.সিএ

.সিএ কানাডার কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। কানাডিয়ান ইন্টারনেট নিবন্ধন কর্তৃপক্ষ (সিআইআরএ) এটি নিয়ন্ত্রন করে থাকে।

.সিএ
প্রস্তাবিত হয়েছে১৯৮৭
টিএলডি ধরণকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিকানাডিয়ান ইন্টারনেট নিবন্ধন কর্তৃপক্ষ
প্রস্তাবের উত্থাপককানাডা সরকার
উদ্দেশ্যে ব্যবহারঅস্তিত্বের সাথে সম্পর্কিত
 কানাডা
বর্তমান ব্যবহারFairly popular in Canada, where .ca is advantageous when selling to a Canadian audience in Canadian dollars. Often, .com domains remain preferred in manufacturing and export trade.
নিবন্ধকৃত ডোমেইনসমূহ১.৭ মিলিয়ন এর বেশি (আগস্ট, ২০১১)[1]
নিবন্ধনের সীমাবদ্ধতানিবন্ধনের জন্য অবশ্যই কানাডায় উপস্থিত হতে হবে।
কাঠামোপ্রাদেশিক নিবন্ধিত কম্পানিই শুধুমাত্র প্রাদেশিক কোড ব্যবহার করে তৃতীয় স্তরে নিবন্ধনের সুযোগ পায়, কিন্তু বর্তমানে যে কেউ দ্বিতীয় স্তরে নিবন্ধন করতে পারে।
নথিপত্রঅফিসিয়াল সিআইআরএ নথি
বিতর্ক নীতিমালাCIRA Domain Name Dispute Resolution Policy (CDRP)
ওয়েবসাইটCIRA
DNSSECZone signed, no DNSSEC at registrars yet[2]

নিবন্ধন সরাসরি .সিএ এর অওতায় করা যায়। তৃতীয় স্তরের প্রাদেশিক নামের সাথে মিল রেখে নিবন্ধন করা যেত কিন্তু ১২ অক্টোবর, ২০১০ সালে এটি বন্ধ করে দেওয়া হয়।[3] কিন্তু পূর্বের নিবন্ধিত তৃতীয় স্তরের ডোমেইন নাম এখনো সক্রিয়।

প্রয়োজনীয় নীতিমালা

.সিএ ডোমেইন নাম নিবন্ধনের অবেদনের জন্য অবশ্যই কানাডায় অবস্থান করতে হবে।[4] ডোমেইন নাম নিবন্ধনের জন্য বিভিন্ন ক্ষত্রে অবশ্যই নিম্নোক্ত শর্ত পূর্ণ করতে হবে:

  • পূর্ণ বয়স্ক কানাডার নাগরিক হতে হবে।
  • কানাডায় একটি স্থায়ী বাসস্থান থাকতে হবে।
  • আইনত পরিচিত সংস্থা থাকতে হবে।
  • ভারতীয় ব্যান্ডের জন্য কানাডায় ভারতীয় নীতিমালা মানা হবে।
  • কানাডার বিদেশী নাগরিকদের নিবন্ধিত ট্রেডমার্ক থাকতে হবে।
  • সরকারি বিভাগ

তথ্যসূত্র

  1. "Canadian Internet Registration Authority"। ২০১০-০৫-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৫-২৮
  2. "Guest post (Jacques Latour): DNSSEC update"Canadian Internet Registration Authority। ২০১৩-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০২-০৩
  3. ".CA FAQ — October 12, 2010"। Canadian Internet Registration Authority। ১২ অক্টোবর ২০১০। ২০১০-০৯-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১০-২০
  4. "Canadian Presence Requirements for Registrants" (PDF)। Canadian Internet Registration Authority। সংগ্রহের তারিখ ২০১০-১০-২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.