সিলভিও লাগরেকা
সিলভিও লাগরেকা (ইংরেজি: Silvio Lagreca; জন্ম: ১৪ জুন, ১৮৯৫ - মৃত্যু: ৩০ এপ্রিল, ১৯৬৬) ব্রাজিল জাতীয় ফুটবল দলের সাবেক ম্যানেজার ছিলেন। তিনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রথম ম্যানেজার হবার গৌরব অর্জন করেন। ১৯১৪ সালে রুবেন্স সেলেসকে সাথে নিয়ে এবং ১৯৪০ সালে এ দায়িত্ব পালন করেন। এছাড়াও ফুটবল খেলায় তিনি খেলোয়াড় ও রেফারীর দায়িত্ব পালন করেছেন।
খেলোয়াড়ী জীবন
কোপা আমেরিকার প্রথম সংস্করণ ১৯৬৭ সাল পর্যন্ত পরিচিত কোপা সাল-আমেরিকানায় খেলেছেন এবং সিবিএফের কোচ ছিলেন। ক্লাব পর্যায়ে সাঁও বেন্তো-এসপিতেই কেবলমাত্র খেলছেন। অনেকগুলো চ্যাম্পিয়নশীপ - ক্যাম্পিওনাতো পাউলিস্তা, টরনেইও রিও-সাও পাউলো, রোকা কাপ এবং ক্যাম্পিওনাতো সাল আমেরিকানোর সাথে জড়িয়ে আছেন।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.