.বাংলা

.বাংলা বাংলাদেশের দ্বিতীয় ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন (সিসিটিএলডি)। বাংলা ভাষায় ওয়েব ঠিকানা বুঝাতে এই ডোমেইন ব্যবহৃত হয়। বর্তমানে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দ্বারা এটি পরিচালিত হচ্ছে।[1]

.বাংলা
প্রস্তাবিত হয়েছে২০১১
টিএলডি ধরণকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিবাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড
প্রস্তাবের উত্থাপকডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
উদ্দেশ্যে ব্যবহার বাংলাদেশ-এর সঙ্গে যুক্ত সত্ত্বা
নথিপত্রচুক্তি
বিতর্ক নীতিমালাচুক্তিতে নীতির বিবাদের অস্তিত্ব উল্লেখ করা হয়, কিন্তু কোন বিবরণ পাওয়া যায়নি
ডিএনএস নামxn--54b7fta0cc
ওয়েবসাইটবিটিসিএল.বাংলা

পটভূমি

২০১২ সালে এই ডোমেইনটির ব্যবহারের অধিকার পেতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষে ভারত সরকার আইসিএএনএনের কাছে আবেদন করে। পরবর্তীতে আইসিএএনএন ডোমেইনটি বাংলাদেশকে ব্যবহারের অনুমতি দেয়। ব্যবহারের জন্য অনুমতি পাওয়ার পর তিন বছরে তা কার্যকর করতে না পারায় ২০১৫ সালের জুন মাসে বাংলাদেশ ডোমেইনটি ব্যবহারের অধিকার হারায়।[2] পরবর্তীতে .বাংলা ডোমেইন সক্রিয় করতে সরকার তৎপর হয়। ২০১৬ সালের জুন মাসে আইএএনএ তাদের ওয়েবসাইটে ডট বাংলা ডোমেইনটি বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে।[3]

বিশেষত্ব

বাংলা ভাষাতে ডট বাংলায় ওয়েব ঠিকানা লেখা যাবে।[4] যেমনঃ উইকিপিডিয়ার ওয়েব ঠিকানা হিসেবে উইকিপিডিয়া.বাংলা লিখা যাবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী ২০১৬ সালের ডিসেম্বরের ১৬ তারিখ থেকে এটি সাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা ছিল।[5] পরবর্তীতে, ৩১ ডিসেম্বর ২০১৬ তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে .বাংলা ডোমেইনের উদ্বোধন করেন।[6]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "IDN ccTLD Fast Track String Evaluation Completion - ICANN"। ২৪ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৩
  2. "ডট বাংলা ডোমেইন হারাল বাংলাদেশ"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৫
  3. "ডট বাংলা ডোমেইন পেল বাংলাদেশ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৬
  4. "বাংলায় লিখি ওয়েব ঠিকানা"
  5. "ডট বাংলা ডোমেইনে নিবন্ধন শুরু ১৬ ডিসেম্বর"
  6. "ডট বাংলা ডোমেইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"বাংলাদেশ সংবাদ সংস্থা। ২০১৭-০১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.