মো. মইনুল ইসলাম
মো. মইনুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। তিনি সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ও চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। [1][2]
মো. মইনুল ইসলাম | |
---|---|
আনুগত্য | ![]() |
সার্ভিস/শাখা | ![]() |
পদমর্যাদা | ![]() ![]() |
নেতৃত্বসমূহ |
|
কর্মজীবন
লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম ২8 ফেব্রুয়ারী ২০০৯ থেকে ৯ মে ২০১০ পর্যন্ত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের বাংলাদেশ রাইফেলস বিদ্রোহে মহাপরিচালক শাকিল আহমেদ মারা যাওয়ার পর তিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। [3] তিনিই বাংলাদেশ রাইফেলসের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ করেন। তার পরিচালনার সময় ইউনিফর্ম পরিবর্তিত হয় এবং সীমান্ত বাহিনীতে একটি গোয়েন্দা ইউনিট যোগ করা হয়। [4] এর পর তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় এবং সেনাবাহিনী সদর দফতরে জেনারেল স্টাফ করা হয়। জুলাই ২০১৫ সালে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন। [5] ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। [6] মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ হিসাবে যোগদান করার আগে তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশ এর আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) এর প্রধান প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন।
তথ্যসূত্র
- "Lt Gen Mahfuzur new principal staff officer of Armed Forces Division"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৩ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭।
- "Policy friendly, BSF unfriendly"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৭ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭।
- "Border Guard Bangladesh"। bgb.gov.bd। ২৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭।
- "BDR to get new name, uniform, intelligence unit"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৯ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭।
- "Lt Gen Moinul Islam takes over as new Armed Forces Division PSO"। bdnews24.com। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭।
- "Lt Gen Mahfuzur Rahman appointed as new Armed Forces Division PSO"। bdnews24.com। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭।