আয়মোরে মোরেইরা
আয়মোরে মোরেইরা ইংরেজি: Aymoré Moreira; জন্ম: ২৪ এপ্রিল, ১৯১২ - মৃত্যু: ২৬ জুলাই, ১৯৯৮) ফুটবল খেলোয়াড় ও কোচ ছিলেন। মূলতঃ তিনি পরিচিত হয়ে আছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ ফুটবল জয়ী কোচ হিসেবে। তার নেতৃত্বেই ব্রাজিল ১৯৬২ সালে বিশ্বকাপ জয় করেছিল। রিও ডি জেনেইরো'র মিরাসেমা এলাকায় জন্মগ্রহণকারী মোরেইরা বাহিয়া'র সালভাদরে মৃত্যুবরণ করেন। জেজে মোরেইরা এবং আয়ার্তন মোরেইরা নামীয় তার দুই ভাই ছিল। তারাও ব্রাজিলীয় ফুটবলের সফলতম কোচ হিসেবে মর্যাদা পেয়েছিলেন।
![]() | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২৪ এপ্রিল ১৯১২ | ||
জন্ম স্থান | মিরাসেমা, ব্রাজিল | ||
মৃত্যু | ২৬ জুলাই ১৯৯৮ ৮৬) | (বয়স||
মৃত্যুর স্থান | সালভাদর বাহিয়া, ব্রাজিল | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
১৯৩১–১৯XX | এস্পোর্তে ক্লাব ব্রাজিল | ||
– | আমেরিকা-আরজে | ||
–১৯৩৫ | পালেস্ত্রা ইতালিয়া | ||
১৯৩৫–১৯৪৫ | বোতাফোগো | ||
জাতীয় দল | |||
১৯৩২–১৯৪০ | ব্রাজিল | ৪ | (০) |
দলসমূহ পরিচালিত | |||
১৯৪৮–১৯৪৯ | ওলারিয়া | ||
১৯৫০ | বাঙ্গো | ||
১৯৫১–১৯৫২ | পালমেইরাজ | ||
১৯৫৩ | পর্তুগুয়েজা | ||
১৯৫৩ | ব্রাজিল | ||
১৯৬১–১৯৬৩ | ব্রাজিল | ||
১৯৬২ | সাও পাউলো | ||
১৯৬৬ | সাও পাউলো | ||
১৯৬৭–১৯৬৮ | ফ্ল্যামিঙ্গো | ||
১৯৬৭–১৯৬৮ | ব্রাজিল | ||
১৯৬৮ | করিন্থিয়ান্স | ||
১৯৭০–১৯৭১ | করিন্থিয়ান্স | ||
১৯৭২–১৯৭৪ | বোয়াভিস্তা | ||
১৯৭৪–১৯৭৫ | পোর্তো | ||
১৯৭৬ | প্যানাথিনাইকোস এফসি | ||
১৯৭৭–১৯৭৮ | ক্রুজিরো | ||
১৯৭৯ | ভিতোরিয়া-বিএ | ||
১৯৮১–১৯৮২ | বাহিয়া | ||
১৯৮৩ | গ্যালিসিয়া | ||
– | ক্যাটুইন্স-বিএ | ||
– | বোটাফোগো | ||
|
খেলোয়াড়ী জীবন
মোরেইরা ফুটবল খেলায় রাইট-উইঙ্গার হিসেবে খেলা শুরু করেন। কিন্তু খুব শীঘ্রই তিনি তার মত পরিবর্তন করে গোলরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন। আমেরিকা-আরজে, পলেস্ত্রা ইতালিয়া এবং বোতাফোগো-আরজে দলে ১৯৩৬ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত খেলেছেন। এরপর তিনি ব্রাজিল জাতীয় দলে অন্তর্ভুক্ত হন।
কোচিং
খেলোয়াড়ী জীবন থেকে অবসর নিয়ে তিনি সফলতম কোচ হয়েছিলেন। ব্রাজিলের কোচ হয়ে তিনি চিলিতে অণুষ্ঠিত বিশ্বকাপে ২য় বারের মতো শিরোপা এনে দেন। প্রথম খেলায় মেক্সিকোর বিরুদ্ধে পেলে প্রথম গোল করেন। দ্বিতীয় গোল করে চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে দূরপাল্লার শট নিতে গিয়ে আঘাত পান। ফলে তাকে পরবর্তীতে প্রতিযোগিতার বাকী খেলায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হয়। মোরেইরা প্রতিযোগিতায় দলের একমাত্র পরিবর্তন হিসেবে আমারিল্দোকে মাঠে নামান। চূড়ান্ত খেলায় পুণরায় প্রতিপক্ষরূপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে গ্যারিঞ্চার সাফল্যে দল ৩-১ গোলে জয়লাভ করে।
এছাড়াও তিনি বাঙ্গো,[1] পালমেইরাজ, পর্তুগুয়েজা, বোতাফোগো-আরজে, সাও পাউলো, গ্যালিশিয়া[2] এবং পানাথিনাইকোজ দলের কোচে দায়িত্ব পালন করেছিলেন।[3]
সাফল্যগাঁথা
মোরেইরা ব্রাজিল জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে ৬১ খেলায় অংশ নেন। এতে দলটি ৩৭ খেলায় জয়, ৯ ড্র এবং ১৫ খেলায় পরাজিত হয়। বিশ্বকাপ জয়ের পাশাপাশি কানারিনহো নামে খ্যাত ব্রাজিল জাতীয় ফুটবল দলকে ১৯৬১ ও ১৯৬২ সালের 'টাকা অসওয়াল্দো ক্রুজ', ১৯৬১ ও ১৯৬৬ সালে 'টাকা বারনার্দো ও'হিগিন্স', ১৯৬৩ সালে কোপা রোকা এবং ১৯৬৭ সালে টাকা রিও ব্রাঙ্কো জয়ে সহায়তা করেন।
সম্মাননা
- ফিফা বিশ্বকাপ: ১৯৬২
- টাকা অসওয়াল্দো ক্রুজ: ১৯৬১, ১৯৬২
- টাকা বার্নারদো ও'হিগিন্স: ১৯৬১, ১৯৬৬
- কোপা রোকা: ১৯৬৩
- টাকা রিও ব্রাঙ্কো: ১৯৬৭
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১২।
- http://futpedia.globo.com/tecnicos/aymore-moreira
- http://palefip.co.uk/football/history.php
বহিঃসংযোগ
ক্রীড়া অবস্থান | ||
---|---|---|
পূর্বসূরী![]() |
ফিফা বিশ্বকাপ বিজয়ী ম্যানেজার ১৯৬২ |
উত্তরসূরী![]() |