আরনল্ড লেইন
"আরনল্ড লেইন" ইংরেজ সঙ্গীতজ্ঞ সিড ব্যারেট রচিত ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের একটি দ্বৈত একক গান যেটি ১০ মার্চ ১৯৬৭ সালে প্রকাশিত হয়েছিল।[3]
"আরনল্ড লেইন" | ||||
---|---|---|---|---|
![]() | ||||
দ্য পিংক ফ্লয়েড কর্তৃক একক | ||||
বি-সাইড | "ক্যান্ডি অ্যান্ড অ্যা কারেন্ট বান" | |||
মুক্তিপ্রাপ্ত | ১০ মার্চ ১৯৬৭ | |||
বিন্যাস | ৭-ইঞ্চি একক গান | |||
রেকর্ডকৃত | ২৯ জানুয়ারি ১৯৬৭ – ২৭ ফেব্রুয়ারি ১৯৬৭ | |||
স্টুডিও | সাউন্ড টেকনিক্স এবং ইএমআই স্টুডিওস, লন্ডন | |||
ধারা |
| |||
দৈর্ঘ্য | ২:৫৭ | |||
লেবেল | ইএমআই কলাম্বিয়া | |||
গান লেখক | সিড ব্যারেট | |||
প্রযোজক | জো বয়েড | |||
দ্য পিংক ফ্লয়েড কালক্রম কালক্রম | ||||
|
ট্র্যাকের তালিকা
সমস্ত ট্র্যাক সিড ব্যারেট কর্তৃক রচিত, শুধুমাত্র ইন্টারস্টেলার ওভারড্রাইভ ব্যতীত, যেটি যৌথভাবে রচনা করেছেন সিড ব্যারেট, রজার ওয়াটার্স, রিচার্ড রাইট. এবং নিক মেইসন।
- ১৯৬৭ একক গান
- "আরনল্ড লেইন" – ২:৫৭[4]
- "ক্যান্ডি অ্যান্ড অ্যা কারেন্ট বান" – ২:৩৮
- ১৯৬৭ ফরাসি ইপি
- "আরনল্ড লেইন" - ২:৫৪
- "ক্যান্ডি অ্যান্ড অ্যা কারেন্ট বান" - ২:৪৫
- "ইন্টারস্টেলার ওভারড্রাইভ" (সম্পাদিত) - ৫:০০
কর্মিবৃন্দ
- সিড ব্যারেট – ইলাক্ট্রিক গিটার, অ্যাাকোস্টিক গিটার, মূল কণ্ঠ
- রিচার্ড রাইট – ফারফিসা অর্গান, নেপথ্য কণ্ঠ
- রজার ওয়াটার্স – বেস গিটার
- নিক মেইসন – ড্রাম
তথ্যসূত্র
- "30 Wild David Bowie Duets and Collaborations > David Gilmour, "Arnold Layne" (2006)"। Rolling Stone। ১১ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৬।
- Alan Di Perna; Jeff Kitts; Brad Tolinski (২০০২)। Guitar World Presents Pink Floyd। Hal Leonard Corporation। পৃষ্ঠা 6। আইএসবিএন 978-0-634-03286-8।
- Hugh Fielder (২ অক্টোবর ২০১৩)। Pink Floyd: Behind the Wall। MBI Publishing Company। পৃষ্ঠা 26। আইএসবিএন 978-1-937994-25-9।
- Unterberger, Richie. অলমিউজিকে আরনল্ড লেইন। সংগৃহীত 27 August 2016।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.