আল জাজিরা ইংরেজি

আল জাজিরা ইংলিশ হল একটি আন্তর্জাতিক ২৪ঘন্টার ইংরেজি ভাষার সংবাদ ও সাম্প্রতিক ঘটিত বিষয়নির্ভর টিভি চ্যানেল, যার সদর দপ্তর কাতারের দোহায় অবস্থিত।

আল জাজিরা ইংরেজি
উদ্বোধন১৫ নভেম্বর ২০০৬
নেটওয়ার্কআল জাজিরা
মালিকানাআল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক
চিত্রের বিন্যাসএইচডিটিভি ১০৮০আই২৫
স্লোগান"Setting The News Agenda"
দেশকাতার
ভাষাইংরেজি
প্রচারের স্থানবিশ্বব্যাপী
প্রধান কার্যালয়দোহা, কাতার
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
আল জাজিরা, আল জাজিরা আমেরিকা, আল জাজিরা বালকান, আল জাজিরা তুর্কী আল জাজিরা ডকুমেন্টারি চ‍্যানেল, আল জাজিরা বাংলা
ওয়েবসাইটআল জাজিরা ইংরেজি

এটি যুক্তরাষ্ট্রভিত্তিক ইংরেজি টিভি চ্যানেল আল জাজিরা অ্যামেরিকা এবং মুল আরবি চ্যানেল আল জাজিরা এর সহোদর টেলিভিশন চ্যানেল। এই টেলিভিশন কেন্দ্রটি স্বয়ং ধারণকৃত সংবাদ উপস্থাপন ও বিশ্লেষণ, তথ্যচিত্র, সরাসরি বিতর্ক, সাম্প্রতিক বিষয়াবলি, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, খেলাধুলা প্রভৃতি বিষয়ে সরাসরি এবং আদিতে ধারণকৃত অনুষ্ঠান সম্প্রচার করে। এটি প্রথম ইংরেজি টিভি চ্যানেল যার সদর দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থিত। এছাড়াও চ্যানেলটি স্বয়ং বিশ্বের প্রথম বিশ্বব্যাপী এইচ ডি টেলিভিশন নেটওয়ার্ক হিসেবে দাবি করে।[1]

লক্ষ্য

ইংরেজী ভাষাভাষী পশ্চিমা দেশগুলোর মত দৃষ্টিভঙ্গি পোষণ করে না এমন দুইশত কোটি দর্শকের জন্য সংবাদ পরিবেশনা চ্যানেলটির মুল লক্ষ্য| তাদের চাহিদার দিকে লক্ষ্য রেখে চ্যানেলটি নিজস্ব আঞ্চলিক বাচনভঙ্গি ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি উভয়ের সমন্বয় সাধন করে তাদের সংবাদ অনুষ্ঠানসমূহের কার্যক্রম পরিচালনা করে|

তথ্যসূত্র

  1. "Al Jazeera International Commissioning"। ৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৪

বহিঃসংযোগ

  • AlJazeera.com - প্রাতিষ্ঠানিক ইংরেজি ওয়েবসাইট
  • AlJazeera.net - প্রাতিষ্ঠানিক আল জাজিরা ওয়েবসাইট
  • AlJazeera.com.bd - প্রাতিষ্ঠানিক আল জাজিরা ওয়েবসাইট
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.