ইসলামি ব্যাংকিং ও অর্থসংস্থান

ইসলামি ব্যাংকিং (আরবি: مصرفية إسلامية) বলতে ইসলামী শরিয়ত মোতাবেক আর্থিক ব্যবস্থার উপর নির্ভর করে গড়ে উঠা ব্যাংক ব্যবস্থাকে বুঝায়।[1] ইসলামি ব্যাংক দুটি মূলনীতির উপর প্রতিষ্টিত; যথাঃ লাভ ও লোকসানের ভাগ নেওয়া এবং সুদ লেনদেন নিষিদ্ধ।[2][3]

উৎপত্তিগত অর্থ

ইসলামী ব্যাংকিং যদিও ইসলামি ধারণা সে হিসেব আরবিশব্দمصرفي(মাছারিফ) হতে এই শব্দটি (ইসলামি ব্যাংক) উৎপত্তিলাভ করেনি। বরং ইংরেজি শব্দ :Bank Etymology অনুযায়ী প্রাচীন ইতালীয় শব্দ Banca অথবা মধ্যযুগীয় ফরাসী শব্দBanque থেকে এসেছে।[4]

ইসলামী ব্যাংকিং বিকাশের ইতিহাস

A Jordan Islamic Bank branch in Amman.
Building housing the Islamic Banking & Finance Institute Malaysia (IBFIM) in downtown Kuala Lumpur.
  1. মিট গামার লোকাল সেভিংস ব্যাংক, মিশর; মুসলিম পিলগ্রিমস সেভিং কর্পোরেশন, মালয়েশিয়া।(১৯৬০)
  2. নাসের সোশাল ব্যাংক, মিশর।(১৯৭১)
  3. ১৯৭৫: ইসলামিক ডেলেভপমেন্ট ব্যাংক (আইডিবি), জেদ্দা; দুবাই ইসলামী ব্যাংক, দুবাই।(১৯৭৫)
  4. ফয়সাল ইসলামী ব্যাংক, সুদান। ১৯৭৯: বাহরাইন ইসলামী ব্যাংক, বাহরাইন।(১৯৭৭)
  5. আল বারাকা। (১৯৮২)
  6. ব্যাংক ইসলাম মালয়েশিয়া; ইসলামী ব্যাংক বাংলাদেশ; কাতার ইসলামী ব্যাংক। (১৯৮৩)
  7. দারুল মাল ইসলামিক ট্রাস্ট, জেনেভা। ১৯৮৯: এ.এন.জি গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স, ইউকে।(১৯৮৪)
  8. বাহরাইনভিত্তিক ইসলামী ব্যাংকিংয়ের বিভিন্ন মানদণ্ড (শরীয়াহ, হিসাব ও নিরীক্ষা) প্রণয়নকারী অলাভজনক প্রতিষ্ঠান ‘আওফি’ প্রতিষ্ঠা। (১৯৯১)
  9. ইসলামিক ব্যাংক অব ব্রুনেই।(১৯৯৩)
  10. ২০০৩: ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও প্রশাসনকেন্দ্রিক মানদণ্ড প্রণয়নকারী প্রতিষ্ঠান ‘ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ড (আই.এফ.এস.বি)’, মালয়েশিয়া। ২০০৬: ইসলামী অর্থনীতির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ‘ইনসেইফ’।[5]

আরও দেখুন

  • লাভ ও ক্ষতি বণ্টন
  • মুরাবাহা
  • ইসলামী অর্থসংস্থান পণ্য, সেবা ও চুক্তিসমূহ
  • শরিয়া ও নিরাপত্তা বাণিজ্য
  • ইসলামী অর্থনীতি
  • রিবা
  • মুয়ামালাত
  • ক্ষুদ্র উদ্যোগ মূলধন
  • ওআইসি'র অর্থনীতি
  • মন্ট ডি পিয়েটে
  • আরবিতে ইসলামী পরিভাষার তালিকা
  • দিহরাম
  • ক্ষুদ্রকালীন-সঞ্চয় ব্যাংকিং
  • ব্যাংকিং-এর ইতিহাস
  • জেএকে মেম্বার্স ব্যাংক
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
  • গাইডেন্স রেসিডেনশিয়াল

তথ্যসূত্র

টীকা

    উদ্ধৃতি

    বই ও সাময়িকী প্রবন্ধ

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.