উত্তর ধুরুং ইউনিয়ন

উত্তর ধুরুং বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত কুতুবদিয়া উপজেলার একটি ইউনিয়ন

উত্তর ধুরুং
ইউনিয়ন
১নং উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদ
উত্তর ধুরুং
বাংলাদেশে উত্তর ধুরুং ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৫৩′২২″ উত্তর ৯১°৫১′৫৬″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাকুতুবদিয়া উপজেলা
সরকার
  চেয়ারম্যানআ স ম শাহরিয়ার চৌধুরী
আয়তন
  মোট১৯.৪৯ কিমি (৭.৫৩ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৩৫,১৫২
  জনঘনত্ব১৮০০/কিমি (৪৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট২১.৯৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭২০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

উত্তর ধুরুং ইউনিয়নের আয়তন ৪৮১৬ একর (১৯.৪৯ বর্গ কিলোমিটার)।[1] এটি কুতুবদিয়া উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী উত্তর ধুরুং ইউনিয়নের লোকসংখ্যা ৩৫,১৫২ জন। এর মধ্যে পুরুষ ২০,৬৫৮ জন এবং মহিলা ১৪,৪৯৪ জন।[2]

অবস্থান ও সীমানা

কুতুবদিয়া উপজেলার সর্ব-উত্তরে উত্তর ধুরুং ইউনিয়নের অবস্থান। কুতুবদিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৮ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে দক্ষিণ ধুরুং ইউনিয়নলেমশীখালী ইউনিয়ন; পূর্বে কুতুবদিয়া চ্যানেলচট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন এবং উত্তরে ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।

নামকরণ

এককালের খরস্রোতা অর্থাৎ ধুরুং নামের প্রাক্কালে ধুরুং নামকরণ করা হয়। পরবর্তীতে এটা উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরুং নামে দুইটি আলাদা ইউনিয়ন গঠন করা হয়।[2]

প্রশাসনিক কাঠামো

উত্তর ধুরুং ইউনিয়ন কুতুবদিয়া উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কুতুবদিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৫নং নির্বাচনী এলাকা কক্সবাজার-২ এর অংশ। এটি চর ধুরুংউত্তর ধুরুং এ ২টি মৌজায় বিভক্ত।[2] এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • উত্তর ধুরুং
  • কালারমার পাড়া
  • চর ধুরুং
  • জুম্মাপাড়া
  • তেলিয়াকাটা
  • পশ্চিম ধুরুং
  • ফয়জানিপাড়া
  • বাইঙ্গাঘাটা
  • বাকখালী

[3]

শিক্ষা ব্যবস্থা

উত্তর ধুরুং ইউনিয়নের সাক্ষরতার হার ২১.৯৯%।[1] এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]

শিক্ষা প্রতিষ্ঠান

মাদ্রাসা
  • ধুরুং ছমদিয়া আলিম মাদ্রাসা
  • উত্তর ধুরুং গাউছিয়া আদর্শ দাখিল মাদ্রাসা
  • দারুচ্ছালাম আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা

[4]

মাধ্যমিক বিদ্যালয়
  • সতর উদ্দিন উচ্চ বিদ্যালয়
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • উত্তরণ বিদ্যানিকেতন

[5]

প্রাথমিক বিদ্যালয়
  • আজগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর ধুরুং এন হোছাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • এম রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চর ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফয়জানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাইঙ্গাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মুছা সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সতর উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়

[6]

যোগাযোগ ব্যবস্থা

উত্তর ধুরুং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কুতুবদিয়া-ধুরুং সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম ট্যাক্সি বা রিক্সা।

ধর্মীয় উপাসনালয়

উত্তর ধুরুং ইউনিয়নে ৩৩টি মসজিদ ও ২টি মন্দির রয়েছে।[2]

খাল ও নদী

উত্তর ধুরুং ইউনিয়নের পশ্চিম ও উত্তর দিকে বঙ্গোপসাগর এবং পূর্ব দিকে কুতুবদিয়া চ্যানেল[2]

হাট-বাজার

উত্তর ধুরুং ইউনিয়নের প্রধান হাট/বাজার হল মনু সিকদার বাজার।[7]

দর্শনীয় স্থান

  • কালারমার জামে মসজিদ[8]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: আ স ম শাহরিয়ার চৌধুরী[9]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "কুতুবদিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "এক নজরে উত্তর ধুরুং ইউনিয়ন - উত্তর ধুরুং ইউনিয়ন - উত্তর ধুরুং ইউনিয়ন"uttardhurungup.coxsbazar.gov.bd
  3. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - উজানটিয়া ইউনিয়ন - উজানটিয়া ইউনিয়ন"ujantiaup.coxsbazar.gov.bd
  4. "মাদ্রাসা - উত্তর ধুরুং ইউনিয়ন - উত্তর ধুরুং ইউনিয়ন"uttardhurungup.coxsbazar.gov.bd
  5. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - উত্তর ধুরুং ইউনিয়ন - উত্তর ধুরুং ইউনিয়ন"uttardhurungup.coxsbazar.gov.bd
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41203&union=01%5B%5D
  7. "হাট বাজারের তালিকা - উত্তর ধুরুং ইউনিয়ন - উত্তর ধুরুং ইউনিয়ন"uttardhurungup.coxsbazar.gov.bd
  8. "।ঐতিহাসিক কালারমার জামে মসজিদ - উত্তর ধুরুং ইউনিয়ন - উত্তর ধুরুং ইউনিয়ন"uttardhurungup.coxsbazar.gov.bd
  9. "আ স ম শাহরিয়ার চৌধূরী - উত্তর ধুরুং ইউনিয়ন - উত্তর ধুরুং ইউনিয়ন"uttardhurungup.coxsbazar.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.