রশিদনগর ইউনিয়ন
রশিদনগর বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার একটি ইউনিয়ন।
রশিদনগর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() রশিদনগর | |
স্থানাঙ্ক: ২১°৩০′৬″ উত্তর ৯২°৪′৪৬″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | রামু উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ শাহ আলম |
আয়তন | |
• মোট | ৭.৩০ কিমি২ (২.৮২ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৯,০০০ |
• জনঘনত্ব | ২৬০০/কিমি২ (৬৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২১.৭৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৩০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
রশিদনগর ইউনিয়নের আয়তন ১৮০৪ একর (৭.৩০ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রশিদনগর ইউনিয়নের লোকসংখ্যা ১৯,০০০ জন। এর মধ্যে পুরুষ ৯,৬৪৫ জন এবং মহিলা ৯,৩৫৫ জন।[2]
অবস্থান ও সীমানা
রামু উপজেলার উত্তরাংশে রশিদনগর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে জোয়ারিয়ানালা ইউনিয়ন ও কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন, পশ্চিমে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন, উত্তরে কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়ন ও ঈদগাঁও ইউনিয়ন এবং পূর্বে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
১৯৯৩ সালের ১১ মার্চ বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়নকে বিভক্ত করে চাকমারকূল ইউনিয়ন ও রশিদনগর ইউনিয়ন গঠন করা হয়।[2]
প্রশাসনিক কাঠামো
রশিদনগর ইউনিয়ন রামু উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রামু থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ। এটি ধলিরছড়া, জঙ্গল ধলিরছড়া ও উল্টাখালী এ ৩টি মৌজায় বিভক্ত।[2]
এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- সিকদারপাড়া
- সন্দ্বীপপাড়া
- কাহাতিয়াপাড়া
- বড় ধলিরছড়া
- উত্তর কাহাতিয়াপাড়া
- পাহাড়তলী
- কাদমরপাড়া
- হামিরপাড়া
- থলিয়াঘোনা
- নাছিরাপাড়া উত্তর
- নাছিরাপাড়া দক্ষিণ
- পানিরছড়া
- হরিতলা
- পানিরছড়া মুরাপাড়া
- ধলিরছড়া মুরাপাড়া
- জেটিপাড়া
- উল্টাখালী
শিক্ষা ব্যবস্থা
রশিদনগর ইউনিয়নের সাক্ষরতার হার ২১.৭৭%।[1] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কাহাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধলিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাসিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফরিদা রশিদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় ধলিরছড়া হাজী মতিউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
রশিদনগর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
রশিদনগর ইউনিয়নে ৩২টি মসজিদ রয়েছে।[2]
খাল ও নদী
রশিদনগর ইউনিয়নের দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে উল্টাখালী খাল, ধলিরছড়া খাল এবং সিকদারপাড়া খাল।[5]
কৃতী ব্যক্তিত্ব
- মৌলভী ফরিদ আহমদ; সাবেক সংসদ সদস্য ও১৯৫৪ সালের মন্ত্রী পরিষদ নির্বাচনে নির্বাচিত শ্রম মন্ত্রী।
- রশিদ আহমদ; বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক।
- এডভোকেট খালেকু্জ্জামান; সাবেক সংসদ সদস্য, কক্সবাজার-৩।
- ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুজ্জামান; সাবেক সংসদ সদস্য, কক্সবাজার-৩।[6]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ শাহ আলম[7]
আরও দেখুন
তথ্যসূত্র
- "রামু উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "এক নজরে রশিদ নগর ইউনিয়ন - রশীদনগর ইউনিয়ন - রশীদনগর ইউনিয়ন"। rashidnagarup.coxsbazar.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - রশীদনগর ইউনিয়ন - রশীদনগর ইউনিয়ন"। rashidnagarup.coxsbazar.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41204&union=06%5B%5D
- "খাল ও নদী - রশীদনগর ইউনিয়ন - রশীদনগর ইউনিয়ন"। rashidnagarup.coxsbazar.gov.bd।
- "প্রখ্যাত ব্যক্তিত্ব - রশীদনগর ইউনিয়ন - রশীদনগর ইউনিয়ন"। rashidnagarup.coxsbazar.gov.bd।
- "এমডি শাহ আলম - রশীদনগর ইউনিয়ন - রশীদনগর ইউনিয়ন"। rashidnagarup.coxsbazar.gov.bd।