বাংলাদেশের জাতীয় উদ্যান
বাংলাদেশের জাতীয় উদ্যান বলতে বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) (সংশোধন) আদেশ ১৯৭৪-এর ২নং অনুচ্ছেদের 'জ' ধারা অনুযায়ী বোঝানো হয় মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যবিশিষ্ট অপেক্ষাকৃত বৃহত্তর এলাকা, যার মুখ্য উদ্দেশ্য প্রাকৃতিকভাবে সুন্দর চিত্রানুগ দৃশ্য, উদ্ভিদকুল রক্ষা এবং সংরক্ষণ করা ও যেখানে বিনোদন, শিক্ষা এবং গবেষণার জন্য জনসাধারণের প্রবেশ অনুমতি দেওয়ার ব্যবস্থা থাকে।[1]
বাংলাদেশের জাতীয় উদ্যানসমূহ
বাংলাদেশের, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত জাতীয় উদ্যানটি হলো "ভাওয়াল জাতীয় উদ্যান"।
বাংলাদেশে মোট ১৭টি উদ্যানকে "জাতীয় উদ্যান" ঘোষণা করা হয়েছে। সেগুলোর তালিকা:
নাম | জেলার নাম | প্রতিষ্ঠাকাল | আয়তন হেক্টর |
---|---|---|---|
০১। আলতাদীঘি জাতীয় উদ্যান | নওগাঁ | ২৪-১২-২০১১ | ২৬৪.১২ |
০২। কাদিগড় জাতীয় উদ্যান | ময়মনসিংহ | ২৪-১০-২০১০ | ৩৪৪.১৩ |
০৩। কাপ্তাই জাতীয় উদ্যান | পার্বত্য চট্টগ্রাম | ০৯-০৯-১৯৯৯ | ৫,৪৬৪ |
০৪। কুয়াকাটা জাতীয় উদ্যান | পটুয়াখালী | ২৪-১০-২০১০ | ১,৬১৩.০০ |
০৫। খাদিমনগর জাতীয় উদ্যান | সিলেট | ১৩-০৪-২০০৬ | ৬৭৮.৮০ |
০৬। নবাবগঞ্জ জাতীয় উদ্যান | দিনাজপুর | ২৪-১০-২০১০ | ৫১৭.৬১ |
০৭। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান | নোয়াখালী | ০৮-০৪-২০০১ | ১৬,৩৫২.২৩ |
০৮। বাড়ৈয়াঢালা জাতীয় উদ্যান | চট্টগ্রাম | ০৬-০৪-২০১০ | ২৯৩৩.৬১ |
০৯। বীরগঞ্জ জাতীয় উদ্যান | দিনাজপুর | ২৪-১২-২০১১ | ১৬৮.৫৬ |
১০। ভাওয়াল জাতীয় উদ্যান | গাজীপুর | ১১-০৫-১৯৮২ | ৫,০২২.০০ |
১১। মধুপুর জাতীয় উদ্যান | টাঙ্গাইল,ময়মনসিংহ | ২৪-০২-১৯৮২ | ৮,৪৩৬.০০ |
১২। মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান | কক্সবাজার | ০৮-০৮-২০০৮ | ৩৯৫.৯২ |
১৩। রামসাগর জাতীয় উদ্যান | দিনাজপুর | ৩০-০৪-২০০১ | ২৭.৭৫ |
১৪। লাউয়াছড়া জাতীয় উদ্যান | মৌলভীবাজার | ০৭-০৭-১৯৯৬ | ১,২৫০.০০ |
১৫। সাতছড়ি জাতীয় উদ্যান | হবিগঞ্জ | ১৫-১০-২০০৫ | ২৪২.৯১ |
১৬। সিংড়া জাতীয় উদ্যান | দিনাজপুর | ২৪-১০-২০১০ | ৩০৫.৬৯ |
১৭। হিমছড়ি জাতীয় উদ্যান | কক্সবাজার | ১৫-০২-১৯৮০ | ১৭২৯.০০ |
তথ্যসূত্র
- পাভেল পার্থ। "মধুপুর শালবনে রক্তের দাগ শুকোবে না?"। দৈনিক সমকাল। ঢাকা। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল (ওয়েব) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৩, ২০১০।
- "Protected Areas of Bangladesh"। Bangladesh Forest Department। ১৭ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৬, ২০১৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.