ইস্টার্ণ মেডিকেল কলেজ
ইস্টার্ন মেডিকেল কলেজ (ইএমসি) হচ্ছে বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল স্কুল, যেটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটির মূল ক্যাম্পাস চট্টগ্রাম বিভাগের বুড়িচং উপজেলার কাবিলায় ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডের পাশেই অবস্থিত। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান।
![]() Logo of Eastern Medical College | |
ধরন | বেসরকারি মেডিকেল স্কুল |
---|---|
স্থাপিত | ২০০৫ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
চেয়ারম্যান | শাহ এমডি. সেলিম |
অধ্যক্ষ | গোলাম সামদানি |
শিক্ষায়তনিক কর্মকর্তা | ১৫৭ (২০১৮)[1] |
অবস্থান | কাবিলা , , ২৩.৪৭৯০° উত্তর ৯১.০৭৩৩° পূর্ব |
শিক্ষাঙ্গন | গ্রামীণ |
ভাষা | ইংরেজি |
ওয়েবসাইট | emccomilla |
এখানে পাঁচ বছর মেয়াদি ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রি প্রদান করা হয়। পাঁচ বছর মেয়াদী মূল শিক্ষাক্রমের পর ১ বছরের ইন্টার্নশীপ বাধ্যতামূলক। ডিগ্রিটি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক স্বীকৃত।
কাবিলা ক্যাম্পাসে ৩০০ টি শয্যা সহ একটি হাসপাতাল রয়েছে, এবং কুমিল্লার রেইসকোর্স ক্যাম্পাসে ২৫০ টি শয্যা রয়েছে।
ক্যাম্পাস


মূল ক্যাম্পাস চট্টগ্রাম বিভাগের বুড়িচং উপজেলার কাবিলায় ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডের পাশেই অবস্থিত।[2][3]
প্রতিষ্ঠান ও প্রশাসন
এটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি রয়েছে।[3][4] কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম এবং অধ্যক্ষ মো. গোলাম সামদানি।[2]
একাডেমিক
কলেজটি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অনুমোদিত পাঁচ বছরের কোর্স প্রদান করে যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করে। চূড়ান্ত পরীক্ষার পর ১ বছরের ইর্ন্টানশীপ ববাধ্যতামূলক। ইন্টার্নশীপটি বিএমডিসি থেকে ঔষধ অনুশীলন করার জন্য নিবন্ধীকরণের একটি পূর্বশর্ত।[3][5][6]
আরো দেখুন
- বাংলাদেশের মেডিকেল কলেজসমুহের তালিকা
- কুমিল্লার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা
তথ্যসূত্র
- "Teachers' List"। Eastern Medical College। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৮।
- "EMC Comilla"। Eastern Medical College। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৫।
- "Eastern Medical College"। World Directory of Medical Schools।
- "Affiliated Colleges"। University of Chittagong। ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৫।
- "List of Recognized medical and dental colleges"। Bangladesh Medical & Dental Council।
- "Govt to fix maximum fees"। New Age। Dhaka। ২৭ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৫।