.বিডি

.bd (.বিডি) বাংলাদেশের জন্য ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত এবং ডোমেইন সাফিক্সবাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বোর্ড (বাংলাদেশ টেলিফোন এন্ড টেলিগ্রাফ বোর্ড) ".bd"-র নিবন্ধন ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। বিটিসিএল সরাসরি ".bd"-র অধীন কোন ডোমেইন নিবন্ধন করে না, ডোমেইন নামকে অবশ্যই কোন একটি সাবডোমইন হতে হবে।

.বিডি
প্রস্তাবিত হয়েছে১৯৯৯
টিএলডি ধরণকাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিবাংলাদেশ টেলিফোন এন্ড টেলিগ্রাফ বোর্ড
প্রস্তাবের উত্থাপকডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়
উদ্দেশ্যে ব্যবহার বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে সম্পর্কযুক্ত
বর্তমান ব্যবহারবাংলাদেশে ব্যবহৃত
নিবন্ধনের সীমাবদ্ধতাকিছু সাবডোমেইন (.gov.bd এবং .mil.bd) সীমিত; অন্যান্য খোলা, কিন্তু কিছু জেনেরিক নাম নিবন্ধন করা থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়
কাঠামো[নাম].[জেনেরিক ডোমেইন].bd
নথিপত্রচুক্তিপত্র
বিতর্ক নীতিমালাএকটি বিতর্ক নীতির অস্তিত্ব চুক্তিতে উল্লেখ করা, কিন্তু কোন বিবরণ পাওয়া যায়নি
ওয়েবসাইটবিটিসিএল

অধীনস্থ উপ ডোমেইন

এই মুহূর্তে বিটিসিএল যে সমস্ত উপ ডোমেইনের নিবন্ধন অনুমোদন করে তা হল:

ধরননিবন্ধন যোগ্যতার
.com.bdব্যবসায়িকসংস্থার বা ব্যক্তিদের
.edu.bdশিক্ষাপ্রতিষ্ঠানশিক্ষাপ্রতিষ্ঠানসমূহ
.ac.bdবিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়সমূহ
.net.bdনেটওয়ার্কআন্তর্জাল সংযোগ সংস্থা
.gov.bdসরকারকেবলমাত্র প্রশাসন, আইন, বিচার ও অন্যান্য সরকারি সম্পর্কিত বিষয়ে সীমাবদ্ধ
.org.bdসংস্থাসংস্থাসমূহ
.mil.bdসামরিক বাহিনীকেবলমাত্র সামরিক বাহিনী ও সামরিক বাহিনীর প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়ে সীমাবদ্ধ
.বাংলাযে কোনোব্যক্তিগত বা সংস্থা

".bd"-র অধীন কোন ডোমেইন নিবন্ধন করতে হলে বিটিসিএল বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। আবেদন ফরমের সাথে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হয়। আবেদন ফরম, ফির অঙ্ক ও অন্যান্য তথ্য বিটিসিএল এর ওয়েব সাইটে পাওয়া যায়। এই মুহূর্তে বিটিসিএল অন্য কোন পক্ষের মাধ্যমে ডোমইন নিবন্ধন করতে দেয় না।

নিবন্ধনকৃত ডোমেইনের তথ্য নিয়ে বিটিসিএল একটি হুইজ ডেটাবেস পরিচালনা করে।

আরও দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.