কলাম্বিয়া গ্রাফোফোন কোম্পানি
কলাম্বিয়া গ্র্যাফোফোন কোম্পানি (ইংরেজি: Columbia Graphophone Company) যুক্তরাজ্যের প্রথম দিককার গ্রামোফোন কোম্পানিগুলির একটি। কলাম্বিয়া রেকর্ডস হিসেবে, এটি ১৯৫০ এবং ১৯৬০-এর দশকের মধ্যে একটি সফল লেবেল হয়ে ওঠে, কিন্তু অবশেষে নতুন তৈরি ইএমআই রেকর্ডস দ্বারা প্রতিস্থাপিত হয়, ইএমআই লেবেলের একত্রীকরণের একটি অংশ হিসেবে। পরিবর্তিতে ২০১৩ সালে এটি ওয়ার্নার মিউজিক গ্রুপের পার্লোফোন রেকর্ডসের একক হিসেবে নিবিষ্ট হয়েছিল।
কলাম্বিয়া গ্র্যাফোফোন কোম্পানি | |
---|---|
![]() | |
স্বত্বাধিকারী কোম্পানি |
|
প্রতিষ্ঠাকাল | ১৯২২ |
বিলুপ্তিকাল | ১৯৭৩ |
অবস্থা | ২০১২ সাল থেকে ক্যাটালগ এবং শিল্পীদের কর্মপর্যায় পার্লোফোন রেকর্ডসের মালিকানাধীন, ট্রেড মার্ক এবং নাম ১৯৯০ সালে সনি মিউজিক এন্টারটেইনমেন্টের নিকট বিক্রি করা হয়। |
ধরন | নানাবিধ |
দেশ | যুক্তরাজ্য |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- ডিস্কোগ্সে ইএমআই কলাম্বিয়া ডিস্কোগ্রাফি (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.