মোতি মসজিদ (লাহোর দুর্গ)

লাহোরের মোতি মসজিদ (Punjabi, উর্দু: موتی مسجد) ১৭শ শতাব্দীতে লাহোর দুর্গের ভেতর নির্মিত হয়। সম্রাট শাহজাহান এই মসজিদ নির্মাণ করেন। এটি মার্বেল পাথরে নির্মিত। মসজিদটি লাহোর দুর্গের পশ্চিম পাশে আলমগিরি গেটের কাছে অবস্থিত।

মোতি মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলালাহোর
প্রদেশপাঞ্জাব
যাজকীয় বা
সাংগঠনিক অবস্থা
মসজিদ
পবিত্রীকৃত বছর১৬৩০
অবস্থান
অবস্থান লাহোর, পাকিস্তান
ভৌগোলিক স্থানাঙ্ক৩১°৩৫′১৮″ উত্তর ৭৪°১৮′৫০″ পূর্ব
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীমুঘল স্থাপত্য
সম্পূর্ণ হয়১৬৩৫
গম্বুজসমূহ

নামের উৎপত্তি

উর্দু ভাষায় মোতি অর্থ মুক্তা। মুঘল সম্রটরা বিভিন্ন মসজিদ রত্নের নামে নামকরণ করতেন। মোতি মসজিদ তন্মধ্যে অন্যতম।

পরবর্তী ইতিহাস

মুঘল সাম্রাজ্যের অবনতির পর শিখ শাসক রণজিৎ সিঙের সময় এই মসজিদটি জোরপূর্বক একটি শিখ মন্দিরে রূপান্তরিত করা হয় এবং নাম দেয়া হয় মোতি মন্দির। রণজিৎ সিং পরে মসজিদকে রাষ্ট্রীয় কোষাগার হিসেবে ব্যবহার শুরু করেন। ১৮৪৯ সালে ব্রিটিশরা পাঞ্জাব দখল করে নিলে মূল্যবান পাথর বস্তাবন্দী অবস্থায় পাওয়া যায়।[1] পরবর্তীতে স্থাপনাটি পুনরায় মসজিদ হিসেবে ব্যবহার শুরু হয়।

মসজিদটি শাহজাহানের সময়কার মুঘল স্থাপত্যরীতিতে নির্মিত হয়েছে। এটি সম্পূর্ণরূপে মার্বেল নির্মিত।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Zaman, Mahmood (2002). The Login inventory of the Lahore Fort. Dawn. 25 January. Retrieved 16 April 2008

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.