বৌদ্ধধর্মের রূপরেখা
বৌদ্ধধর্ম (পালি/সংস্কৃত बौद्धधर्म) হল একটি ভারতীয় ধর্ম ও দার্শনিক মত। প্রধানত সিদ্ধার্থ গৌতমের (যিনি সাধারণভাবে বুদ্ধ অর্থাৎ "বোধিপ্রাপ্ত" নামে পরিচিত) শিক্ষা হিসাবে পরিগণিত বিভিন্ন প্রথা, মতবিশ্বাস ও রীতিনীতি এই ধর্মের অঙ্গীভূত।

ধর্মচক্র, ধর্ম অর্থাৎ বোধিলাভের পন্থা বিষয়ে বুদ্ধের শিক্ষার প্রতীক
এই পৃষ্ঠায় প্রদত্ত রূপরেখাটির মাধ্যমে বৌদ্ধধর্ম সম্পর্কে একটি সাধারণ ধারণা ও বিষয়-সংক্রান্ত সহায়িকা উপস্থাপিত হয়েছে।
বুদ্ধ

গৌতম বুদ্ধ
- তথাগত — "এইভাবে যিনি আসেন" ও "এইভাবে যিনি যান" দুই অর্থেই প্রযোগ্য। নিজেকে উল্লেখ করার সময় বুদ্ধ প্রায়শই এই বিশেষণটি ব্যবহার করতেন; কোনও কোনও ক্ষেত্রে বোধিপ্রাপ্ত ব্যক্তির সাধারণ পরিচয় হিসাবেও এই শব্দটি ব্যবহৃত হয়।
- বুদ্ধপূর্ণিমা
- চতুর্দৃশ্য — চারটি দৃশ্য, যা রাজকুমার সিদ্ধার্থের উপর গভীর প্রভাব বিস্তার করে, তিনি সকল জীবের দুঃখ উপলব্ধি করেন এবং আধ্যাত্মিক পথে যাত্রা শুরু করেন।
- বুদ্ধের গুণাবলি
- সকল প্রকার কলুষ (কিলেসা – প্রধানত লোভ, ঘৃণা ও বিভ্রম) এবপ্নগ সেগুলির অবশিষ্ট চিহ্ন (বাসনা) বর্জন
- সকল প্রকার কলুষ সম্পূর্ণরূপে বর্জন বর্জিত – সকল প্রকার কলুষ সকল অবশিষ্টাংশ সহ ধ্বংসপ্রাপ্ত
- সকল প্রকার কলুষ সম্পূর্ণরূপে বর্জিত – প্রত্যেকটি কলুষ মূল থেকে ধ্বংসপ্রাপ্ত, কোনও অবশিষ্টাংশ নেই
- সকল প্রকার কলুষ শেষপর্যন্ত বর্জিত – ভবিষ্যতে কোনও প্রকার কলুষ কখনও জাগবে না
- সকল গুণাবলি অর্জন
- মহপজ্ঞা
- পরিসীমার ব্যাপকতা — অস্তিমান ঘটনাবলির সামগ্রিকতা সম্পর্কে ধারণা
- দৃষ্টিভঙ্গির প্রগাঢ়তা – প্রত্যেকটি ঘটনার অস্তিত্বের সঠিক ধরন সম্পর্কে ধারণা
- মহ-করুণা
- মহপজ্ঞা
- সকল প্রকার কলুষ (কিলেসা – প্রধানত লোভ, ঘৃণা ও বিভ্রম) এবপ্নগ সেগুলির অবশিষ্ট চিহ্ন (বাসনা) বর্জন
- বুদ্ধের শারীরিক বৈশিষ্ট্য
- বুদ্ধ পদচিহ্ন
- বুদ্ধের প্রতিমূর্তি (বুদ্ধরূপ)
- লাওস ও থাইল্যান্ডে গৌতম বুদ্ধের মূর্তিকল্প
- চলচ্চিত্রে গৌতম বুদ্ধের চরিত্রাঙ্কন
- গৌতম বুদ্ধের অলৌকিক কার্যকলাপ
- গৌতম বুদ্ধ বাস করেছিলেন এমন স্থানগুলির তালিকা
- বুদ্ধের দেহনিঃসৃত আভার বর্ণসমূহ (প্রবাশ্বরা)
- স্যাফায়ার নীল (নীল)
- সোনালি হলুদ (পীত)
- ক্রিমসন (লোহিত)
- সাদা (ওদাতা)
- স্কারলেট (মঞ্জেষ্টা)
- গৌতম বুদ্ধের পরিবার
- বোধিসত্ত গোতমের গুরু
- আলারা কালাম — গৌতমকে শূন্যতার জ্ঞান-সংক্রান্ত স্তরটি শিক্ষা দেন
- উদ্দক রামপুত্ত — গৌতমকে না ইন্দ্রিয়োপলব্ধি না না-ইন্দ্রিয়োপলব্ধির জ্ঞান-সংক্রান্ত স্তরটি শিক্ষা দেন
- বিশ্বের ধর্মসমূহে গৌতম বুদ্ধ
পাদটীকা
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.