মেজর
মেজর একটি সামরিক পদ যা বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়। অধিকন্তু, মেজর প্রায়শ মধ্যম স্তরের কমান্ডিং অফিসারের ক্ষেত্রে ব্যবহৃত হয় (যিনি ক্যাপ্টেন হতে এক র্যাঙ্ক ওপরে এবং লেফটেনেন্ট কর্ণেল হতে এক র্যাঙ্ক নিচে অবস্থান করেন), তবে কিছু সামরিক বাহিনীতে মেজর একটি জেষ্ঠ্য নন-কমিশন অফিসার র্যাঙ্ক, যার ব্যবহার "সার্জেন্ট মেজর" হতে এসেছে।[1]
প্রাক ইতিহাস
অন্য কোনও সূচকের সাথে একযোগে ব্যবহার করা হলে, সেনাবাহিনীর অধিনায়কের চেয়ে এক পদমর্যাদার সিনিয়র এবং এক পদমর্যাদার অধিনস্থ বা লেফটেন্যান্ট কর্নেলের পদমর্যাদার নীচে। এটি ফিল্ড অফিসার পদমর্যাদার মধ্যে সবচেয়ে জুনিয়র হিসাবে বিবেচিত হয়। [1]
অফিসার র্যাঙ্ক
নন-কমিশন্ড র্যাঙ্ক
প্রত্যয় হিসাবে ব্যবহার
দেশানুযায়ী মেজর র্যাঙ্কের তালিকা
মেজর পদচিহ্ন
ইসরাইল গ্রীস যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র (September 1959 to October 2015)
দেশানুযায়ী মেজর সমানুপাতিক র্যাঙ্কের তালিকা
আরও দেখুন
- "Army Major - Military Ranks"। Military-Ranks.org। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.