হাই হোপ্স (পিংক ফ্লয়েডের গান)
"হাই হোপ্স" (ইংরেজি: High Hopes) পিংক ফ্লয়েড ১৯৯৪ সালের দ্য ডিভিশন বেল অ্যালবামের একাদশ এবং সর্বশেষ গান। ডেভিড গিলমোর সুরারোপিত গানটি রচনা করেছেন ডেভিড গিলমোর এবং পলি স্যামসন। গিলমোরের আত্মজীবনীগত দৃষ্টিভঙ্গি থেকে লিখিত, গানে জীবনে প্রাপ্তি ও হারানোর কথা বলে।
"হাই হোপ্স" | ||||
---|---|---|---|---|
![]() | ||||
দ্য ডিভিশন বেল অ্যালবাম থেকে | ||||
পিংক ফ্লয়েড কর্তৃক একক | ||||
ভাষা | ইংরেজি | |||
এ-সাইড |
| |||
বি-সাইড | ||||
মুক্তিপ্রাপ্ত | ১৭ অক্টাোবর ১৯৯৪ | |||
বিন্যাস | ৭", ১২", সিডি, সিডি (ম্যাক্সি) | |||
রেকর্ডকৃত | জানুয়ারি—ডিসেম্বর ১৯৯৩ এস্টোরিয়া (লন্যন, ইংল্যান্ড) ১৭ আগস্ট ১৯৯৪, নাইডেরশাকসেনস্টেডিয়ন, হানোফার, জার্মানি | |||
ধারা | প্রগ্রেসিভ রক | |||
লেবেল | ইএমআই (ইউকে) কলাম্বিয়া (ইউএস) | |||
গান লেখক | ডেভিড গিলমোর (সঙ্গীত ও কথা), পলি স্যামসন (কথা) | |||
প্রযোজক | বব এজরিন ও ডেভিড গিলমোর | |||
পিংক ফ্লয়েড কালক্রম কালক্রম | ||||
|
গানটির একটি অফিসয়িাল মিউজিক ভিডিও রয়েছে যা পরিচালনা করেছেন স্টর্ম থরগ্রেসন।
গানের তালিকা
- সিডি একক
- "হাই হোপ্স" — ৭:৫৭
- "ম্যারুনড" — ৫:৩১
- সিডি ম্যাক্সি
- "হাই হোপ্স" (বেতার সম্পাদনা) — ৫:১৬
- "কিপ টকিং" (বেতার সম্পাদনা) — ৪:৫৫
- "ওয়ান অব দিস ডেস" (লাইভ) — ৬:৫৭
কর্মীগণ
- ডেভিড গিলমোর - লিড ও ব্যকিং ভোকাল, ক্লাসিক্যাল, ব্যাস, এবং ল্যাপ স্টিল গিটার
- রিচার্ড রাইট - Kurzweil সিন্থেজাইজার
- নিক মেসন - ড্রাম কিট, চার্চ বেল, তাম্বুরা
সাথে:
- জন ক্যারিন - পিয়ানো
- মাইকেল কামেন - অর্কেস্ট্রারচনা
- এডওয়ার্ড শিয়াম্যুর - অর্কেস্ট্রারচনা
কভার সংস্করণ
- গানটি সার্ক 'এন দ্য স্মোক কর্তৃক ২০০৩ সালে সপ্রশংস স্বীকৃতি এ ফেয়ার ফরগেরি অব পিংক ফ্লয়েড অ্যালবামে কভার করা হয়েছিল।
- গানটি নাইটউইশ কর্তৃক কভার করা হয়েছিল, যারা দুটি আলাদা লাইভ সংস্করণ প্রকাশ করেছিলো; একটি সংকলন অ্যালবাম হাইয়েস্ট হোপস্: দ্য বেস্ট অব নাইটউইশ এবং অন্যটি ইন্ড অব এন ইরা ডিভিডি সংস্করণ।
- গানটি গ্রেগরিয়ান কর্তৃক তাদের মাস্টারস্ অব ট্যান্ট আইভি অ্যালবামে কভার করা হয়েছে।
- গানটি জার্মান সঙ্গীতদল সিলভ্যান কর্তৃক ২০০০ সালে সাইনস্ অব লাইফ – অ্যা ট্রিবিউট টু পিঙ্ক ফ্লয়েড অ্যালবামে কভার করা হয়েছে।
- গানটি ফরাসি পাওয়ার মেটাল সঙ্গীতদল ক্যারেলিয়া কর্তৃক ২০০৫ সালে রাইস অ্যালবামে কভার করা হয়েছে।
- গানটি জার্মান মেটালকোর সঙ্গীতদল ক্যালিবান কর্তৃক ২০১২ সালে আই এম নেমেসিস ডিল্যাক্স সংস্করণে কভার করা হয়েছে।
- গনটি বসনীয় সঙ্গীতদল অ্যাসস্থেটিক এমপ্যাথি কর্তৃক ২০১১ সালে কভার করা হয়েছে।
চার্ট
তথ্যসূত্র
- "High Hopes" (CD single notes)। Pink Floyd। EMI। ১৯৯৪। 881777 2 – Discogs-এর মাধ্যমে।
- "High Hopes" / "Keep Talking" (CD single notes)। Pink Floyd। EMI। ১৯৯৪। CDEMS 342 – Discogs-এর মাধ্যমে।
- "High Hopes", French Singles Chart Lescharts.com (Retrieved January 22, 2008)
- "High Hopes", UK Singles Chart Chartstats.com (Retrieved January 30, 2009)
- Billboard Allmusic.com (Retrieved January 30, 2009)
- Library and Archives Canada: Top Singles – Volume 60, No. 13, October 17, 1994, অক্টোবর ১৭, ১৯৯৪, সংগ্রহের তারিখ জুলাই ১২, ২০১৪
- 1994 French Singles Chart Disqueenfrance.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ আগস্ট ২০১১ তারিখে (Retrieved January 30, 2009)
বহিঃসংযোগ
- এই গানের সম্পূর্ণ লিরিক — মেট্রোলিরিক্স
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.