আরবি লিপি

আরবি লিপি (الأَبْجَدِيَّة العَرَبِيَّة আল্-আব্জাদীয়াহ্ আল্-ʻআরবীয়াহ্ বা الحُرُوف العَرَبِيَّة আল্-হুরুফ্ আল্-ʻআরবীয়াহ্) ২৮টি বর্ণ নিয়ে গঠিত একটি লিখন পদ্ধতি যা আরবিকুর্দি ভাষা লিখতে ব্যবহার করা হয়। এদের মধ্যে প্রতিটি বর্ণের একটি বিচ্ছিন্ন রূপ, আদ্য রূপ, মধ্য রূপ ও অন্ত্য রূপ হয়। আরবি লিপি ডান থেকে বাম দিকে লেখা হয়। আরবি লিপি কখনো কখনো সোমালিমালাগাসি ভাষাও লিখতে ব্যবহার করা হয়।

আরবি লিপি
ধরন
ভাষাসমূহপ্রাধানত আরবি ভাষা, আরো ভিন্ন ভাষা আরবি লিপির একটি পরিমার্জিত সংস্করণ ব্যবহার করে।
সময় কাল
৪০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত
উদ্ভবের পদ্ধতি
মিশরীয় চিত্রলিপি
  • প্রত্ন-কানানীয় লিপি
    • ফিনিসীয় লিপি
      • আরামীয় লিপি
        • সিরীয় লিপি
          • নাবাতীয় লিপি
            • আরবি লিপি
সহোদ পদ্ধতি
  • হিব্রু
  • নাবাতায়ীয়
  • সিরীয়
  • পালমিরেনীয়
  • মানদায়ীয়
  • ব্রাহ্মী
  • পাহলভী লিপি
  • সোগদীয়
দিকডানদিক থেকে বামদিকে
আইএসও ১৫৯২৪Arab, 160
ইউনিকোড উপনাম
আরবি
ইউনিকোড পরিসীমা
U+0600 to U+06FF

U+0750 to U+077F
U+08A0 to U+08FF
U+FB50 to U+FDFF
U+FE70 to U+FEFF

U+1EE00 to U+1EEFF

আরবি লিপির একটি পরিমার্জিত সংস্করণ, যা "ফার্সি লিপি" হিসাবে পরিচিত হয়, তা ফার্সি, উর্দু, পশতু, কিরগিজ, উইগুর, বেলুচি, কাশ্মীরি, পাঞ্জাবী, সিন্ধিডোগরি ভাষা লিখতে ব্যবহার করা হয়।

ইতিহাস

আরবি লিপির ভৌগোলিক বিস্তার
আরবি লিপির ভৌগোলিক বিস্তার
   যেসব দেশে আরবি লিপি একমাত্র সরকারি লিপি
   যেসব দেশে অন্যান্য লিপির পাশাপাশি আরবি লিপির প্রচলন আছে

আরবি লিপির উৎপত্তি আরামীয় লিপি থেকে। আরামীয় লিপি খ্রিস্টীয় ৪র্থ শতক থেকেই প্রচলিত ছিল। কিন্তু এতে ব্যঞ্জনবর্ণের সংখ্যা আরবি ভাষার তুলনায় ছিল কম। তাই একই আরামীয় বর্ণ আরবি ভাষার একাধিক বর্ণ নির্দেশে ব্যবহার করা হত। এই দ্ব্যর্থতা দূর করার জন্য ৭ম শতক থেকে বর্ণগুলির নিচে বা উপরে বিভিন্ন অতিরিক্ত চিহ্ন ব্যবহার করা শুরু হয়। এই চিহ্নগুলিই আরবিকে স্বতন্ত্র লিপি হিসেবে অন্যান্য লিপি থেকে পৃথক করেছে। এছাড়া পবিত্র কুরআনের বিশুদ্ধ পঠন নিশ্চিত করার জন্য আরও কিছু চিহ্ন আরবি লিপিতে অন্তর্ভুক্ত করা হয়, যাদের মধ্যে হ্রস্ব স্বরধ্বনিব্যঞ্জনদ্বিত্ব নির্দেশকারী চিহ্নগুলি অন্যতম।

ইসলামের প্রথম শতকে সংঘটিত এই সংস্কারগুলির পর আরবি লিপির যৎসামান্য সংস্কার হয়েছে। তাই চিরায়ত আরবি লিপি এবং আধুনিক আরবি লিপির মধ্যে তেমন কোনও পার্থক্য নেই। সুবিশাল আরব বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের মুখের আরবি ভাষায় বিস্তর ফারাক থাকলেও সর্বত্রই একই আরবি লিপি ব্যবহৃত হয়। হস্তলিপিশিল্প আরবি লিপিতে যেভাবে প্রযুক্ত হয়েছে, অন্যান্য ভাষার লিপিতে এমনটি দেখা যায় না। লিপির সৌষ্ঠব ও কারুকাজ সামগ্রিক আরবি শিল্পকলার অঙ্গাঙ্গীভূত একটি বিষয়।

আরবি লিপির বর্ণ তালিকা

২৯টি আরবি বর্ণ এবং তা‌দের বাংলা উচ্চারণ :

غظضذخثتشرقصفع سنملكيطحزوهدجبا
গাইন (গ্)জোয়া (য্/জ্/জ্ব)দোয়াদ (দ্/দ্ব)যাল (য্)খা' (খ্)সা' (স্/ছ্)তা' (ত্)শিন/শীন (শ্)রা' (র্)কফ (ক্/ক্ব/ক)ছোয়াদ/সোয়াদ (ছ্,স্)ফা' (ফ্)‘আইন (‘আ, ‘ই, ‘উ) সিন/সীন (স্)নুন (ন্)মিম (ম্)লাম (ল্)কাফ (ক্)ইয়া (ইয়্)তোয়া (ত্/ত্ব/ত)হা' (হ্)যা' (য্)ওয়াও (ওয়্)হা' (হ্)দাল/দ্বাল (দ্/দ্ব্)জিম/জ্বিম (জ্/জ্ব্)বা' (ব্)আলিফ (আ, ই, উ)
২৮২৭২৬২৫২৪২৩২২২১২০১৯১৮১৭১৬১৫১৪১৩১২১১১০

বিবরণ

"আল্লাহ"

আরবি লিপি ডান থেকে বাম দিকে লেখা হয়। এবং লিপিটি পেঁচিয়ে এক বর্ণ আরেক বর্ণের সাথে সংযুক্ত করে লিখতে হয়। তবে ⟨و ز ر ذ د ا⟩ - এই ছয়টি বর্ণ এককভাবে বসে। ফলে এই বর্ণবিশিষ্ট শব্দের ক্ষেত্রে ফাঁক দেখা যায়। এই ছয়টি বর্ণ ছাড়া বাকী সমস্ত বর্ণ চার রকমের রূপ ধারণ করতে পারে: আদ্য, মধ্য, অন্ত্য এবং বিচ্ছিন্ন। এই রূপগুলিতে অনেক সময় বর্ণটির মূল রূপের অনেক বৈশিষ্ট্য বাদ যায়। এছাড়া অনেক সময় একাধিক লিপির সমন্বয়ে যুক্তলিপি ব্যবহার করা হয়।

বর্ণ

বর্ণের আধার বর্ণের নাম
বাংলায়
আরবি
নাম
বর্ণের বাংলা
মান
আ-ধ্ব-ব রূপ বিচ্ছিন্ন
রূপ
আসলঅভিধানে অন্ত্য মধ্য আদ্য
 
আলিফ্ ألف আ /    ভিন্ন;
// -সহ[১]
ـا ا
বা' باء /b/[২] ـب ـبـ بـ ب
২২ তা' تاء ত় /t/ ـت ـتـ تـ ت
২৩ থা’ ثاء /θ/ ـث ـثـ ثـ ث
জিম্ جيم (বা ) /d͡ʒ/[৩][২] ـج ـجـ جـ ج
হা’ حاء হ্ব /ħ/ ـح ـحـ حـ ح
২৪ খা’ خاء খ় /x/ ـخ ـخـ خـ خ
দাল্ دال /d/ ـد د
২৫ ধাল্ ذال /ð/ ـذ ذ
২০ ১০ রা’ راء /r/ ـر ر
১১ যায়্, زاي /z/ ـز ز
১৫ ১২ সিন্ سين /s/ ـس ـسـ سـ س
২১ ১৩ শিন্ شين /ʃ/ ـش ـشـ شـ ش
১৮ ১৪ সাদ্ صاد স় // ـص ـصـ صـ ص
২৬ ১৫ দাদ্ ضاد দ় // ـض ـضـ ضـ ض
১৬ তা’ طاء // ـط ـطـ طـ ط
২৭ ১৭ য্বা’ ظاء য্ব /ðˤ/ ـظ ـظـ ظـ ظ
১৬ ১৮ ‘আইন্ عين    /ʕ/ ـع ـعـ عـ ع
২৮ ১৯ ঘাইন্ غين /ɣ/[২] ـغ ـغـ غـ غ
১৭ ২০ ফা’ فاء /f/[২] ـف ـفـ فـ ف
১৯ ২১ ক়াফ্ قاف ক় /q/[২] ـق ـقـ قـ ق
১১ ২২ কাফ্ كاف /k/[২] ـك ـكـ كـ ك
১২ ২৩ লাম্ لام /l/ ـل ـلـ لـ ل
১৩ ২৪ মিম্ ميم /m/ ـم ـمـ مـ م
১৪ ২৫ নুন্ نون /n/ ـن ـنـ نـ ن
২৬ হা’ هاء /h/ ـه ـهـ هـ ه
২৭ ৱাৱ্ (ওয়াও) واو ৱ / উ /w/, //[২] ـو و
১০ ২৮ য়া’ ياء য় / ই /j/, //[২] ـي ـيـ يـ ي

টীকা

  • ^১ আলিফ্ -এর ভিন্ন উচ্চারণ সম্ভব:
বিবরণরূপউচ্চারণ
কোনো অতিরিক্ত চিহ্ন ছাড়া ا
  • আদ্যে: বা   /a, i/
  • মধ্যে বা অন্ত্যে:   /aː/
হামযাহ্ (همزة‎‎) -সহ - বর্ণের উপরে أ
  • আদ্যে: ʾআ, ʾউ   /ʔa, ʔu/
  • মধ্যে বা অন্ত্যে: আʾ   /ʔa/
হামযাহ্ (همزة‎‎) -সহ - বর্ণের নিছে إ
  • আদ্যে: ʾই   /ʔi/
  • মধ্যে বা অন্ত্যে বসে না
মাদ্দাহ্ (مَدَّة) -সহ آ ʾআ   /ʔaː/
ৱাস়্​লাহ্ (وَصْلَة) - সহ ٱ ʾই   /ʔi/
  • ^২ك⟩ ,⟨ق⟩ ,⟨غ⟩ ,⟨ج⟩ - এই বর্ণগুলি কখনো কখনো "গ" /ɡ/ বুঝাতে ব্যবহার হয় বিদেশি শব্দে। ⟨ب⟩ - এই বর্ণটি কখনো কখনো "প" /p/ এবং ⟨ف⟩ - এই বর্ণটি কখনো কখনো "ৱ" /v/ বুঝাতে ব্যবহার হয়। তেমনই ⟨و⟩ ও ⟨ي⟩ - এই দুইটি বর্ণ কখনো কখনো "ও" // ও "এ" // বিদেশি শব্দে বুঝাতে ব্যবহার হয়।
  • ^৩ ج -র উচ্চারণ আরব উপদ্বীপে "জ" /d͡ʒ/ হয়, তবে মিশর, ইয়েমেনওমানে "গ" /ɡ/ হয়।

শাদ্দাহ

শাদ্দাহ্ (شَدّة‎‎) যেকোনো আরবি বর্ণের উপরে বসালে তার উচ্চারণ দ্বিগুণ হয়।

চিহ্ন নাম উচ্চারণ
ّ ّ শাদ্দাহ্ (شَدّة‎‎) (ব্যঞ্জনধ্বনি দ্বিগুণ করে)

স্বর

আরবি লিপিতে ২৮টি বর্ণ আছে এবং এগুলির সবগুলিই ব্যঞ্জন নির্দেশ করে, যদিও আলিফ, ওয়াও ও য়া বর্ণ তিনটি দীর্ঘ স্বরধ্বনি নির্দেশেও ব্যবহৃত হয়। হ্রস্ব স্বরধ্বনি ও ব্যঞ্জনদ্বিত্ব নির্দেশের জন্য আরবি (এবং অন্যান্য সেমিটীয় ভাষার লিপি যেমন হিব্রু ও আরামীয় লিপিতে) ব্যঞ্জনের উপরে ও নিচে বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়। তবে এই চিহ্নগুলি কেবল কুরআন ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ এবং ভাষাবৈজ্ঞানিকসাহিত্য গ্রন্থেই বেশি ব্যবহার করা হয়, যেখানে উচ্চারণ ভুলের পরিমাণ এড়ানো জরুরি।

দৈনন্দিন সংবাদপত্র, সাধারণ বই, নথিপত্রে এই চিহ্নগুলি ব্যবহৃত হয় না বললেই চলে। ফলে স্বরচিহ্নবিহীন শব্দগুলিতে কী স্বরচিহ্ন বসবে, এ নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝির অবকাশ থেকে যায়। তাই সাধারণ আরবির পাঠকের অনেক আরবি অভিধানিক শব্দ জানা থাকতে হয়।

চিহ্ন নাম বাংলায় আরবি নাম বাংলা মান আ-ধ্ব-ব
َ ফাৎহ্বাহ্ فتحة /a/
ُ দ়াম্মাহ্‌ ضمة /u/
ِ কাস্​রাহ্ كسرة /i/
ْ সুকুন্ سُكُون "্" (হসন্ত)
ٰ আলিফ্ খ়ান্​জারীয়াহ্ أَلِف خَنْجَرِيَّة /aː/

সংখ্যা

বাংলা সংখ্যা
(বাংলাঅসমীয়ায় ব্যবহৃত)
আরবি সংখ্যা
(বিশ্বের ভিন্ন ভাষায় ব্যবহৃত)
পূর্ব আরবি সংখ্যা
(আরবিতে ব্যবহৃত)
পরিবর্তিত পূর্ব আরবি সংখ্যা
(ফার্সিউর্দুতে ব্যবহৃত)
0 ٠ ۰۰
1 ١ ۱۱
2 ٢ ۲۲
3 ٣ ۳۳
4 ٤ ۴
5 ٥ ۵۵
6 ٦ ۶
7 ٧ ۷
8 ٨ ۸۸
9 ٩ ۹۹
১০ 10 ١٠ ۱۰۱۰

বর্ণের সাংখ্যিক মান

আরবি বর্ণ সংখ্যা বোঝাতেও ব্যবহৃত হয়।

বর্ণআরবি সংখ্যাবাংলা সংখ্যা
ا1
ب2
ج3
د4
ه5
و6
ز7
ح8
ط9
   
বর্ণআরবি সংখ্যাবাংলা সংখ্যা
ى10১০
ك20২০
ل30৩০
م40৪০
ن50৫০
س60৬০
ع70৭০
ف80৮০
ص90৯০
   
বর্ণআরবি সংখ্যাবাংলা সংখ্যা
ق100১০০
ر200২০০
ش300৩০০
ت400৪০০
ث500৫০০
خ600৬০০
ذ700৭০০
ض800৮০০
ظ900৯০০
غ1000১০০০

উইনিকোড

আরবি[1][2][3]
আরবি ইউনিকোড তালিকা (PDF)
 0123456789ABCDEF
U+060x  ؀   ؁   ؂   ؃   ؄   ؅  ؆ ؇ ؈ ؉ ؊ ؋ ، ؍ ؎ ؏
U+061x ؐ ؑ ؒ ؓ ؔ ؕ ؖ ؗ ؘ ؙ ؚ ؛ ALM ؞ ؟
U+062x ؠ ء آ أ ؤ إ ئ ا ب ة ت ث ج ح خ د
U+063x ذ ر ز س ش ص ض ط ظ ع غ ػ ؼ ؽ ؾ ؿ
U+064x ـ ف ق ك ل م ن ه و ى ي ً ٌ ٍ َ ُ
U+065x ِ ّ ْ ٓ ٔ ٕ ٖ ٗ ٘ ٙ ٚ ٛ ٜ ٝ ٞ ٟ
U+066x ٠ ١ ٢ ٣ ٤ ٥ ٦ ٧ ٨ ٩ ٪ ٫ ٬ ٭ ٮ ٯ
U+067x ٰ ٱ ٲ ٳ ٴ ٵ ٶ ٷ ٸ ٹ ٺ ٻ ټ ٽ پ ٿ
U+068x ڀ ځ ڂ ڃ ڄ څ چ ڇ ڈ ډ ڊ ڋ ڌ ڍ ڎ ڏ
U+069x ڐ ڑ ڒ ړ ڔ ڕ ږ ڗ ژ ڙ ښ ڛ ڜ ڝ ڞ ڟ
U+06Ax ڠ ڡ ڢ ڣ ڤ ڥ ڦ ڧ ڨ ک ڪ ګ ڬ ڭ ڮ گ
U+06Bx ڰ ڱ ڲ ڳ ڴ ڵ ڶ ڷ ڸ ڹ ں ڻ ڼ ڽ ھ ڿ
U+06Cx ۀ ہ ۂ ۃ ۄ ۅ ۆ ۇ ۈ ۉ ۊ ۋ ی ۍ ێ ۏ
U+06Dx ې ۑ ے ۓ ۔ ە ۖ ۗ ۘ ۙ ۚ ۛ ۜ  ۝  ۞ ۟
U+06Ex ۠ ۡ ۢ ۣ ۤ ۥ ۦ ۧ ۨ ۩ ۪ ۫ ۬ ۭ ۮ ۯ
U+06Fx ۰ ۱ ۲ ۳ ۴ ۵ ۶ ۷ ۸ ۹ ۺ ۻ ۼ ۽ ۾ ۿ
টীকা
1.^ ইউনিকোড সংস্করণ ৮.০ অনুসারে
2.^ ধূসর এলাকা অনির্ধারিত জায়গা ইঙ্গিত করে।
3.^ ইউনিকোড পয়েন্ট U+0673 ইউনিকোড সংস্করণ ৬.০ অনুসারে দেখানো হয়েছে
Arabic Supplement[1]
Official Unicode Consortium code chart (PDF)
 0123456789ABCDEF
U+075x ݐ ݑ ݒ ݓ ݔ ݕ ݖ ݗ ݘ ݙ ݚ ݛ ݜ ݝ ݞ ݟ
U+076x ݠ ݡ ݢ ݣ ݤ ݥ ݦ ݧ ݨ ݩ ݪ ݫ ݬ ݭ ݮ ݯ
U+077x ݰ ݱ ݲ ݳ ݴ ݵ ݶ ݷ ݸ ݹ ݺ ݻ ݼ ݽ ݾ ݿ
টীকা
1.^ ইউনিকোড সংস্করণ ৮.০ অনুসারে
Arabic Extended-A[1][2]
Official Unicode Consortium code chart (PDF)
 0123456789ABCDEF
U+08Ax
U+08Bx
U+08Cx
U+08Dx
U+08Ex   
U+08Fx
টীকা
1.^ ইউনিকোড সংস্করণ ৮.০ অনুসারে
2.^ ধূসর এলাকা অনির্ধারিত জায়গা ইঙ্গিত করে।

কীবোর্ড

আরবি কীবোর্ড


আরো দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.