পিংক ফ্লয়েড: লাইভ অ্যাট পম্পেই
পিংক ফ্লয়েড: লাইভ অ্যাট পম্পেই (ইংরেজি: Pink Floyd: Live at Pompeii) ১৯৭২ সালে ইতালির প্রাচীন রোমান অ্যামি্পথিয়েটার পম্পেইতে সঞ্চালিত ইংরেজ প্রগ্রোসিভ রক ব্যান্ড পিংক ফ্লয়েড সমন্বিত একটি কনসার্ট প্রামাণ্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন আর্দ্রিয়ান মেইবেন। যদিও ব্যান্ডটি তাদের কর্মজীবনে এই একটি চলচ্চিত্রে লাইভ সেট পরিচালনা করে যেখানে কোন দর্শকের উপস্থিত ছিল না।
পিংক ফ্লয়েড: লাইভ অ্যাট পম্পেই | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | আর্দ্রিয়ান মেইবেন |
প্রযোজক |
|
শ্রেষ্ঠাংশে | পিংক ফ্লয়েড |
সুরকার | পিংক ফ্লয়েড |
চিত্রগ্রাহক |
|
সম্পাদক | জোসে পিসহিইরু |
পরিবেশক | ইউনিভার্সাল হোম ভিডিও |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ৬০ মিনিট (১৯৭২) ৮০ মিনিট (১৯৭৪) ৯২ মিনিট (পরিচালকের কাটা) |
দেশ | ফ্রান্স বেলজিয়াম পশ্চিম জার্মানি[1] |
ভাষা | ইংরেজি |
অক্টোবর ১৯৭১ সালে, ভিড়িওর মূল ফুটেজসমূহ অ্যামি্পথিয়েটারের কাছাকাছি চার দিন ধরে শুট করা হয়েছিল, স্টুডিও মানের ২৪-ট্র্যাক রেকর্ডারসহ ব্যান্ডের নিয়মিত ভ্রমণ উপযোগী বাদ্যযন্ত্র ব্যবহার করে। অতিরিক্ত ফুটেজসমূহ ডিসেম্বর ১৯৭২ সালে প্যারিসের টেলিভিশন স্টুডিওতে শুট করা হয়েছে যা মূল মৃক্তির সাথে সংযুক্ত ছিল। ব্যান্ডের দ্য ডার্ক সাইড অব দ্য মুন অ্যালবামের অতিরিক্ত স্টুডিও উপাদান এবং অ্যাবে রোড স্টুডিওর সাক্ষাত্কার সহকারে চলচ্চিত্রটি ১৯৭৪ সালে পুনমুক্তি দেয়া হয়।
পরবর্তীকালে ভিডিও সংস্করণে চলচ্চিত্রটি বহুবার মুক্তি দেয়া হয় এবং ২০০৩ সালে পরিচালক মেইবেন কর্তৃক এর একটি "ডিরেক্টর'স কাট" ডিভিডি প্রকাশিত হয় যেখানে ১৯৭১ সালের মূল ফুটেজ সম্মিলনের পাশাপাশি পম্পেই এলাকার বাড়তি সমসাময়িক শট অর্ন্তভূক্ত করা হয়েছে।
ট্র্যাক তালিকা
১৯৭২ মূল চলচ্চিত্র
- "ভূমিকা সঙ্গীত"
- "ইকোস, অংশ ১" (মেডল, ১৯৭১ থেকে)
- "কেয়ারফুল উইথ দ্যট এক্স, ইউজিন" (পয়েন্ট মি অ্যাট দ্য স্কাই, বি-সাইড, ১৯৬৮ থেকে)
- "অ্যা সোসারফুল অব সিক্রেটস" (অ্যা সোসারফুল অব সিক্রেটস, ১৯৬৮ থেকে)
- "ওয়ান অব দিস ডেস আই'ম গোয়িং টু কাট ইউ ইন্টু লিটল পিসেস" (মেডল, ১৯৭১ থেকে)
- "সেট দ্য কন্ট্রোল্স ফর দ্য হার্ট অব দ্য সান" (অ্যা সোসারফুল অব সিক্রেটস, ১৯৬৮ থেকে)
- "মাডেমোসেইল নব্স" (মেডল, ১৯৭১ থেকে)
- "ইকোস, অংশ ২" (মেডল, ১৯৭১ থেকে)
১৯৭৪ থিয়েটারি সংস্করণ
- "ভূমিকা সঙ্গীত"
- "ইকোস, অংশ ১" (মেডল, ১৯৭১ থেকে)
- "অন দ্য রান" (স্টুডিও ফুটেজ) (দ্য ডার্ক সাইড অব দ্য মুন, ১৯৭৩ থেকে)
- "কেয়ারফুল উইথ দ্যট এক্স, ইউজিন" (পয়েন্ট মি অ্যাট দ্য স্কাই, বি-সাইড, ১৯৬৮ থেকে)
- "অ্যা সোসারফুল অব সিক্রেটস" (অ্যা সোসারফুল অব সিক্রেটস, ১৯৬৮ থেকে)
- "আস অ্যান্ড দেম" (স্টুডিও ফুটেজ) (দ্য ডার্ক সাইড অব দ্য মুন, ১৯৭৩ থেকে)
- "ওয়ান অব দিস ডেস" (মেডল, ১৯৭১ থেকে)
- "সেট দ্য কন্ট্রোল্স ফর দ্য হার্ট অব দ্য সান" (অ্যা সোসারফুল অব সিক্রেটস, ১৯৬৮ থেকে)
- "ব্রেইন ড্যামেজ" (স্টুডিও ফুটেজ) (দ্য ডার্ক সাইড অব দ্য মুন, ১৯৭৩ থেকে)
- "মাডেমোসেইল নব্স" (মেডল, ১৯৭১ থেকে)
- "ইকোস, অংশ ২" (মেডল, ১৯৭১ থেকে)
২০০৩ ডিরেক্টর'স কাট
- "ইকোস, অংশ ১"/"অন দ্য রান" (স্টুডিও ফুটেজ) (অস্বীকৃত) (মেডল/দ্য ডার্ক সাইড অব দ্য মুন, ১৯৭১/১৯৭৩ থেকে)
- "কেয়ারফুল উইথ দ্যট এক্স, ইউজিন" (পয়েন্ট মি অ্যাট দ্য স্কাই, বি-সাইড, ১৯৬৮ থেকে)
- "অ্যা সোসারফুল অব সিক্রেটস" (অ্যা সোসারফুল অব সিক্রেটস, ১৯৬৮ থেকে)
- "আস অ্যান্ড দেম" (স্টুডিও ফুটেজ) (দ্য ডার্ক সাইড অব দ্য মুন, ১৯৭৩ থেকে)
- "ওয়ান অব দিস ডেস" (মেডল, ১৯৭১ থেকে)
- "মাডেমোসেইল নব্স" (মেডল, ১৯৭১ থেকে)
- "ব্রেইন ড্যামেজ" (স্টুডিও ফুটেজ) (দ্য ডার্ক সাইড অব দ্য মুন, ১৯৭৩ থেকে)
- "সেট দ্য কন্ট্রোল্স ফর দ্য হার্ট অব দ্য সান" (অ্যা সোসারফুল অব সিক্রেটস, ১৯৬৮ থেকে)
- "ইকোস, অংশ ২" (মেডল, ১৯৭১ থেকে)
এই নামেও পরিচিত:
- ইকোস: পিংক ফ্লয়েড (ইউএস)
- পিংক ফ্লয়েড ইন পম্পেই (বেলজিয়াম)
তথ্যসূত্র
- "Pink Floyd à Pompèi"। ftvdb.bfi.org.uk (ইংরেজি ভাষায়)। লন্ডন: British Film Institute। ২৮ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৯, ২০১৫।
উৎস
- Mabbett, Andy (২০১০)। Pink Floyd: The Music and The Mystery। New York City: Omnibus Press। আইএসবিএন 978-1-84938-370-7।
- Manning, Toby (২০০৬)। The Rough Guide to Pink Floyd (1st সংস্করণ)। New York City: Rough Guides। আইএসবিএন 978-1-84353-575-1।
- Mason, Nick (২০০৪)। Inside Out: A Personal History of Pink Floyd। London: Weidenfeld & Nicolson। আইএসবিএন 978-0-297-84387-0।
- Povey, Glenn (২০০৭)। Echoes: The Complete History of Pink Floyd। Chesham: Mind Head Publishing। আইএসবিএন 978-0-9554624-0-5।