বুদ্ধ গয়া

বুদ্ধ গয়া বা বোধগয়া (ইংরেজি: Bodh Gaya) ভারতের বিহার রাজ্যের গয়া জেলার একটি শহর এবং তালিকাভুক্ত এলাকা।

মহাবোধি মন্দির, বুদ্ধগয়া
বুদ্ধগয়া, বোধগয়া
बोधगया
বোধগয়াজী
শহর
বৃহৎ বুদ্ধমূর্তি
বুদ্ধগয়া, বোধগয়া
স্থানাঙ্ক: ২৪.৬৯৫১০২° উত্তর ৮৪.৯৯১২৭৫° পূর্ব / 24.695102; 84.991275
দেশ India
রাজ্যবিহার
জেলাগয়া
আয়তন(2015) [A 1]
  City২০.২ কিমি (৭.৮ বর্গমাইল)
  Regional planning৮৩.৭৮ কিমি (৩২.৩৫ বর্গমাইল)
জনসংখ্যা (2015)
  মোট৪৫,৩৪৯
ভাষা
  কথ্যমাগধী, হিন্দী
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+5:30)
পিন824231
যানবাহন নিবন্ধনBR-02
  1. Constituents of Bodh Gaya Plannina area are Bodh Gaya Nagar Panchayat, 32 villages in Bodh Gaya CD block and 3 villages in Gaya CD block of Gaya district.[1]
বোধিবৃক্ষ, যেখানে ভগবান বুদ্ধ বোধিলাভ করেছিলেন

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০১১ সালের জনগণনা অনুসারে বুদ্ধ গয়া শহরের জনসংখ্যা হল ৪৫,৩৪৯ জন।[2] এর মধ্যে পুরুষ ৫৪% এবং নারী ৪৬%।

এখানে সাক্ষরতার হার ৫১%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৬৩% এবং নারীদের মধ্যে এই হার ৩৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে বুদ্ধ গয়ার সাক্ষরতার হার কম।

এই শহরের জনসংখ্যার ৮% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

  1. "पत्रांक-213 : राजगीर क्षेत्रीय आयोजना क्षेत्र एवं बोधगया आयोजना क्षेत्र के सीमांकन एवं घोषणा" (PDF)। Urban Development Housing Dept., Government of Bihar, Patna। ১৫ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৫
  2. "ভারতের ২০১১ সনের আদমশুমারি: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১১-০১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.