বাংলাদেশে বৌদ্ধধর্ম
বৌদ্ধধর্ম বাংলাদেশের তৃতীয় সর্বাধিক প্রচলিত ধর্মবিশ্বাস ও এদেশের বৌদ্ধধর্মালম্বীদের মাঝে মূলত থেরবাদ প্রচলিত। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ০.৭ শতাংশ বৌদ্ধ। [1] এদের ৬৫ শতাংশের বসবাস পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, যেখানে চাকমা, মারমা, তনচংগা ও আদিবাসী বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মবিশ্বাস ও চট্টগ্রামে ৩৫ শতাংশ আদি বাঙালি বড়ুয়াদের বসবাস। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ঢাকাতে, বরগুনা ও পটুয়াখালীতে বৌদ্ধদের বসবাস রয়েছে।
থেরবাদ বৌদ্ধধর্ম |
---|
![]() |
দেশসমূহ
|
শাস্ত্র
|
ইতিহাস
|
মতবাদ
|
জনসংখ্যা পরিসংখ্যান
ধর্মাবলম্বী | জনসংখ্যা % ১৯৭৫ |
জনসংখ্যা % ১৯৯০ |
জনসংখ্যা % ২০১০ |
---|---|---|---|
বৌদ্ধ | ০.৩% | ০.৫% | ০.৭% |
ইতিহাস
সংস্কৃতি
চট্টগ্রামে অনেক বৌদ্ধ মঠ ও বিহার রয়েছে এবং বিহারগুলো ধর্মীয় শিক্ষাকেন্দ্র,এখানে ছাত্ররা বাংলা,পালি ভাষা ও বন্দনা শেখে,এখানে আবাসিক শিক্ষা শেষে তারা দৈনন্দিন কাজকর্মে ফিরে আসে। স্থানীয় বৌদ্ধ মন্দিরগুলো গ্রামীন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব এর মধ্য-
- বুদ্ধ পূর্ণিমা –
- মধু পূর্ণিমা
- আষাঢ়ী পূর্ণিমা
- প্রবারণা পূর্ণিমা –
- কঠিন চীবর দান
উল্লেখ্য যোগ্য,
চাকমা, মারমা ও তৎঞ্চগা পার্বত্যবাসীদের নিজস্ব সংস্কৃতি বৈচিত্র রয়েছে যা দেশের সংস্কৃতিকে সমৃদ্ধি করেছে,
- বিজু
- সাংগ্রাইন
উল্লেখ্য যোগ্য
বিশিষ্ট বাংলাদেশী বৌদ্ধ
- "BANGLADESH: COUNTRY PROFILE"। ৬ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৫।
ধর্ম গুরু
- অতীশ দীপঙ্কর
- জ্যোতিপাল মহাথের
- রাজগুরু অগ্রবংশ মহাথের
- Prajnananda Mahathera
- শ্রীমৎ ধর্মরক্ষিত মহাথের
- দীপা মা
- অনাগারিক মুনিন্দ্র
- বৌদ্ধ সংগঠন
- পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ
- বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা
- বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ
- বাংলাদেশ সংঘনায়ক ভিক্ষু মহাসভা
- বাংলাদেশ বৌদ্ধ সমিতি,চট্টগ্রাম
- বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব,চট্টগ্রাম
- বাংলাদেশ বাঙ্গালি মূলনিবাসী বৌদ্ধ ইউনিয়ন
- প্রশাসন
- ব্যারিস্টার দেবাশীষ রায়, চাকমা রাজা
- ত্রিভূবন রায়
- চন্দ্র রায় হেনরিকসন
- সম্পদ বড়ুয়া – -সচিব, রাষ্টপতি কার্যালয়
- রাজনীতিবিদ
- মানবেন্দ্র নারায়ণ লারমা, প্রতিষ্ঠাতা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি
- সন্তু লারমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সদস্য
- কল্প রঞ্জন চাকমা প্রাক্তন মন্ত্রী, খাগড়াছড়ি পার্বত্য জেলা,বাংলাদেশ সরকার
- দীপঙ্কর তালুকদার,প্রাক্তন প্রতিমন্ত্রী, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার
- বীর বাহাদুর উশৈসিং, প্রতিমন্ত্রী, বান্দরবান,পার্বত্য জেলা,বাংলাদেশ সরকার
- কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,খাগড়াছড়ি পার্বত্য জেলা,বাংলাদেশ সরকার
- দিলীপ বড়ুয়া, বাংলাদেশ সাম্যবাদী দল, প্রাক্তন শিল্পমন্ত্রী, বাংলাদেশ সরকার
- চারুবিকাশ চাকমা
- বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামীলীগ
- বেবি বড়ুয়া, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ
- বাসন্তী চাকমা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ
- বীনা চৌধুরী, বাংলাদেশ যুব মহিলা লীগ
- চারুকলা ও সাহিত্য
- কনক চাঁপা চাকমা, শিল্পী ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ টোন আর্ট সোসাইটি।
- বিপ্রদাশ বড়ুয়া, লেখক
- সুকুমার বড়ুয়া – -লেখক
- সুজন বড়ুয়া – -লেখক
- সুব্রত বড়ুয়া – -লেখক
- সঙ্গীত শিল্পী
- পার্থ বড়ুয়া –
- নিশীতা বড়ুয়া –
- ক্রিকেটার
- দেবব্রত বড়ুয়া
- দেবাশীষ বড়ুয়া
- সুমন বড়ুয়া
- যুবরাজ বড়ুয়া –
ঐতিহাসিক বৌদ্ধ স্থান ও বিহার
- সোমপুর মহাবিহার –
- কুমিল্লা শালবন বিহার –
- রামু রাংকূট বিহার
- রামু কেন্দ্রীয় সীমা বিহার –
- রাঙ্গামাটি রাজবন বিহার –
- বান্দরবান স্বর্ণ মন্দির –
- মহামুনি পাহাড়তলী –
- কোঠেরপাড় বৌদ্ধ ত্রিরত্নাংকুর বিহার –