আকবরের সমাধিসৌধ

আকবরের সমাধিসৌধ মুঘল স্থাপত্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। ৪৮ হেক্টর (১১৯ একর) জমির ওপর স্থাপিত সমাধিসৌধটি ভারতের উত্তর প্রদেশের আগ্রার শহরতলী সিকান্দ্রাতে অবস্থিত। ১৬০৫ সালে সমাধিসৌধটির নির্মাণ কাজ শুরু হয় এবং ১৬১৩ সালে নির্মাণ সম্পন্ন হয়।

আকবরের সমাধিসৌধ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
প্রদেশউত্তর প্রদেশ
যাজকীয় বা
সাংগঠনিক অবস্থা
সমাধি
নেতৃত্বজাহাঙ্গীর
পবিত্রীকৃত বছর১৬০৫
অবস্থান
অবস্থানআগ্রা, উত্তর প্রদেশ, ভারত
স্থাপত্য
ধরনসমাধিসৌধ
স্থাপত্য শৈলীইসলামি স্থাপত্য, মুঘলl
সম্পূর্ণ হয়১৬১৩
উপাদানসমূহমার্বেল, ভারতীয় রেডস্টোন, ইট
আকবরের সমাধি
মনোহর কর্তৃক অঙ্কিত আকবরের প্রতিকৃতি
সমাধিসৌধের ভেতরে আকবরের সমাধি, ঐতিহ্য অণুযায়ী মূল সমাধিটি এই দৃশ্যমান সমাধির নীচে রয়েছে

ইতিহাস

অবস্থান

স্থাপত্যশৈলী

গ্যালারী

তথ্যসূত্র

      আরো পড়ুন

      বহিঃসংযোগ

      This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.