মো. মইনুল ইসলাম

মো. মইনুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। তিনি সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ও চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। [1][2]

মো. মইনুল ইসলাম
আনুগত্য বাংলাদেশ
সার্ভিস/শাখা বাংলাদেশ সেনাবাহিনী
পদমর্যাদা লেফটেন্যান্ট জেনারেল
নেতৃত্বসমূহ
  • প্রিন্সিপাল স্টাফ অফিসার: (পিএসও)সশস্ত্র বাহিনী বিভাগের
  • মহাপরিচালকঃ বিজিবির

কর্মজীবন

লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম ২8 ফেব্রুয়ারী ২০০৯ থেকে ৯ মে ২০১০ পর্যন্ত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের বাংলাদেশ রাইফেলস বিদ্রোহে মহাপরিচালক শাকিল আহমেদ মারা যাওয়ার পর তিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। [3] তিনিই বাংলাদেশ রাইফেলসের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ করেন। তার পরিচালনার সময় ইউনিফর্ম পরিবর্তিত হয় এবং সীমান্ত বাহিনীতে একটি গোয়েন্দা ইউনিট যোগ করা হয়। [4] এর পর তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় এবং সেনাবাহিনী সদর দফতরে জেনারেল স্টাফ করা হয়। জুলাই ২০১৫ সালে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন। [5] ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। [6] মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ হিসাবে যোগদান করার আগে তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশ এর আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) এর প্রধান প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

  1. "Lt Gen Mahfuzur new principal staff officer of Armed Forces Division"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৩ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭
  2. "Policy friendly, BSF unfriendly"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৭ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭
  3. "Border Guard Bangladesh"bgb.gov.bd। ২৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭
  4. "BDR to get new name, uniform, intelligence unit"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৯ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭
  5. "Lt Gen Moinul Islam takes over as new Armed Forces Division PSO"bdnews24.com। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭
  6. "Lt Gen Mahfuzur Rahman appointed as new Armed Forces Division PSO"bdnews24.com। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.