পেকুয়া ইউনিয়ন

পেকুয়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলার একটি ইউনিয়ন

পেকুয়া
ইউনিয়ন
৪নং পেকুয়া ইউনিয়ন পরিষদ
পেকুয়া
বাংলাদেশে পেকুয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৪৯′১৬″ উত্তর ৯১°৫৮′৪″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাপেকুয়া উপজেলা
সরকার
  চেয়ারম্যানবাহাদুর শাহ
আয়তন
  মোট২৯.৪০ কিমি (১১.৩৫ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৫৪,০০০
  জনঘনত্ব১৮০০/কিমি (৪৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট২৮.৬৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৭০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

পেকুয়া ইউনিয়নের আয়তন ৭২৬৬ একর (২৯.৪০ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী পেকুয়া ইউনিয়নের লোকসংখ্যা ৫৪,০০০ জন। এর মধ্যে পুরুষ ৩৯,৫৬৪ জন এবং মহিলা ২৭,৪৩৬ জন।[2]

অবস্থান ও সীমানা

পেকুয়া উপজেলার মধ্য-পূর্বাংশে পেকুয়া ইউনিয়নের অবস্থান। পেকুয়া উপজেলা সদর এ ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়নের উত্তরে শীলখালী ইউনিয়নবারবাকিয়া ইউনিয়ন; পশ্চিমে মগনামা ইউনিয়ন; দক্ষিণে উজানটিয়া ইউনিয়ন, মাতামুহুরী নদীচকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নভেওলা মানিকচর ইউনিয়ন এবং পূর্বে চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

পেকুয়া ইউনিয়ন পেকুয়া উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পেকুয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • গোয়াখালী
  • বটতলিয়াপাড়া
  • পশ্চিম বাইম্যাখালী
  • পূর্ব বাইম্যাখালী
  • সিকদারপাড়া
  • হরিণাফাঁড়ী
  • শেখের কিল্লাঘোনা
  • আন্নর আলী মাতব্বরপাড়া
  • সাবেক গুলদী
  • মৌলভীপাড়া
  • সরকারিঘোনা
  • মাইজপাড়া
  • উত্তর মেহেরনামা
  • মছন্যাকাটা
  • চৈরভাংগা
  • মোড়ারপাড়া
  • পূর্ব মেহেরনামা
  • নন্দীরপাড়া
  • বাজারপাড়া
  • গোয়াখালী টেকপাড়া
  • বিলাহাচুরা
  • মইয়াদিয়া
  • মগকাটা
  • জালিয়াখালী
  • ছিরাদিয়া
  • বলিরপাড়া
  • সৈকতপাড়া
  • দক্ষিণ মেহেরনামা অরুণিমা আশ্রয়ণ

[3]

শিক্ষা ব্যবস্থা

পেকুয়া ইউনিয়নের সাক্ষরতার হার ২৮.৬৪%।[1] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ
  • শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ

[4]

মাদ্রাসা
  • পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা
  • পেকুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা
  • মেহেরনামা আলমাসিয়া দাখিল মাদ্রাসা

[5]

মাধ্যমিক বিদ্যালয়
  • পেকুয়া জি এম সি ইনস্টিটিউশন
  • পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়
  • মেহেরনামা উচ্চ বিদ্যালয়

[6]

প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছালেহা কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নন্দীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাগ্গুজারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাবেক গুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়

[7]

যোগাযোগ ব্যবস্থা

পেকুয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক সড়ক এবং চকরিয়া-পেকুয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

পেকুয়া ইউনিয়নে ৪৬টি মসজিদ ও ২৪টি মন্দির রয়েছে।[2]

খাল ও নদী

পেকুয়া ইউনিয়নের দক্ষিণ ও পূর্ব সীমান্ত দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। এছাড়া এ ইউনিয়নের উত্তর ও পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে ভোলাখাল নদী[8]

হাট-বাজার

পেকুয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল পেকুয়া হাট এবং আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার।[9]

দর্শনীয় স্থান

  • পেকুয়া উপজেলা শহীদ মিনার[10]

কৃতী ব্যক্তিত্ব

  • আলহাজ্ব সালাউদ্দিন আহমদ; প্রাক্তন সংসদ সদস্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী

[11]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: বাহাদুর শাহ[12]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "পেকুয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "এক নজরে পেকুয়া - পেকুয়া ইউনিয়ন - পেকুয়া ইউনিয়ন"pekuaup.coxsbazar.gov.bd
  3. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - পেকুয়া ইউনিয়ন - পেকুয়া ইউনিয়ন"pekuaup.coxsbazar.gov.bd
  4. "কলেজ - পেকুয়া ইউনিয়ন - পেকুয়া ইউনিয়ন"pekuaup.coxsbazar.gov.bd
  5. "মাদ্রাসা - পেকুয়া ইউনিয়ন - পেকুয়া ইউনিয়ন"pekuaup.coxsbazar.gov.bd
  6. "মাধ্যমিকবিদ্যালয় - পেকুয়া ইউনিয়ন - পেকুয়া ইউনিয়ন"pekuaup.coxsbazar.gov.bd
  7. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41208&union=03%5B%5D
  8. "খাল ও নদী - পেকুয়া ইউনিয়ন - পেকুয়া ইউনিয়ন"pekuaup.coxsbazar.gov.bd
  9. "হাট বাজারের তালিকা - পেকুয়া ইউনিয়ন - পেকুয়া ইউনিয়ন"pekuaup.coxsbazar.gov.bd
  10. "দর্শনীয়স্থান - পেকুয়া ইউনিয়ন - পেকুয়া ইউনিয়ন"pekuaup.coxsbazar.gov.bd
  11. "প্রখ্যাত ব্যক্তিত্ব - পেকুয়া ইউনিয়ন - পেকুয়া ইউনিয়ন"pekuaup.coxsbazar.gov.bd
  12. "বাহাদুর শাহ্ - পেকুয়া ইউনিয়ন - পেকুয়া ইউনিয়ন"pekuaup.coxsbazar.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.