চিকো নেত্তো
ফ্রান্সিস্কো বুনো নেত্তো (পর্তুগিজ: Francisco Bueno Netto; জন্ম: জন্ম: ৯ এপ্রিল, ১৮৯৪ - মৃত্যু: ১৮ জুন, ১৯৫৯) ব্রাজিলের মোজি-মিরিম এলাকায় জন্মগ্রহণকারী ব্রাজিল জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ। চিকো নেত্তো নামেই তিনি সর্বত্র পরিচিত ছিলেন। এছাড়াও তিনি আমপারো, আমেরিকা, আমেরিকানো, সাঁউ বেন্তো ও ফ্লুমিনিজের পক্ষ হয়ে ফুটবল খেলেছেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফ্রান্সিস্কো বুনো নেত্তো | ||
জন্ম | ৯ এপ্রিল ১৮৯৪ | ||
জন্ম স্থান | মোজি-মিরিম, ব্রাজিল | ||
মৃত্যু | ১৮ জুন ১৯৫৯ ৬৫) | (বয়স||
মৃত্যুর স্থান | মারিঙ্গা, ব্রাজিল | ||
মাঠে অবস্থান | ডিফেন্ডার | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
১৯০৮-১৯১১ | আমপারো | ||
১৯১২ | আমেরিকা | ||
১৯১৩ | আমেরিকানো | ||
১৯১৪-১৯১৫ | সাঁউ বেন্তো | ||
১৯১৫-১৯২৪ | ফ্লুমিনিজ | ||
জাতীয় দল | |||
১৯১৭ | ব্রাজিল | ৩ | (১) |
দলসমূহ পরিচালিত | |||
১৯১৭ | ব্রাজিল | ||
১৯২৩ | ব্রাজিল | ||
|
১৯১৭ সালে সংক্ষিপ্তকালের জন্য ব্রাজিল জাতীয় ফুটবল দলে খেলেন। তিনটি খেলায় অংশগ্রহণ করে একটি গোল করেন। পরবর্তীতে ১৯২৩ সালে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.