প্রিন্সিপাল স্টাফ অফিসার

প্রিন্সিপাল স্টাফ অফিসার সংক্ষেপে পিএসওবাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর তিন তারকা পদক লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে পরিচালিত হয়। বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান। ফেব্রুয়ারি ২০১৬ সাল থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন।[1][2]

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ প্রিন্সিপাল স্টাফ অফিসার
Principal Staff Officer (Bangladesh)
দায়িত্ব
মোঃ মাহফুজুর রহমান

০১ ফেব্রুয়ারি ২০১৬  থেকে
নিয়োগকর্তাবাংলাদেশের প্রধানমন্ত্রী
মেয়াদপরিচিত হিসাবে কোন নির্দিষ্ট শব্দ
গঠনডিসেম্বর ১৯৭৮
ওয়েবসাইটhttp://www.afd.gov.bd/

ভূমিকা এবং কার্যাবলী

প্রিন্সিপাল স্টাফ অফিসার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আদেশ ও নিয়ন্ত্রণ করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগ প্রিন্সিপাল স্টাফ অফিসারের কার্যালয়, পাঁচটি অধিদপ্তর এবং একটি প্রশাসনিক কোম্পানি দিয়ে গঠিত।[3]

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরাসরি অধীনে ও তত্ত্বাবধানে পরিচালিত হয় বিভাগটি। প্রাশাসনিক পরিষেবাগুলির উপর কর্তৃত্ব, নির্দেশনা ও নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীই রাখেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সমান্তরাল বিভাগ। সশস্ত্র বাহিনী বিভাগ একটি স্বাধীন মন্ত্রনালয় হিসেবে সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে কার্য সম্পাদন করেন।

সংস্থা

সশস্ত্র বাহিনী বিভাগ প্রিন্সিপাল স্টাফ অফিসারের কার্যালয়, পাঁচটি অধিদপ্তর এবং একটি প্রশাসনিক কোম্পানি দিয়ে গঠিত।

পরিচালকের দপ্তর গুলো হল :

  • অপারেশনস এবং পরিকল্পনা অধিদপ্তর।
  • প্রশিক্ষণ অধিদপ্তর।
  • সিভিল এবং মিলিটারি সম্পর্ক অধিদপ্তর।
  • প্রশাসন ও পণ্য সরবরাহ অধিদপ্তর।
  • গোয়েন্দা অধিদপ্তর।

নিয়োগপ্রাপ্ত

নিম্নে ১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত সকল প্রিন্সিপাল স্টাফ অফিসারদের তালিকা দেয়া হলো।[4][5][6][7]

ক্রম নং ছবি প্রিন্সিপাল স্টাফ অফিসার কার্যালয়ে বসার তারিখ কার্যালয় ত্যাগের তারিখ মেয়াদকাল
Bhuiyan, Shubidমেজর জেনারেল
মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া
১৯৯১ ১৯৯৬ ৪–৫ বছর
Nur, A.I.M.মেজর জেনারেল
এ আই এম মোস্তফা রেজা নূর
২০০৪ ২০০৬ ১–২ বছর
Chowdhury, Jahangirমেজর জেনারেল
মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী
(জন্ম ১৯৫৩)
২০০৬ জুন ২০০৭ ০–১ বছর
Chowdhury, Masudলেফটেন্যান্ট জেনারেল
মাসুদ উদ্দিন চৌধুরী
জুন ২০০৭ ২ জুন ২০০৮  বছর
Mubeen, Mdলেফটেন্যান্ট জেনারেল
আব্দুল মুবীন
(জন্ম ১৯৫৫)
৪ জুন ২০০৮ ১২ জুন ২০০৯  বছর, ৮ দিন
Wadud, Abdulলেফটেন্যান্ট জেনারেল
আব্দুল ওয়াদুদ
১৩ জুন ২০০৯ ১ জানুয়ারি ২০১৩  বছর, ২০৩ দিন
Huq, Shafiulলেফটেন্যান্ট জেনারেল
আবু বেলাল মোহাম্মদ শফিউল হক
(জন্ম ১৯৫৮)
১ জানুয়ারি ২০১৩ ২৪ জুন ২০১৫  বছর, ১৭৪ দিন
Islam, Moinulলেফটেন্যান্ট জেনারেল
মো. মইনুল ইসলাম
১ জুলাই ২০১৫ ৩১ জানুয়ারি ২০১৬ ২১৪ দিন
Rahman, Mdলেফটেন্যান্ট জেনারেল
মোঃ মাহফুজুর রহমান
(জন্ম ১৯৬১)
১ ফেব্রুয়ারি ২০১৬ পদাধিকারী  বছর, ১৪৫ দিন

তথ্যসূত্র

  1. Division, Armed Forces। "Lieutenant General Md Mahfuzur Rahman,rcds, ndc, afwc, psc, PhD"www.afd.gov.bd। ২০১৬-১১-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১২-০২
  2. "Lt Gen Mahfuzur new principal staff officer of Armed Forces Division"The Daily Star। ২০১৬-০২-০৩। সংগ্রহের তারিখ ২০১৬-১২-০২
  3. Division, Armed Forces। "Officer's in AFD"www.afd.gov.bd। ২০১৬-১১-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১২-০২
  4. "Gen Masud made NDC chief in army changes"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৬-১২-০৫
  5. "Shubid Ali Bhuiyan » Bio"msabhuiyan.info। সংগ্রহের তারিখ ২০১৬-১২-০৫
  6. "Lt Gen Mubin new army chief"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৬-১২-০৫
  7. "..:: India Strategic ::.."www.indiastrategic.in। সংগ্রহের তারিখ ২০১৬-১২-০৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.