প্রতাপ সিংহ

মহারাণা প্রতাপ বা প্রতাপ সিং (মে ৯, ১৫৪০ – জানুয়ারি ১৯, ১৫৯৭) মেওয়ারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা। মেওয়ার উত্তর পশ্চিম ভারতের একটি প্রদেশ, বর্তমানে এই প্রদেশ রাজস্তান রাজ্যের অন্তর্ভুক্ত। তিনি ছিলেন রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন।

মহারাণা প্রতাপ সিং
মেওয়ারের রাজা ও রাজপুতানার বীর পুত্র
চিত্র:Raja Ravi Varma MaharanaPratap.jpg
রাজত্বকাল১৫৭২–১৫৯৭
রাজ্যাভিষেকমার্চ ১, ১৫৭২
জন্ম(১৫৪০-০৫-০৯)৯ মে ১৫৪০
জন্মস্থানকুম্বলগড় কেল্লা, রাজস্থান, ভারত
মৃত্যু১৯ জানুয়ারি ১৫৯৭(1597-01-19) (বয়স ৫৬)
মৃত্যুস্থানচাবিন্দা, রাজস্থান, ভারত
পূর্বসূরিউদয় সিং
উত্তরসূরিপ্রথম অমর সিং[1]
দাম্পত্যসঙ্গীমহারাণী আজাবদে[2]
(১৪ স্ত্রী)
দাম্পত্যসঙ্গীমহারাণী আজাবদে
সন্তানাদিঅমর সিং
ভগবান দাস
(১৭ পুত্র)
রাজবংশশিশোদিয়া
পিতাউদয় সিং
মাতামহারাণী জৈবন্ত বাই[2]
ধর্মবিশ্বাসহিন্দুধর্ম

হলদিঘাঁটির যুদ্ধ

রানা প্রতাপের রাজ্জ্যাভিষেকের কিছু পরেই ১৮ই জুন ১৫৭৬ সালে মেবার ও মুঘলদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়। মুঘল সম্রাট আকবর হলদিঘাঁটির নিয়ন্ত্রণ চেয়েছিলেন সুদূর গুজরাট পর্যন্ত বাণিজ্য পথ সুগম করতে। মেবার রানা তা মেনে না নেয়ায় যুদ্ধ অনিবার্য হয়। আকবর চিতোর দুর্গ আক্রমণ করেন। আকবরের নেতৃত্বে মুঘল বাহিনী এই যুদ্ধে জয় লাভ করে। ১৫৭৮ সালে আকবরের কাছে মেবারের প্রধান দুর্গ চিতোরের পতন ঘটে।

তথ্যসূত্র

  1. Sarkar, Jadunath (১৯৯৪)। A History of Jaipur : c. 1503 - 1938। Orient Longman। পৃষ্ঠা 83। আইএসবিএন 9788125003335।
  2. Rana, Bhawan Singh (২০০৪)। Maharana Pratap। Diamond Pocket Books। পৃষ্ঠা 28, 105। আইএসবিএন 9788128808258।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.