সময় টিভি

সময় টেলিভিশন বাংলাদেশের একটি ২৪ ঘণ্টার বাংলা টেলিভিশন চ্যানেল। এর সদর দফতর ৮৯, বীর উত্তম সিআর দত্ত রোড, বাংলামোটর, ঢাকায় অবস্থিত। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে সম্প্রচারের এনওসি লাইসেন্সপ্রাপ্ত। ‘সময়ের প্রয়োজনে সময়’ স্লোগান নিয়েই সময় সংবাদের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয় ২০১০ সালের ১০ অক্টোবর। ২০১১ সালের ১৭ এপ্রিল বিকেল ৫টার সংবাদ সম্প্রচারের মধ্য দিয়ে শুরু হয় ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক এই স্যাটেলাইট চ্যানেলটির আনুষ্ঠানিক কার্যক্রম।[1][2] চ্যানেলটি বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানী লিমিটেড পরিচালিত বাংলাদেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু-১ ব্যবহার করে সম্প্রচার কার্যক্রম চালায়।[3]

সময় টেলিভিশন
মালিকানাসময় মিডিয়া লিমিটেড
স্লোগানসময়ের প্রয়োজনে সময়
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
প্রচারের স্থানজাতীয়
প্রধান কার্যালয়নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি.আর. দত্ত রোড, ঢাকা
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
আপস্টার ৭
(প্যান এশিয়া)
৪৪৪১–৩/৪
ক্যাবল
আইপিটিভি

ইতিহাস

সময় টিভি ২০০৯ সালের অক্টোবরে সম্প্রচারের জন্য সরকারী অনুমতি পায়। এটি ১০​​ই অক্টোবর ২০১০ থেকে পরীক্ষামূলকভাবে সম্প্রচায় শুরু করে এবং ১৭ এপ্রিল ২০১১ সালে বাণিজ্যিকভাবে সম্প্রচায় শুরু করে।

২০১৪ সালের ১ জানুয়ারী, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি চট্টগ্রামে সময় টিভির একটি অফিসিয়াল গাড়িতে বোমা নিক্ষেপ করে, এতে গাড়ি চালক আহত হয়।[4] নেটওয়ার্কের সাংবাদিকরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের দোষ দেন এর জন্য। ১ এপ্রিল ২০১৫ সালে, বাংলাদেশ পুলিশ সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের বাইরে থেকে সময় টিভির সম্প্রচায় সরঞ্জাম জব্দ করে। ২০১৬ সালের মে মাসে, মাদক ব্যবসায়ীরা সময় টিভি কক্সবাজার জেলার সংবাদদাতা সুজাউদ্দিন রুবেলকে মাদক পাচার সম্পর্কিত তার প্রতিবেদনের জন্য লাঞ্ছিত করে।

২০১৬ সালের সেপ্টেম্বরে, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সময় টিভির বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কাছে একটি অভিযোগ দাখিল করেন যাতে বলা হয় সময় এক আলোচনা অনুষ্ঠানে মির কাসেম আলীর যুদ্ধাপরাধের বিচার নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। পরে সময় টিভি আলোচনা অনুষ্ঠানটির একটি প্রতিলিপি আদালতে জমা দিতে বাধ্য হয়। ৩০ নভেম্বর ২০১৭ সালে, ভূমি মন্ত্রীর পুত্র শামসুর রহমান শরীফ সময় টিভির একজনসহ মোট চার সাংবাদিককে আক্রমণ করে আহত করে।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "তৃতীয় বর্ষে সময় টিভি"। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম। ১৭ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৪
  2. "সময় টিভি তৃতীয় বছরে"। মিডিয়াখবর.কম। ১৭ এপ্রিল ২০১৪। ২৯ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৪
  3. "বঙ্গবন্ধু স্যাটেলাইটে বেসরকারি টিভি চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচার উদ্বোধন"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৯
  4. "চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলা"সমকাল। ১ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.