বাংলাদেশ সেনাবাহিনীর পদবী এবং চিহ্নসমূহ

বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), নন-কমিশন্ড অফিসার (এনসিও) এবং সাধারণ সৈনিক পদবী আছে। কমিশন্ড অফিসাররা প্রথম শ্রেণীর সেনা সদস্য, জেসিওরা প্রথম শ্রেণী (নন-ক্যাডার) সদস্য এবং এনসিওরা (সার্জেন্ট 2য় শ্রেণী) তৃতীয় শ্রেণীর সদস্য হিসেবে বিবেচিত, অপরদিকে সাধারণ সৈনিকদেরকেও তৃতীয় শ্রেণীর সদস্যদের কাতারে ফেলা হয়।

পদমর্যাদা, উচ্চক্রম অনুসারে

কমিশন্ড অফিসার

কমিশন্ড অফিসাররা শুধু অফিসার হিসেবে বিবেচিত হন। লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজরদেরকে জুনিয়র অফিসার বলা হয় (জুনিয়র কমিশন্ড অফিসার নয়)। অপরদিকে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল পদবীধারী ব্যক্তিদেরকে সংক্ষেপে জেনারেল বলা হয় যদিও শুধু জেনারেল নামের আরও একটি পদমর্যাদা আছে আর ব্রিগেডিয়ার জেনারেলদেরকে সংক্ষেপে ব্রিগেডিয়ার বলা হয় যদিও এ পদবীতে জেনারেল অনুসর্গ আছে।

পদবীচিহ্নসমূহ
পদবীসমূহ সেকেন্ড লেফটেন্যান্ট
সেকেন্ড লেফটেন্যান্ট পদবীটি এখন আর ব্যবহৃত হয়না।
লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল
ইংরেজি সংক্ষিপ্তরূপ2/LtLtCaptMajLt ColColBrig GenMaj GenLt GenGen

জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)

জেসিওরা অফিসার হিসেবে বিবেচিত হননা।

পদবীচিহ্নসমূহ
পদবীসমূহ ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাস্টার ওয়ারেন্ট অফিসার
ইংরেজি সংক্ষিপ্তরূপWOSWOMWO

সৈনিক এবং এনসিও পদমর্যাদাসমূহ

ল্যান্স কর্পোর‍্যাল থেকে সার্জেন্ট পদবী এনসিও বা নন-কমিশন্ড অফিসার হিসেবে পরিগণিত।

বিডি আর্মি ওআর গ্রেডওআর-১এনসিও-১এনসিও-২এনসিও-৩এনসিও-৪এনসিও-৫এনসিও-৬এনসিও-৭
পদবীচিহ্নসমূহ
নাম সৈনিক
সৈনিক পদবীটি সেনাবাহিনীর সর্বনিম্ন পদবী, এটি কোনো এনসিও/জেসিও ক্যাটাগরিতে পড়েনা।
ল্যান্স কর্পোর‍্যাল কর্পোর‍্যাল সার্জেন্ট কম্পানি/ব্যাটারি কোয়ার্টারমাস্টার সার্জেন্ট
এটি সার্জেন্ট পদবীর নিয়োগ
কম্পানি /ব্যাটারি সার্জেন্ট মেজর
এটি সার্জেন্ট পদবীর নিয়োগ
ব্যাটেলিয়ন/রেজিমেন্ট কোয়ার্টারমাস্টার সার্জেন্ট
এটি সার্জেন্ট পদবীর নিয়োগ
ব্যাটেলিয়ন/রেজিমেন্ট সার্জেন্ট মেজর
এটি সার্জেন্ট পদবীর নিয়োগ
ইংরেজি সংক্ষিপ্তরূপSnkL CplCplSgtCQMS/BQMSCSM/BSMBQMS/RQMSBSM/RSM

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.