সুকুমার বড়ুয়া

সুকুমার বড়ুয়া (জন্ম:১৯৩৮ সালের ৫ জানুয়ারি) বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার। দীর্ঘদিন ধরে তিনি ছড়া রচনায় ব্যাপৃত রয়েছেন। বিষয়-বৈচিত্র্য, সরস উপস্থাপনা, ছন্দ ও অন্তমিলের অপূর্ব সমন্বয় তার ছড়াকে করেছে স্বতন্ত্র। প্রাঞ্জল ভাষায় আটপৌরে বিষয়কেও তিনি ছড়ায় ভিন্নমাত্রা দেন। তার ছড়া একাধারে বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ , শাণিত আবার কোমলও বটে।

সুকুমার বড়ুয়া
জন্ম(১৯৩৮-০১-০৫)৫ জানুয়ারি ১৯৩৮
জাতীয়তা বৃটিশ ভারতীয় (১৯৪৭)
পাকিস্তানী (১৯৪৭-১৯৭১)
বাংলাদেশী (১৯৭১-)
নাগরিকত্ববাংলাদেশ
পেশাসাহিত্য চর্চা,[1] কবি, ছড়াকার
পুরস্কারবাংলা একাডেমি পুরস্কার
আলাওল সাহিত্য পুরস্কার
একুশে পদক (২০১৭)[2]
সুকুমার বড়ুয়া

সাহিত্য কর্ম

পুরস্কার

  • বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৭৭)
  • ঢালী মনোয়ার স্মৃতি পুরস্কার (১৯৯২)
  • বৌদ্ধ একাডেমী পুরস্কার (১৯৯৪)
  • বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৯৭)
  • ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ সম্মাননা (১৯৯৭)
  • অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য সম্মাননা (১৯৯৭)
  • জনকণ্ঠ প্রতিভা সম্মাননা (১৯৯৮)
  • আলাওল শিশু সাহিত্য পুরস্কার (১৯৯৯)
  • চোখ সাহিত্য পুরস্কার, ভারত (১৯৯৯)
  • নন্দিনী শ্রেষ্ঠ ব্যক্তিত্ব (শিশু সাহিত্য) (২০০০)
  • আইরিন আফসানা ছড়া পদক (২০০২)
  • স্বরকল্পন কবি সম্মাননা পদক (২০০৪)
  • শিরি এ্যাওয়ার্ড (২০০৫)
  • শব্দপাঠ পদক (২০০৬)
  • বৌদ্ধ সমিতি যুব সম্মাননা (২০০৬)
  • চট্টগ্রাম প্রেসক্লাব সম্মাননা (২০০৬)
  • অবসর সাহিত্য পুরস্কার (২০০৬)
  • মোহাম্মদ মোদাব্বের হোসেন আরা স্মৃতি পুরস্কার (২০০৭)
  • লেখিকা সংঘ সাহিত্য পদক (২০০৭)
  • রকিবুল ইসলাম ছড়া পদক (২০০৮)
  • লিমেরিক সোসাইটি পুরস্কার (২০০৯)[3]
  • রাউজান ক্লাব সম্মাননা (২০০৯)
  • কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার (২০১০) [5]
  • একুশে পদক (২০১৭)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাসস (২০ ফেব্রুয়ারি ২০১৭)। "একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী"। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা)। ২০১৭-০২-২৮ তারিখে মূল (HTML) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭
  2. ইকবাল, দিদারুল (২২ ফেব্রুয়ারি ২০১৭)। "একুশে পদক প্রদান করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী" (HTML)। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭
  3. অরুপ রতন বড়ুয়া, সন্তান সুকুমার বড়ুয়া
  4. http://archive.prothom-alo.com/detail/date/2011-04-24/news/148947
  5. http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Football&pub_no=679&cat_id=1&menu_id=43&news_type_id=1&news_id=198361&archiev=yes&arch_date=22-10-2011

http://www.rtnn.net/bangla/newsdetail/detail/1/3/168482#.WKEubn92G2k

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.