জাবি আলোনসো
জাবি আলোনসো (ইংরেজি: Xabier "Xabi" Alonso Olano) (উচ্চারণ: [ˈʃabi aˈlons̺o]; জন্ম:২৫ ডিসেম্বর ১৯৮১) ২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেনের জাতীয় ফুটবল দলের একজন মিডফিল্ডার। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত|
![]() জাবি আলোনসো ২০১২ সালের ইউরোতে ফ্রান্সের বিরুদ্ধে | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জাবিয়ার আলোনসো ওলানো[1] | ||
জন্ম | ২৫ নভেম্বর ১৯৮১ | ||
জন্ম স্থান | তলোসা, স্পেন | ||
উচ্চতা | ১.৮৩ মি (৬ ফু ০ ইঞ্চি)[2] | ||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||
জার্সি নম্বর | ৩ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
এন্টিগুয়োকো | |||
রিয়াল সোসিয়েদাদ | |||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
১৯৯৯–২০০০ | রিয়ালল সোসিয়েদাদ বি | ৩৯ | (২) |
১৯৯৯–২০০৪ | রিয়াল সোসিদাদ | ১১৪ | (৯) |
২০০০–২০০১ | → এইবার (লোন) | ১৪ | (০) |
২০০৪–২০০৯ | লিভারপুল | ১৪৩ | (১৫) |
২০০৯–২০১৪ | রিয়াল মাদ্রিদ | ১৫৮ | (৪) |
২০১৪-২০১৭ | বায়ার্ন মিউনিখ | ৭৯ | (৫) |
জাতীয় দল‡ | |||
২০০০ | স্পেন অনূর্ধ্ব-১৮ | ১ | (০) |
২০০২–২০০৩ | স্পেন অনূর্ধ্ব-২১ | ৯ | (০) |
২০০৩–২০১৪ | স্পেন | ১১৩ | (১৬) |
২০০১– | বাস্ক দেশ | ৫ | (০) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
প্রাথমিক জীবন
তিনি তলোসার একটি ফুটবলপ্রেমী প্রিবারে জন্ম গ্রহণ করেন।তার বাবা পেরিকো আলোনসো ও একজন লা লীগা জয়ী ও জাতীয় দলের ফুটবল খেলোয়াড় ছিলেন।তার ভাইও একজন ফুটবল খেলোয়াড় ছিলেন
খেলোয়াড়ি জীবন
যুব ও রিজার্ভ দলে ভালো খেলার ফলস্বরুপ ১৮ বছর বয়সেই রিয়াল সোসিয়েদাদ মূল দলে খেলার সুযোগ পান।তারপর থেকে তিনি এইবার,লিভারপুল,রিয়াল মাদ্রিদ,বায়ার্ন মিউনিখ এর হয়ে খেলেন
সম্মান
আন্তর্জাতিক খেলোয়াড়ি জীবন
২০০৪ সালের ইউরোতে তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান।এর পর স্পেনের হয়ে ৩ টি বিশ্বকাপ খেলেন।২০১৪ সালে তিনি আন্তর্জাতিক খেলা থেকে অবসর নেন।[3]
ব্যক্তিগত জীবন
তিনি নাগোরে আরানবুরু কে বিয়ে করেন এবং এই দম্পতীর ৩ জন সন্তান আছে।[4]
তথ্যসূত্র
- "FIFA World Cup South Africa 2010: List of Players" (PDF)। Fédération Internationale de Football Association (FIFA)। ৪ জুন ২০১০। পৃষ্ঠা 29। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৩।
- Official Real Madrid profile
- http://www.bbc.com/sport/0/football/28959560
- http://www.elmundo.es/elmundodeporte/2008/03/13/futbol/1205432606.html
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে জাবি আলোনসো সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Profile on Realmadrid.com
- BDFutbol profile
- National team data
- 2010 FIFA World Cup profile
- National-Football-Teams.com-এ জাবি আলোনসো (ইংরেজি)
- জাবি আলোনসো – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- জাবি আলোনসো – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- জাবি আলোনসো ক্যারিয়ার তথ্য
- LFCHistory.net Profile
- Profile at BBC Sport
- Profile at ESPN