বারবাকিয়া ইউনিয়ন
বারবাকিয়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলার একটি ইউনিয়ন।
বারবাকিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() বারবাকিয়া | |
স্থানাঙ্ক: ২১°৫১′১৪″ উত্তর ৯১°৫৯′২″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | পেকুয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | অধ্যক্ষ আলহাজ্ব বদিউল আলম |
আয়তন | |
• মোট | ১৩.৯৩ কিমি২ (৫.৩৮ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৬,৯০১ |
• জনঘনত্ব | ১৯০০/কিমি২ (৫০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৬.৫৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৭০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
বারবাকিয়া ইউনিয়নের আয়তন ৩৪৪১ একর (১৩.৯৩ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বারবাকিয়া ইউনিয়নের লোকসংখ্যা ২৬,৯০১ জন। এর মধ্যে পুরুষ ১৩,৬৩২ জন এবং মহিলা ১৩,২৬৯ জন।[1]
অবস্থান ও সীমানা
পেকুয়া উপজেলার মধ্যাংশে বারবাকিয়া ইউনিয়নের অবস্থান। পেকুয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে শীলখালী ইউনিয়ন, উত্তরে টৈটং ইউনিয়ন, পশ্চিমে রাজাখালী ইউনিয়ন ও মগনামা ইউনিয়ন এবং দক্ষিণে পেকুয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
বারবাকিয়া ইউনিয়ন পেকুয়া উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পেকুয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বারাইয়াকাটা
- ফাঁসিয়াখালী
- উত্তর বারবাকিয়া
- নোয়াকাটা
- মৌলভীবাজার
- কাদিমাকাটা
শিক্ষা ব্যবস্থা
বারবাকিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ২৬.৫৫%।[1] এ ইউনিয়নে ১টি কামিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- মাদ্রাসা
- ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা
- মৌলভীবাজার ফারুকিয়া আলিম মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়
- হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- এম এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
বারবাকিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
বারবাকিয়া ইউনিয়নের দক্ষিণ সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে ভোলাখাল নদী।
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: অধ্যক্ষ আলহাজ্ব বদিউল আলম[4]