ২–৪ ৩–১ ৪–০ ০–৩ ২–৩ ৫–৪
বার্সেলোনা (BAR) ৫–২ ২–৩ ৪–০ ৫–২ ৩–১ ১–০ ১–১ ১–০ ৫–০ ২–২ ৭–০ ৪–১ ৪–২ ৪–১ ৫–০
সেলতা (CEL) ২–০ ১–০ ৮–১ ১–১ ২–০ ১–১ ১–১ ৫–১ ৩–০ ১–১ ২–১ ৫–১ ৫–১ ২–১ ২–২
দেপর্তিভো লা করুনা (DEP) ৩–০ ১–১ ১–০ ২–২ ৪–২ ১–১ ২–১ ৪–১ ৩–২ ৩–৩ ৩–১ ২–১ ৪–২ ২–১ ২–১
এস্পানিওল (ESP) ৪–১ ১–৩ ২–০ ২–৪ ৪–০ ২–২ ৪–১ ০–০ ১–১ ১–৩ ১–০ ১–০ ২–০ ১–১ ১–১
এরকুলেস (HER) ২–২ ৩–২ ৪–০ ১–০ ২–১ ৪–২ ০–০ ৪–০ ১–০ ১–১ ২–০ ৪–১ ১–১ ৩–২ ২–১
লাস পালমাস (LPA) ২–২ ৩–৩ ৪–১ ২–০ ৩–১ ২–১ ২–১ ১–১ ২–১ ১–১ ৫–১ ২–২ ৪–০ ১–০ ২–০
মালাগা (MAL) ২–১ ১–৩ ০–৩ ১–২ ০–০ ০–১ ১–১ ৩–৩ ২–০ ৩–১ ৩–১ ২–১ ০–২ ১–১ ১–২
রিয়াল মাদ্রিদ (RMA) ৪–১ ৩–১ ১–০ ৩–০ ৫–১ ৫–১ ৫–১ ৩–০ ৭–০ ৪–১ ৩–০ ১–১ ৩–১ ১–২ ১–০
রেসিং সান্তান্দের (RSA) ০–২ ১–৪ ২–৪ ২–১ ৩–১ ২–১ ৩–১ ১–১ ২–১ ২–১ ০–৪ ৩–৩ ৩–১ ৩–২ ২–১
রিয়াল সোসিয়েদাদ (RSO) ২–০ ৩–৩ ০–২ ০–২ ৫–০ ৩–০ ১–০ ৪–০ ৪–০ ১–১ ১–৩ ৩–০ ১–২ ৩–০ ৩–৩
সেভিয়া (SEV) ১–২ ১–১ ৩–৩ ০–২ ৫–২ ৩–২ ৩–২ ৬–১ ৪–০ ৬–১ ১–০ ৫–২ ৫–২ ২–১ ৫–১
ভ্যালেন্সিয়া (VAL) ৬–১ ৩–২ ৪–৪ ৪–১ ২–১ ৪–০ ২–০ ৮–২ ৪–০ ০–২ ১–৩ ৮–১ ২–০ ৩–১ ২–১
ভায়াদোলিদ (VAD) ১–০ ১–০ ২–২ ১–২ ২–১ ১–১ ৪–২ ২–০ ২–১ ৩–২ ০–১ ৩–১ ১–০ ২–৫ ২–৩
উৎস: BDFútbol
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।

অবনমন গ্রুপ

টেবিল

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
এস্পানিওল (O, P) ১০ ১৭ +৯ ১৫ ১৯৫৫–৫৬ লা লিগায় উত্তীর্ণ
রিয়াল সোসিয়েদাদ (O, P) ১০ ২০ ১৪ +৬ ১৩
ওভিয়েদো ১০ ২২ ২০ +২ ১১ ১৯৫৫–৫৬ সেহুন্দা দিভিসিওনে উত্তির্ণ
আতলেতিকো তেতুয়ান ১০ ১৭ ১৫ +২ ১০
জারাগোজা ১০ ১৩ ১৭
গ্রানাদা ১০ ১৩ ২৮ ১৫
উৎস: বিডিফুটবল
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড ফলাফল; ৩) গোল পার্থক্য; ৪) গোলের সংখ্যা।
(O) প্লে-অফ বিজয়ী; (P) উন্নীত।

ফলাফল

স্বাগতিক \ অতিথি TET ESP GRA OVI RSO ZAR
আতলেতিকো তেতুয়ান ১–২ ৪–০ ২–৩ ২–২ ২–০
এস্পানিওল ৪–১ ০–০ ১–০ ১–২ ১–০
গ্রানাদা ৩–১ ১–৩ ২–৩ ১–২ ৩–১
ওভিয়েদো ০–০ ১–৩ ৬–২ ১–০ ৬–০
রিয়াল সোসিয়েদাদ ১–২ ২–১ ৬–১ ৩–২ ০–২
জারাগোজা ০–২ ০–১ ২–০ ৭–০ ১–২
উৎস: বিডিফুটবল
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।

সর্বোচ্চ গোলদাতা

অবস্থান খেলোয়াড় ক্লাব গোল
হুয়ান আরজাসেভিয়া২৯
আলফ্রেদো দি স্তিফানোরিয়াল মাদ্রিদ২৫
মানুয়েল বাদেনেসভ্যালেন্সিয়া২২
এনেকো আরিয়েতাঅ্যাথলেতিক বিলবাও১৯
এক্তর রেয়ালরিয়াল মাদ্রিদ১৮
পাহিনিয়োদেপর্তিভো লা করুনা
উইলসন আলফ্রেদো হোনেসআলাভেস১৭
হোশে আরেতেতজেঅ্যাথলেতিক বিলবাও১৬
হুয়ান আরাওজোসেভিয়া
১০ পাবলো ওলমেদো হারমেন্দিয়াসেলতা১৫
হোয়াকিন মুরিয়োভায়াদোলিদ

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.