আমিরাত

আমিরাত হল এক প্রকার শাসনব্যবস্থা যেখানে শাসক আমির নামে পরিচিত। কিছু মুসলিম রাষ্ট্রে আমিরাত পদ্ধতির প্রয়োগ দেখা যায়। আমির বংশানুক্রমিকভাবে নির্বাচিত হন।

উৎপত্তি

উৎপত্তিগতভাবে আমিরাত দ্বারা বোঝানো হয় আমিরের শাসনাধীন এলাকা।

রাষ্ট্রের ক্ষেত্রে ব্যবহার

সংযুক্ত আরব আমিরাতে এই ব্যবস্থা বিদ্যমান রয়েছে। রাষ্ট্র সাতটি আমিরাতের ফেডারেশন হিসেবে পরিচালিত হয়। প্রত্যেক আমিরাত উত্তরাধিকার সূত্রে নিযুক্ত আমির কর্তৃক শাসিত হয়।

প্রাদেশিক ক্ষেত্রে

আরবি ভাষায় আমিরাতকে সাধারণ অর্থে রাষ্ট্রের প্রদেশের ক্ষেত্রেও ব্যবহার করা চলে এবং তা বংশীয় শাসকের ক্ষেত্রে ব্যবহার হয়।

স্বাধীন আমিরাতসমূহ

প্রাক্তন ও একীভূত আমিরাতসমূহ

প্রাক্তন ও ব্যাপক স্বীকৃতিহীন আমিরাতসমূহের একটি তালিকা এখানে প্রদান করা হয়।

ইউরোপ

ইবেরিয়া

  • কর্ডোবা আমিরাত (৭৫৬-৯২৯) (৯২৯ সালে খিলাফত প্রতিষ্ঠিত), বর্তমান স্পেনপর্তুগাল
  • বাদাজোজ আমিরাত (১০০৯-১১৫১), বর্তমান পর্তুগাল ও পশ্চিম স্পেন
  • আলমেরিয়া আমিরাত ১০১৩-১০৯১, বর্তমান স্পেনের আলমেরিয়াকারটাজেনা,
  • জেরেজ আমিরাত ১১৪৫-১১৪৭, বর্তমান স্পেনের জেরেজ দ্য লা ফ্রন্টেরাআরকস দ্য লা ফ্রন্টেরা
  • গ্রানাডা আমিরাত ১২২৮-১৪৯২, বর্তমান স্পেনের দক্ষিণপূর্ব অংশ

ভূমধ্যাগরীয় অঞ্চল

  • ক্রিট আমিরাত, ক্রিট, বর্তমান গ্রিস, ৮২৪ বা ৮২৭/৮২৮ থেকে ৯৬১
  • বারি আমিরাত, দক্ষিণ ইটালির বারি শহর, ৮৪৭-৮৭১
  • মাল্টা আমিরাত, ৮৭০-১০৯১
  • সিসিলি আমিরাত, সিসিলি ৯৬৫-১০৭২

ককেসাস

এশিয়া

নিকট প্রাচ্য

  • মসুল আমিরাত, বর্তমান ইরাক, ৯০৫-১০৯৬, ১১২৭-১২২২, ১২৫৪-১৩৮৩, ১৭৫৮-১৯১৮
  • মেলিটিন আমিরাত, বর্তমান মধ্য তুরস্ক, মধ্য ৯ম শতাব্দী থেকে ৯৩৪
  • আমিদা আমিরাত, বর্তমান তুরস্ক ৯৮৩-১০৮৫
  • কারামান আমিরাত, দক্ষিণ-মধ্য আনাতোলিয়া ১২৫০-১৪৮৭
  • উসমানীয় সাম্রাজ্য, মধ্যপ্রাচ্য, শাসক সুলতান উপাধি গ্রহণের আগ পর্যন্ত আমিরাত হিসেবে বিবেচিত হত, ১২৯৯-১৩৮৩
  • আয়দিন আমিরাত, বর্তমান তুরস্ক, ১৪শ শতাব্দীর প্রথম থেকে ১৩৯০
  • দুলকাদির আমিরাত, বর্তমান তুরস্ক ১৩৩৭-১৫২২
  • রমজান আমিরাত, বর্তমান তুরস্ক, ১৩৫২-১৬০৮
  • তিমুরি আমিরাত, ১৫২৬-১৫৫০
  • সুরান আমিরাত, বর্তমান ইরাক, ১৮১৬-৩৫
  • আজ জুবায়ের, ইরাক, ১৯শ শতাব্দী
  • ট্রান্সজর্ডান আমিরাত, বর্তমান জর্ডান, ১৯২১-৪৬

আরব

মধ্য এশিয়া ও ভারত উপমহাদেশ

আফ্রিকা

উত্তর আফ্রিকা

নাইজেরিয়া

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.