অ্যা মৌমানট্রি ল্যাপ্‌স অব রিজন সফর

অ্যা মৌমানট্রি ল্যাপ্‌স অব রিজন সফর ছিল ১৯৮৭ থেকে ১৯৮৯ সাল ব্যাপী ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েড কর্তৃক তাদের অ্যা মৌমানট্রি ল্যাপ্‌স অব রিজন অ্যালবামের সমর্থনে পরিবেশিত কনসার্ট সফর। ১৯৮১ সালে দ্য ওয়াল সফরের পরে এটি ছিলো ব্যান্ডের প্রথম সফর এবং ব্যান্ডের মূল বেসবাদক রজার ওয়াটার্সকে ছাড়াও এটি ছিল প্রথম সফর। ১৯৯০ সালে নেবওয়ার্থ পার্কে পরিবেশনের সময় ব্যান্ডটি এই সফরের সেট-তালিকা এবং মঞ্চ শোয়ের পুনরাবৃত্তি করেছিল।

অ্যা মৌমানট্রি ল্যাপ্‌স অব রিজন সফর
পিংক ফ্লয়েড কর্তৃক সফর
স্থানআমেরিকা, ইউরোপ, ওশেনিয়া, এশিয়া
অনুষঙ্গী অ্যালবামঅ্যা মৌমানট্রি ল্যাপ্‌স অব রিজন সফর
শুরুর তারিখ সেপ্টেম্বর ১৯৮৭ (1987-09-09)
শেষের তারিখ১৮ জুলাই ১৯৮৯ (1989-07-18) -->
লেগ
প্রদর্শনের সংখ্যা১৯৮
বক্স অফিসইউএস$১৩৫ মিলিয়ন[1][2]
পিংক ফ্লয়েড কনসার্টের কালপঞ্জি

আরো দেখুন

তথ্যসূত্র

  1. Gilmore, Mikal (২০০৮)। Stories Done: Writings on the 1960s and Its DiscontentsSimon & Schuster। পৃষ্ঠা 330। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১১
  2. Schinder, Scott; Schwartz, Andy (২০০৮)। Icons of RockGreenwood Publishing Group। পৃষ্ঠা 452। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.