সুকুমার বড়ুয়া
সুকুমার বড়ুয়া (জন্ম:১৯৩৮ সালের ৫ জানুয়ারি) বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার। দীর্ঘদিন ধরে তিনি ছড়া রচনায় ব্যাপৃত রয়েছেন। বিষয়-বৈচিত্র্য, সরস উপস্থাপনা, ছন্দ ও অন্তমিলের অপূর্ব সমন্বয় তার ছড়াকে করেছে স্বতন্ত্র। প্রাঞ্জল ভাষায় আটপৌরে বিষয়কেও তিনি ছড়ায় ভিন্নমাত্রা দেন। তার ছড়া একাধারে বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ , শাণিত আবার কোমলও বটে।
সুকুমার বড়ুয়া | |
---|---|
জন্ম | ৫ জানুয়ারি ১৯৩৮ |
জাতীয়তা | ![]() ![]() ![]() |
নাগরিকত্ব | বাংলাদেশ |
পেশা | সাহিত্য চর্চা,[1] কবি, ছড়াকার |
পুরস্কার | বাংলা একাডেমি পুরস্কার আলাওল সাহিত্য পুরস্কার একুশে পদক (২০১৭)[2] |

সুকুমার বড়ুয়া
সাহিত্য কর্ম
- পাগলা ঘোড়া (১৯৭০, বাংলা একাডেমী)
- ভিজে বেড়াল (১৯৭৬, মুক্তধারা)
- চন্দনা রঞ্জনার ছড়া (১৯৭৯, মুক্তধারা)
- এলোপাতাড়ি (১৯৮০, বাংলা একাডেমী)
- নানা রঙের দিন (১৯৮১, শিশু একাডেমী)
- সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া (১৯৯১, বিশ্ব সাহিত্য কেন্দ্র)
- চিচিং ফাঁক (১৯৯২, ওলট পালট প্রকাশনী)
- কিছু না কিছু (১৯৯৫, বিশাখা প্রকাশনী)
- প্রিয় ছড়া শতক (১৯৯৭, মিডিয়া)
- বুদ্ধ চর্চা বিষয়ক ছড়া (১৯৯৭, সৌগতঃ ভিক্ষু সুনন্দ প্রিয় )
- ঠুস্ঠাস্ (১৯৯৮, প্রজাপতি প্রকাশন)
- নদীর খেলা (১৯৯৯, শিশু একাডেমী)
- আরো আছে (২০০৩, আরো প্রকাশন)
- ছড়া সমগ্র (২০০৩, সাহিত্যিকা)
- ঠিক আছে ঠিক আছে (২০০৬, প্রবাস প্রকাশনী, লন্ডন)
- কোয়াল খাইয়ে (২০০৬, বলাকা, চট্টগ্রাম)
- ছোটদের হাট - (২০০৯, বাংলাদেশ শিশু একাডেমী)
- লেজ আবিষ্কার - (২০১০, প্রথমা প্রকাশন)[3]
- ছড়াসাহিত্যিক সুকুমার বড়ুয়া সম্মাননা গ্রন্থ (২০১১) [4]
পুরস্কার
- বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৭৭)
- ঢালী মনোয়ার স্মৃতি পুরস্কার (১৯৯২)
- বৌদ্ধ একাডেমী পুরস্কার (১৯৯৪)
- বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৯৭)
- ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ সম্মাননা (১৯৯৭)
- অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য সম্মাননা (১৯৯৭)
- জনকণ্ঠ প্রতিভা সম্মাননা (১৯৯৮)
- আলাওল শিশু সাহিত্য পুরস্কার (১৯৯৯)
- চোখ সাহিত্য পুরস্কার, ভারত (১৯৯৯)
- নন্দিনী শ্রেষ্ঠ ব্যক্তিত্ব (শিশু সাহিত্য) (২০০০)
- আইরিন আফসানা ছড়া পদক (২০০২)
- স্বরকল্পন কবি সম্মাননা পদক (২০০৪)
- শিরি এ্যাওয়ার্ড (২০০৫)
- শব্দপাঠ পদক (২০০৬)
- বৌদ্ধ সমিতি যুব সম্মাননা (২০০৬)
- চট্টগ্রাম প্রেসক্লাব সম্মাননা (২০০৬)
- অবসর সাহিত্য পুরস্কার (২০০৬)
- মোহাম্মদ মোদাব্বের হোসেন আরা স্মৃতি পুরস্কার (২০০৭)
- লেখিকা সংঘ সাহিত্য পদক (২০০৭)
- রকিবুল ইসলাম ছড়া পদক (২০০৮)
- লিমেরিক সোসাইটি পুরস্কার (২০০৯)[3]
- রাউজান ক্লাব সম্মাননা (২০০৯)
- কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার (২০১০) [5]
- একুশে পদক (২০১৭)
আরও দেখুন
তথ্যসূত্র
- বাসস (২০ ফেব্রুয়ারি ২০১৭)। "একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী"। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা)। ২০১৭-০২-২৮ তারিখে মূল (HTML) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- ইকবাল, দিদারুল (২২ ফেব্রুয়ারি ২০১৭)। "একুশে পদক প্রদান করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী" (HTML)। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭।
- অরুপ রতন বড়ুয়া, সন্তান সুকুমার বড়ুয়া
- http://archive.prothom-alo.com/detail/date/2011-04-24/news/148947
- http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Football&pub_no=679&cat_id=1&menu_id=43&news_type_id=1&news_id=198361&archiev=yes&arch_date=22-10-2011
http://www.rtnn.net/bangla/newsdetail/detail/1/3/168482#.WKEubn92G2k
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.