রাজপুত

রাজপুত[1] (সংস্কৃত থেকে রাজা-পুত্র[2], ভারতীয় উপমহাদেশের পিতৃগোত্রজ গোত্রসমূহের একটির সদস্য। ষষ্ঠ শতকের পর থেকে তারা বেশ প্রভাবশালী হয়ে ওঠে এবং বিশ শতাব্দীর মধ্যে রাজপুত শাসকেরা মধ্য এবং উত্তর ভারতের অনেক অঞ্চলে ও বর্তমান পাকিস্তানের পুর্বাঞ্চলে আধিপত্য বিস্তার করে। রাজপুতেরা এবং সাবেক রাজপুত রাজ্য উপমহাদেশে অনেক বিস্তৃতভাবে ছড়িয়ে আছে, বিশেষ করে উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে। এসব এলাকার মধ্যে রয়েছে রাজস্থান, গুজরাত, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মধ্য প্রদেশ, বিহার এবং সিন্ধু প্রদেশ[3]

রাজপুত

১৯৮৬ সালে অঙ্কিত ইলাস্ট্রেটেড লন্ডন সংবাদ থেকে প্রকাশিত রাজপুতদের ছবি
শ্রেণীবিভাগ অগ্রবর্তী বর্ণ
ধর্মীয় বিশ্বাস হিন্দু
ভাষা ইন্দো-আর্য ভাষাসমূহ
জনবহুল অঞ্চল ভারতীয় উপমহাদেশ,বিশেষত উত্তর ভারত, দক্ষিণ ভারত, মধ্য ভারত এবং সিন্ধু প্রদেশ, পাকিস্তান

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.