মানি (পিংক ফ্লয়েডের গান)
"মানি" ব্রিটিশ প্রোগ্রেসিভ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের ১৯৭৩ সালের অ্যালবাম দ্য ডার্ক সাইড অব দ্য মুন থেকে একটি গান। রজার ওয়াটার্স রচিত গানটি এলপি রেকর্ডের দ্বিতীয় পাশের প্রথম গান।
"মানি" | ||||
---|---|---|---|---|
![]() ফ্রান্স একক মুক্তির প্রচ্ছদ | ||||
দ্য ডার্ক সাইড অব দ্য মুন অ্যালবাম থেকে | ||||
পিংক ফ্লয়েড কর্তৃক একক | ||||
বি-সাইড | "এনি কালার ইউ লাইক" | |||
মুক্তিপ্রাপ্ত | ৭ মে ১৯৭৩ (ইউএস) | |||
বিন্যাস | ৭-ইঞ্চি একক গান | |||
রেকর্ডকৃত | ৭ জুন ১৯৪২ – ৯ জানুয়ারি ১৯৭৩ | |||
স্টুডিও | অ্যাবি রোড, লন্ডন | |||
ধারা | ||||
দৈর্ঘ্য |
| |||
লেবেল | হার্ভেস্ট | |||
গান লেখক | রজার ওয়াটার্স | |||
প্রযোজক | পিংক ফ্লয়েড | |||
পিংক ফ্লয়েড ইউএস এককসমূহ singles কালক্রম | ||||
| ||||
অডিও নমুনা | ||||
|
একক গান হিসাবে মুক্তিপ্রাপ্ত, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যান্ডটির প্রথম হিট হয়ে ওঠে, ক্যাশ বক্স ম্যাগাজিনে ১০ নম্বর এবং বিলবোর্ড হট ১০০ তালিকায় ১৩ নম্বরে অবস্থান নেয়। "মানি" সাধারণত উল্লেখযোগ্য এর অস্বাভাবিক ৭
৪–৪
৪ সময় স্বাক্ষরের, এবং অর্থ সম্পর্কিত সাউন্ড এফেক্ট টেপ লুপ (যেমন নগদ নিবন্ধক বা ক্যাশ রেজিস্ট্রারের রিং এবং পয়সার ঝঙ্কার)-এর কারণে, যা পর্যায়ক্রমে গান জুড়ে একাধিকবার শোনা যায়।
তথ্যসূত্র
- Bill Wyman। "All 165 Pink Floyd Songs, Ranked From Worst to Best"। Vulture। সংগ্রহের তারিখ জুলাই ৩১, ২০১৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.