বাংলাদেশ নৌবাহিনীর পদবী
বাংলাদেশের অন্যতম সামরিক বাহিনী হচ্ছে নৌবাহিনী । এ বাহিনীর কাজ হচ্ছে সমুদ্রপথে যুদ্ধ করা । বাংলাদেশ নৌবাহিনীতে চার ধরনের সদস্য আছেনঃ কর্মকর্তা, নাবিক, এমওডিসি (নিরাপত্তারক্ষী) এবং বেসামরিক সদস্যগণ । তবে এদের মধ্যে কেবলমাত্র কর্মকর্তাদেরকেই বেশী সম্মান, ভালো বেতন, ভালো বাসস্থান দেওয়া হয়।
পদবীসমূহ (উচ্চক্রম অনুসারে)
অফিসার্স
- এ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট (বর্তমানে অপ্রচলিত)
- সাব-লেফটেন্যান্ট
- লেফটেন্যান্ট
- লেফটেন্যান্ট কমান্ডার
- কমান্ডার
- ক্যাপ্টেন
- কমোডোর
- রিয়ার এ্যাডমিরাল
- ভাইস এ্যাডমিরাল
- এ্যাডমিরাল
নাবিক
ক্রম এবং শাখা | সীম্যান | মেকানিক্যাল | সেক্রেটারিয়েট | সাপ্লাই | ইলেক্ট্রিক্যাল | রেডিও ইলেক্ট্রিক্যাল | রেগুলেটিং | মেডিকেল |
---|---|---|---|---|---|---|---|---|
০১ | অর্ডিনারী সিম্যান | এমই - ২ | রাইটার - ২ | এসএ - ২ | ইএন - ২ | আরইএন - ২ | পিএম - ২ | এমএ - ২ |
০২ | এ্যাবল সীম্যান | এমই - ১ | রাইটার - ১ | এসএ - ১ | ইএন - ১ | আরইএন - ১ | পিএম - ১ | এমএ - ১ |
০৩ | লিডিং সীম্যান | এলএমই | লিডিং রাইটার | এলএসএ | এলইএন | এলআরইএন | এলপিএম | এলএমএ |
০৪ | পেটি অফিসার | ইআরএ-৪ | পিও (ডব্লিউ) | পিও (এস) | ইএ - ৪ | আরইএ - ৪ | পিও (আর) | পিও (মেড) |
০৫ | চীফ পেটি অফিসার | ইআরএ - ১/২/৩ | সিপিও (ডব্লিউ) | সিপিও (এস) | ইএ - ১/২/৩ | আরইএ - ১/২/৩ | সিপিও (রেগ) | সিপিও (মেড) |
০৬ | সিনিয়র চীফ পেটি অফিসার | এসসিপিও (ই) | এসসিপিও (ডব্লিউ) | এসসিপিও (এস) | এসসিপিও (এল) | এসসিপিও (আর) | এসসিপিও (রেগ) | এসসিপিও (মেড) |
০৭ | মাস্টার চীফ পেটি অফিসার | এমসিপিও (ই) | এমসিপিও (এস) | এমসিপিও (এস) | এমসিপিও (এল)/সিইএ | এমসিপিও (আর)/সিআরইএ | এমসিপিও (রেগ) | এমসিপিও (মেড) |
০৮ | অনারারী সাব লেফটেন্যান্ট (এক্স) | অনারারী সাব লেঃ (ই) | অনারারী সাব লেঃ (এস) | অনারারী সাব লেঃ (এস) | অনারারী সাব লেঃ (এল) | অনারারী সাব লেঃ (আর) | অনারারী সাব লেঃ (রেগ) | অনারারী সাব লেঃ (ডব্লিউ/এম) |
০৯ | অনারারী লেফটেন্যান্ট (এক্স) | অনাঃ লেঃ (ই) | অনাঃ লেঃ (এস) | অনাঃ লেঃ (এস) | অনাঃ লেঃ (এল) | অনাঃ লেঃ (আর) | অনাঃ লেঃ (রেগ) | অনাঃ লেঃ (ডব্লিউ/এম) |
এমওডিসি
- সৈনিক
- ল্যান্স কর্পোর্যাল
- কর্পোর্যাল
- সার্জেন্ট
- ওয়ারেন্ট অফিসার
- সিনিয়র ওয়ারেন্ট অফিসার
- মাস্টার ওয়ারেন্ট অফিসার
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.