রিসেপ তায়িপ এরদোয়ান
রজব তায়িপ এরদোয়ান (অন্যান্য উচ্চারণ: রেসেপ বা রেসিপ তায়্যিপ এরদোগান, রেজেপ/রেচেপ তাইপে এরদোহান এবং রজব তৈয়ব এরদোগান) (তুর্কি উচ্চারণ: [ɾeˈd͡ʒep tajˈjip ˈæɾdo.an];[note 1] জন্মঃ ২৬ ফেব্রুয়ারি ১৯৫৪) হলেন তুরস্কের ১২ তম রাষ্ট্রপতি যিনি ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করছেন। ২০০১ সালে তিনি একে পার্টি (জাস্টিস অ্যান্ড ডেভেলাপমেন্ট পার্টি বা একেপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার অল্প দিনের মধ্যেই দলটি জনসমর্থনের মাধ্যমে এক নম্বর অবস্থানে চলে আসে। দলটি ১৯৮৪ সালের পর প্রথমবার তুরস্কের ইতিহাসে একদলীয় দল হিসেবে এবং পরপর ৪ বার (২০০২, ২০০৭, ২০১১,২০১৪) সাংসদীয় নির্বাচনে বিজয়ী হয়। রাষ্ট্রপতি হবার পূর্ব পর্যন্ত তিনি ক্ষমতাসীন এই দলের সভাপতি ও প্রধান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রিসেপ তায়িপ এরদোয়ান(মুসলিম নেতা) | |
---|---|
তুরস্কের ১২তম রাষ্ট্রপতি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৮ আগস্ট ২০১৪ | |
প্রধানমন্ত্রী | বিনালি ইলদিরিম |
পূর্বসূরী | আবদুল্লাহ গুল |
তুরস্কের ২৫তম প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৪ই মার্চ ২০০৩ – ২৮ আগস্ট ২০১৪ | |
রাষ্ট্রপতি | আহমেদ নেজদেত সেজার আব্দুল্লাহ গুল |
পূর্বসূরী | আবদুল্লাহ গুল |
উত্তরসূরী | আহমেত দেভাতগলু |
জাস্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টির প্রধান | |
কাজের মেয়াদ ১৪ আগস্ট ২০০১ – ২৭ আগস্ট ২০১৪ | |
পূর্বসূরী | স্বপ্রতিষ্ঠিত |
উত্তরসূরী | আহমেত দেভাতগলু |
ইস্তাম্বুলের হয়ে সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২২শে জুলাই ২০০৭ – ২৮ আগস্ট ২০১৪ | |
সংসদীয় এলাকা | প্রথম ইলেক্টোরাল ডিস্ট্রিক |
সির্তের হয়ে সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৯ মার্চ ২০০৩ – ২২ জুলাই ২০০৭ | |
সংসদীয় এলাকা | সির্ত প্রদেশ |
ইস্তাম্বুলের মেয়র | |
কাজের মেয়াদ ২৭ মার্চ ১৯৯৪ – ৬ নভেম্বর ১৯৯৮ | |
পূর্বসূরী | নিউরেতিন সোজেন |
উত্তরসূরী | আলী মুফিত গার্তোনা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ইস্তাম্বুল, তুরস্ক | ২৬ ফেব্রুয়ারি ১৯৫৪
রাজনৈতিক দল | জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি (২০০১-বর্তমান) |
অন্যান্য রাজনৈতিক দল | জাতীয় স্যালভেশন পার্টি (১৯৮১-এর পূর্বে) ওয়েলফেয়ার পার্টি (১৯৮৩-১৯৯৮) ভার্চো পার্টি (১৯৯৮-২০০১) |
দাম্পত্য সঙ্গী | এমিনি গালবারেন (১৯৭৮-বর্তমান) |
সন্তান | আহমেত বারান এরদোগান নেকমিতিন বিলাল এশরা সামিয়ে |
প্রাক্তন শিক্ষার্থী | মারমারা বিশ্ববিদ্যালয় |
ধর্ম | সুন্নি ইসলাম |
স্বাক্ষর | ![]() |
ওয়েবসাইট | তুরস্কের প্রধানমন্ত্রীর কার্যালয় রিসেপ তায়িপ এরদোয়ানের ওয়েবসাইট |
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পুর্বেও ২০০৩ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত তুরষ্কের প্রধানমন্ত্রী হিসেবে এবং তার পূর্বে ১৯৯৪ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্যিক প্রবেশাধিকারের চুক্তি, বিগত দশবছর ধরে চলাকালীন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও তুর্কি লিরার (তুর্কি মুদ্রা) মুল্য পুনর্নিধারণ, সুদের হার কমানো,অতীতে অট্টোমান শাসনাধীন দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন ও বিশ্বমহলে নেতৃস্থানীয় ও সৌহার্দ্যপুর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাপ্রাপ্তিকে মুল লক্ষ্য রেখে বৈদেশিক নীতি গ্রহণ (নব্য-অটোম্যানবাদ), বিরোধী বিক্ষোভকারীদের সফলভাবে নিয়ন্ত্রণ প্রভৃতি কারণে বিশ্বমহলে তিনি ব্যাপকভাবে আলোচিত।[1][2]
পদটীকা
- শিথিলভাবে উচ্চারিত হয় rə-JEP-' tah-YIP-' ERR-doh-an
তথ্যসূত্র
- "Growing consumption"। Metro Group। ২৪ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১২।
- Nick Tattersall (২৮ ফেব্রুয়ারি ২০১৩)। "Erdogan's ambition weighs on hopes for new Turkish constitution"। Stratejik Boyut। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৩।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে রিসেপ তায়িপ এরদোয়ান সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
![]() |
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: রিসেপ তায়িপ এরদোয়ান |
- Official Website of the Prime Minister of the Republic of Turkey (তুর্কি)
- Official Website of the Turkish PM Recep Tayyip Erdogan (ইংরেজি)
- Erdoğan's personal website (তুর্কি)
- Profile at Justice and Development Party
- Column archive at Newsweek
- Column archive at Project Syndicate
- মিডিয়া কাভারেজ
- সি-এসপিএএন-তে উপস্থিতি
- রিসেপ তায়িপ এরদোয়ান -তে চার্লি রোজ
- গ্রন্থাগারে রিসেপ তায়িপ এরদোয়ান সম্পর্কিত বা কর্তৃক কাজ (ওয়ার্ল্ডক্যাট ক্যাটালগ) (ইংরেজি)
- Prime Minister Recep Tayyip Erdogan official news website
- আল জাজিরা ইংরেজিতে রিসেপ তায়িপ এরদোয়ান সংগৃহীত সংবাদ ও মন্তব্য।
- "রিসেপ তায়িপ এরদোয়ান সংগৃহীত খবর এবং ভাষ্য"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)।
- রিসেপ তায়িপ এরদোয়ান দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর সংবাদ ও ধারাভাষ্যের সংগ্রহশালা।
- Profile: Recep Tayyip Erdogan, BBC News, 18 July 2007
- Profile-তে উল্লেখযোগ্য নামসমূহের ডাটাবেজ
রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী নিউরেতিন সোজেন |
ইস্তানবুলের মেয়র ১৯৯৪–১৯৯৮ |
উত্তরসূরী আলি মুফিট গুর্তুনা |
পূর্বসূরী আব্দুল্লাহ গুল |
তুরস্কের প্রধানমন্ত্রী ২০০৩–২০১৪ |
উত্তরসূরী আহমেট দেভাতগ্লু |
তুরস্কের রাষ্ট্রপতি ২০১৪–বর্তমান |
নির্ধারিত হয়নি | |
পার্টির রাজনৈতিক কার্যালয় | ||
নতুন অফিস | সভাপতি, জাস্টিস এ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ২০০১–২০১৪ |
উত্তরসূরী আহমেদ দেভাতগ্লু |