বাংলাদেশ নৌবাহিনীর পদবী

বাংলাদেশের অন্যতম সামরিক বাহিনী হচ্ছে নৌবাহিনী । এ বাহিনীর কাজ হচ্ছে সমুদ্রপথে যুদ্ধ করা । বাংলাদেশ নৌবাহিনীতে চার ধরনের সদস্য আছেনঃ কর্মকর্তা, নাবিক, এমওডিসি (নিরাপত্তারক্ষী) এবং বেসামরিক সদস্যগণ । তবে এদের মধ্যে কেবলমাত্র কর্মকর্তাদেরকেই বেশী সম্মান, ভালো বেতন, ভালো বাসস্থান দেওয়া হয়।

পদবীসমূহ (উচ্চক্রম অনুসারে)

অফিসার্স

  • এ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট (বর্তমানে অপ্রচলিত)
  • সাব-লেফটেন্যান্ট
  • লেফটেন্যান্ট
  • লেফটেন্যান্ট কমান্ডার
  • কমান্ডার
  • ক্যাপ্টেন
  • কমোডোর
  • রিয়ার এ্যাডমিরাল
  • ভাইস এ্যাডমিরাল
  • এ্যাডমিরাল

নাবিক

ক্রম এবং শাখা সীম্যান মেকানিক্যাল সেক্রেটারিয়েট সাপ্লাই ইলেক্ট্রিক্যাল রেডিও ইলেক্ট্রিক্যাল রেগুলেটিং মেডিকেল
০১ অর্ডিনারী সিম্যান এমই - ২ রাইটার - ২ এসএ - ২ ইএন - ২ আরইএন - ২ পিএম - ২ এমএ - ২
০২ এ্যাবল সীম্যান এমই - ১ রাইটার - ১ এসএ - ১ ইএন - ১ আরইএন - ১ পিএম - ১ এমএ - ১
০৩ লিডিং সীম্যান এলএমই লিডিং রাইটার এলএসএ এলইএন এলআরইএন এলপিএম এলএমএ
০৪ পেটি অফিসার ইআরএ-৪ পিও (ডব্লিউ) পিও (এস) ইএ - ৪ আরইএ - ৪ পিও (আর) পিও (মেড)
০৫ চীফ পেটি অফিসার ইআরএ - ১/২/৩ সিপিও (ডব্লিউ) সিপিও (এস) ইএ - ১/২/৩ আরইএ - ১/২/৩ সিপিও (রেগ) সিপিও (মেড)
০৬ সিনিয়র চীফ পেটি অফিসার এসসিপিও (ই) এসসিপিও (ডব্লিউ) এসসিপিও (এস) এসসিপিও (এল) এসসিপিও (আর) এসসিপিও (রেগ) এসসিপিও (মেড)
০৭ মাস্টার চীফ পেটি অফিসার এমসিপিও (ই) এমসিপিও (এস) এমসিপিও (এস) এমসিপিও (এল)/সিইএ এমসিপিও (আর)/সিআরইএ এমসিপিও (রেগ) এমসিপিও (মেড)
০৮ অনারারী সাব লেফটেন্যান্ট (এক্স) অনারারী সাব লেঃ (ই) অনারারী সাব লেঃ (এস) অনারারী সাব লেঃ (এস) অনারারী সাব লেঃ (এল) অনারারী সাব লেঃ (আর) অনারারী সাব লেঃ (রেগ) অনারারী সাব লেঃ (ডব্লিউ/এম)
০৯ অনারারী লেফটেন্যান্ট (এক্স) অনাঃ লেঃ (ই) অনাঃ লেঃ (এস) অনাঃ লেঃ (এস) অনাঃ লেঃ (এল) অনাঃ লেঃ (আর) অনাঃ লেঃ (রেগ) অনাঃ লেঃ (ডব্লিউ/এম)

এমওডিসি

  • সৈনিক
  • ল্যান্স কর্পোর‍্যাল
  • কর্পোর‍্যাল
  • সার্জেন্ট
  • ওয়ারেন্ট অফিসার
  • সিনিয়র ওয়ারেন্ট অফিসার
  • মাস্টার ওয়ারেন্ট অফিসার

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.