সংঘ

সংঘ (Pali: सङ्घ saṅgha; Sanskrit: संघ saṃgha; চীনা: 僧伽; পিনয়িন: Sēngjiā[1]; তিব্বতী: དགེ་འདུན་ dge 'dun[2]) একটি পালি এবং সংস্কৃত ভাষার শব্দ যার অর্থ "একত্রিত", "সঙ্গবদ্ধ", "একতা" বা "এক থাকা" এবং সাধারণভাবে বৌদ্ধ ধর্ম মতে বোঝানো হয় এমন একটি একত্রিত অবস্থা যেখানে ভিক্ষু-গণ যুক্ত। এই সংঘকে অনেক সময় ভিক্ষু-সংঘ বা ভিক্ষুনী-সংঘ হিসেবেও উল্লেখ করা হয়।

আরও দেখুন

তথ্যসূত্র

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.