ঝ্বা-দ্মার-পা

ঝ্বা-দ্মার-পা (তিব্বতি: ཞྭ་དམར་པ་, ওয়াইলি: Zhwa-dmar-pa) বা ঝ্বা-দ্মার-রিন-পো-ছে (ওয়াইলি: Zhwa dmar rin po che) তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর প্রধানের একটি সাম্মানিক উপাধি। এই উপাধিধারী ব্যক্তিদের অমিতাভের অবতার রূপে কল্পনা করা হয়।

ব্যুৎপত্তি

ঝ্বা-দ্মার-পা কথাটির আক্ষরিক অর্থ লাল মুকুটের অধিকারী।[1] কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর তৃতীয় র্গ্যাল-বা-কার্মা-পা রাং-'ব্যুং-র্দো-র্জে তার শিষ্য গ্রাগ্স-পা-সেং-গেকে একটি রুবী লাল রঙের মুকুট ও ঝ্বা-দ্মার-পা উপাধি প্রদান করেন। কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীতে র্গ্যাল-বা-কার্মা-পা ও ঝ্বা-দ্মার-পা উভয় উপাধিধারী ব্যক্তিদের সমান ক্ষমতা ও অধিকার রয়েছে। এই কারণে কালো মুকুটধারী র্গ্যাল-বা-কার্মা-পাদের থেকে পৃথক করার উদ্দেশ্যে ঝ্বা-দ্মার-পা উপাধিধারী ব্যক্তিদের অনেক সময় লাল টুপীধারী র্গ্যাল-বা-কার্মা-পা বলা হয়ে থাকে। প্রথম থেকেই র্গ্যাল-বা-কার্মা-পা ও ঝ্বা-দ্মার-পা উপাধিধারী লামারা এঁকে অপরকে চিহ্নিত করে থাকেন। যেমন- গ্রাগ্স-পা-সেং-গের মৃত্যুর পর চতুর্থ র্গ্যাল-বা-কার্মা-পা রোল-পা'ই-র্দো-র্জে দ্বিতীয় ঝ্বা-দ্মার-পা হিসেবে নবজাত ম্খা'-স্প্যোদ-দ্বাং-পোকে চিহ্নিত করেন।, সপ্তম র্গ্যাল-বা-কার্মা-পা ছোস-গ্রাগ্স-র্গ্যা-ম্ত্শো চতুর্থ ঝ্বা-দ্মার-পা হিসেবে নবজাত ছোস-গ্রাগ্স-য়ে-শেসকে চিহ্নিত করেন প্রভৃতি।

নিষিদ্ধকরণ

দশম ঝ্বা-দ্মার-পা মি-ফাম-ছোস-গ্রুব-র্গ্যা-ম্ত্শো তার ভাই ষষ্ঠ পাঞ্চেন লামা ব্লো-ব্জাং-গ্পাল-ল্দান-য়ে-শেসের মৃত্যুর পর তার সম্পত্তি হস্তগত করার ব্যর্থ চেষ্টা করেন এবং তিনি নেপালের গোর্খা বাহিনীর সাথে ষড়যন্ত্র করলে ১৭৮৮ খ্রিষ্টাব্দে নেপালী বাহিনী তিব্বত আক্রমণ করেন।[2][3] তিব্বতের শাসক দ্গে-লুগ্স সম্প্রদায়ের সঙ্গে এই সকল বিরোধিতার জন্য মি-ফাম-ছোস-গ্রুব-র্গ্যা-ম্ত্শো তিব্বত থেকে নির্বাসিত হন এবং ঝ্বা-দ্মার-পা উপাধি প্রদান নিষিদ্ধ করা হয়।[4][5] ১৯৬০-এর দশকে তিব্বতের ক্ষমতা হারানোর পর ষোড়শ র্গ্যাল-বা-কার্মা-পার অনুরোধে চতুর্দশ দলাই লামা এই উপাধি প্রদানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেন।[6]

তালিকা

ঝ্বা-দ্মার-পা নাম জীবনকাল ওয়াইলি প্রতিলিপিকরণ
প্রথমগ্রাগ্স-পা-সেং-গে১২৮৩-১৩৪৯grags pa seng ge
দ্বিতীয়ম্খা'-স্প্যোদ-দ্বাং-পো১৩৫০-১৪০৫mkha' spyod dbang po
তৃতীয়ছোস-দ্পাল-য়ে-শেস১৪০৬-১৪৫২chos dpal ye shes
চতুর্থছোস-গ্রাগ্স-য়ে-শেস১৪৫৩-১৫২৪chos grags ye shes
পঞ্চমদ্কোন-ম্ছোগ-য়ান-লাগ১৫২৫-১৫৮৩dkon mchog yan lag
ষষ্ঠমি-ফাম-ছোস-ক্যি-দ্বাং-ফ্যুগ১৫৮৪-১৬৩০mi pham chos kyi dbang phyug
সপ্তময়ে-শেস-স্ন্যিং-পো১৬৩১-১৬৯৪ye shes snying po
অষ্টমদ্পাল-ছেন-ছোস-ক্যি-দোন-গ্রুব১৬৯৫-১৭৩২dpal chen chos kyi don grub
নবমদ্কোন-ম্ছোগ-দ্গে-বা'ই-'ব্যুং-গ্নাস১৭৩৩-১৭৪০dkon mchog dge ba'i 'byung gnas
দশমমি-ফাম-ছোস-গ্রুব-র্গ্যা-ম্ত্শো১৭৪১-১৭৯২mi pham chos grub rgya mtsho
একাদশ'জাম-দ্ব্যাংস-রিন-পো-ছে১৮৯২-১৯৪৬ 'jam dbyangs rin po che
দ্বাদশ'ফ্রিন-লাস-কুন-খ্যাব১৯৪৭-১৯৫০'phrin las kun khyab
ত্রয়োদশমি-ফাম-ছোস-ক্যি-ব্লো-গ্রোস১৯৫২-২০১৪mi pham chos kyi blo gros

তথ্যসূত্র

  1. Karmapa International Buddhist Institute's translation team.। "A Brief History of the Karmapa-Shamarpa Lineages"। ২০০৮-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-২৩
  2. Norbu, Thubten Jigme and Turnbull, Colin. 1968. Tibet: Its History, Religion and People. Reprint: Penguin Books, 1987, p. 272.
  3. Stein, R. A. (1972) Tibetan Civilization, p. 88. Stanford University Press. আইএসবিএন ০-৮০৪৭-০৮০৬-১ (cloth); আইএসবিএন ০-৮০৪৭-০৯০১-৭ (pbk)
  4. "The Shamarpa Reincarnations"। ২০০৮-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-২৪
  5. "The New York Times" Retrieved on December 24, 2008.
  6. "The Karmapa and Shamarpa Lineages" Retrieved on December 22, 2008.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.